সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য । এই বিবরণে সংস্কৃত অর্থ পার্থক্য সম্পর্কে বিশদে জানবো। Difference meaning in the pair of words । এই শব্দযুগলের অর্থ পার্থক্যগুলি উচ্চমাধ্যমিক 2025 এর জন্য Suggestive কিছু দেওয়া হয়েছে।

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য , প্রতিটিভাষাতেই কিছু কিছু শব্দ আছে যেগুলি উচ্চারণের দিক থেকে প্রায় একইরকমের, কিন্তু তাদের অর্থ এক নয়। সংস্কৃত ভাষার ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বাদশ শ্রেণী ছাড়াও স্নাতক ও WBSSC এর SLST প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিক্ষার্থীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। এ ছাড়াও সংস্কৃত ভাষার সুষ্ঠু প্রয়াগও সম্ভব নয়।

শব্দযুগলের অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য :- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘Suggestive’ সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য অত্যন্ত সুচারুভাবে লিখিত হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাক্য গঠন না লিখলেও চলবে।

পার্থক্যের ধরণ শব্দ
আত্মনেপদীপরস্মৈপদী রূপগতআহ্বয়তি
আহ্বয়তে
কৃৎ প্রত্যয়গতবাক্যম্
বাচ্যম্
তদ্ধিতপ্রত্যয়গতঅর্থী
অর্থবান্
স্ত্রীপ্রত্যয়গতসূর্যা
সূরী
লিঙ্গগতমিত্রঃ
মিত্রম্
শব্দরূপগতসর্বায়
সর্বস্মৈ
ধাতুরূপগতদেহি
দেহী
নামধাতুগতপুত্রীয়তি
পুত্রীয়তে
কারকগতবিবাদেন অলম্
বিবাদায় অলম্
সমাসগতবটচ্ছায়া
বটচ্ছায়ম্

আত্মনেপদী ও পরস্মৈপদী রূপগত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত আত্মনেপদী ও পরস্মৈপদী রূপগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম
সংখ্যা
মূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.যজতি
যজতে
পরের জন্য যজ্ঞ করে
নিজের জন্য যজ্ঞ করে
ব্রাহ্মণঃ নৃপস্য হিতায় যজতি।
ব্রাহ্মণঃ স্বস্য হিতায় যজতে।
2.আহ্বয়তি
আহ্বয়তে
সাধারণভাবে ডাকে
স্পর্ধাপূর্বক ডাকে
পিতা পুত্রম্ আহ্বয়তি।
মল্লো মল্লম্ আহ্বয়তে।
3.উচ্চরতি
উচ্চরতে
উপরে উঠে
লঙ্ঘন করে
ধূমঃ উচ্চরতি।
রামঃ গুরুবাক্যং ন উচ্চরতে।
4.ভুনক্তি
ভুঙ্ ক্তে
পালন করে
খায়
রাজা রাজ্যং ভুনক্তি।
বালিকা অন্নং ভুঙ্ক্তে।
5.সঞ্চরতি
সঞ্চরতে
বিচরণ করে
যানে চড়েবিচরণ করে
বালকঃ নদীতীরে সঞ্চরতি।
রাজা রথেন সঞ্চরতে।
6.সংক্রীড়তি
সংক্রীড়তে
কূজন করে
খেলা করে
বিহগঃ সