এই অধ্যায়ের আলোচ্য বিষয় গঙ্গাস্তোত্রম্ MCQ প্রশ্নোত্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। গঙ্গাস্তোত্রম্ SAQ নিম্নে দেওয়া হল। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এগুলি গুরুত্বপূর্ণ।
‘শ্রীগঙ্গাস্তোত্রম্’ নামক পাঠ্য স্তোত্রটি শঙ্করাচার্য রচিত একটি স্তোত্র। মূল স্তোত্রটিতে মোট 14 টি শ্লোক আছে। তার থেকে প্রথম 10 টি শ্লোক পাঠ্যাংশটিতে নির্বাচিত হয়েছে। স্তোত্রটি প্রখ্যাত দার্শনিক-কবি শঙ্করাচার্য রচিত। এর শ্লোকগুলির অর্থানুসন্ধান করলে আমরা দেখি যে এখানে রচয়িতা দার্শনিক-কবি শঙ্করাচার্য ভক্তিভরে গঙ্গা দেবীর স্তুতি করেছেন। গঙ্গা ত্রিভুবনতারিণী অর্থাৎ তিন ভুবনের ত্রাণকর্ত্রী, চঞ্চলতরঙ্গা অর্থাৎ চঞ্চল ঢেউযুক্তা, শঙ্কর মৌলিবিহারিণী অর্থাৎ তিনি শিবের মাথায় থাকেন, তিনি পতিতোদ্ধারিণী অর্থাৎ পতিত জনদের উদ্ধার করেন। তিনি কবিকে সংসারসাগর পার করে দিন, তিনি কবিকে তাঁর কৃপা বর্ষণ করুন, প্রভৃতি। সুতরাং শ্লোকগুলিতে গঙ্গার স্তুতি করা হয়েছে।
শ্রীশংকরাচার্য 778 খ্রিস্টাব্দের কেরলের কালাডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র আট বছর বয়সেই চার বেদে পারদর্শী হয়ে ওঠেন। তিনি তাঁর বিখ্যাত বেদান্তসুত্রভাষ্য রচনা করেন। 820 খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন।
পাঠ্যাংশের নাম | শ্রীগঙ্গাস্তোত্রম্ |
রচনা | শ্রীশংকরাচার্য |
ছন্দ | পজ্ঝটিকা |
SAQ প্রশ্নোত্তর
প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। গঙ্গাস্তোত্রম্ SAQ নিম্নে দেওয়া হল।
1)”गङ्गास्तोत्रम्” এর রচয়িতা কে?
উত্তর– “गङ्गास्तोत्रम्” এর রচয়িতা হলেন শ্রীশংকরাচার্য।
2) শঙ্করাচার্য কোন্ রাজ্যের মানুষ?
উত্তর– শঙ্করাচার্য কেরালা রাজ্যের মানুষ।
3) “गङ्गास्तोत्रम्” কোন্ ছন্দে রচিত?
উত্তর– “गङ्गास्तोत्रम्” পজ্ঝটিকা ছন্দে রচিত।
4) “गङ्गास्तोत्रम्” কোন্ শ্রেণীর রচনা?
উত্তর– “गङ्गास्तोत्रम्” স্তোত্র শ্রেণীর রচনা।
5) ‘স্তোত্র’ কথার অর্থ কী?
উত্তর– ‘স্তোত্র’ কথার অর্থ স্তব বা প্রশংসা সূচক উক্তি।
6) “शङकरमौलिविहारिणि” – পদটি কোন্ বিভক্তিতে আছে?
উত্তর– “शङकरमौलिविहारिणि” – পদটি প্রথমা বিভক্তিতে আছে।
7) গঙ্গা কোন্ দেবতার জটজালে বিহার করেন?
উত্তর– গঙ্গা মহাদেবের জটজালে বিহার করেন।
8) গঙ্গাকে কার জননী বলা হয়েছে?
উত্তর– গঙ্গাকে ভীষ্মের জননী বলা হয়েছে।
9) “मुनिवरकन्ये ” – এখানে মুনিবর কে?
উত্তর– “मुनिवरकन्ये ” – এখানে মুনিবর জহ্নু।
10) “तव कृपया” – কার কৃপায়?
উত্তর– গঙ্গার কৃপায়।
11) ‘जठर’ শব্দের অর্থ কী?
উত্তর– ‘जठर’ শব্দের অর্থ মাতৃগর্ভ।
12) গঙ্গার দুটি প্রতিশব্দ লেখ।
উত্তর– গঙ্গার দুটি প্রতিশব্দ হল অলকানন্দা ও জাহ্নবী।
13) ‘কল্পলতা’ কাকে বলা হয়েছে?
উত্তর– ‘কল্পলতা’ গঙ্গাকে বলা হয়েছে।
14) গঙ্গাকে কোন্ বৃক্ষশাখার সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর– গঙ্গাকে কল্পবৃক্ষের শাখার সঙ্গে তুলনা করা হয়েছে।
15) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত?
উত্তর– গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত।
16) গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন?
উত্তর– ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনেন, এজন্য ভগীরথের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ায় গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে।
17) “खण्डितगिरिवरमण्डितभङ्गे” – এখানে ‘গিরিবর’ কথাটির অর্থ কী?
উত্তর– ‘গিরিবর’ কথাটির অর্থ হিমালয়।
18) ‘বিধু’ কথার অর্থ কী?
উত্তর– ‘বিধু’ কথার অর্থ চন্দ্র।
19) গঙ্গাস্নানে কী ফল লাভ হয়?
উত্তর– মাতৃজঠরে পুনর্জন্ম হয় না অর্থাৎ পরম মুক্তি লাভ করে।
20) গঙ্গা প্রণামের কী ফল লাভ হয়?
উত্তর– গঙ্গা প্রণামের ফলে শোকগ্রস্ত হয় না।
21) গঙ্গার জল পান করলে কী ফল লাভ হয়?
উত্তর– গঙ্গার জল পান করলে পরম সিদ্ধি লাভ করে।
22) গঙ্গার তীরে বাস করলে কী ফল লাভ হয়?
উত্তর– বৈকুণ্ঠবাসের ন্যায় সুখ লাভ হয়।
23) “त्रिभुवनसारे वसुधाहारे” – ত্রিভুবন বলতে কোন কোন ভুবন বোঝায়?
উত্তর– ত্রিভুবন বলতে স্বর্গ, মর্ত ও পাতালকে বোঝায়।
24) গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারে না?
উত্তর– গঙ্গার ভক্তকে যমরাজ স্পর্শ করতে পারে না।
25) ‘অলকানন্দে’ – কোন্ বিভক্তি?
উত্তর– অলকানন্দে’ পদে প্রথমা বিভক্তি।
26) “मुनिवरकन्ये”—কাকে সম্বোধন করা হয়েছে ?
উত্তর– “मुनिवरकन्ये” গঙ্গাকে সম্বোধন করা হয়েছে।
27) নিম্নলিখিত শব্দগুলির অর্থ লেখ
শব্দ | দেবনাগরী হরফে | অর্থ |
মৌলি | मौलि | মস্তক |
পাহি | पाहि | রক্ষা করো |
নিগমে | निगमे | শাস্ত্রে |
বিধু | विधु | চন্দ্র |
জঠরে | जठरे | মাতৃগর্ভে |
হর | हर | হরণ করো |
রাজিত | राजित | উদ্ভাসিত |
SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ
গঙ্গাস্তোত্রম্ SAQ ছাড়াও নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQগুলি জানতে link এ click করুন
গঙ্গাস্তোত্রম্ SAQ থেকে জিজ্ঞাস্য (FAQ)
গঙ্গাস্তোত্রম্ SAQ থেকে কয়েকটি জানার ইচ্ছা।
1) “গঙ্গাস্তোত্রম্” কার লেখা?
2) “গঙ্গাস্তোত্রম্ ” কোন্ জাতীয় রচনা?
3) “গঙ্গাস্তোত্রম্ ” কোন্ ছন্দে রচিত?
ধন্যবাদ
গঙ্গাস্তোত্রম্ MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
the answer of question no. 25 will not be ” Prathama Bibhakti” but Sambodhan-er ek-bachan.
Look at the chapter of “case and case-ending”. https://sanskritruprekha.com/sanskrit-kartri-karaka-o-bibhakti/#more-1066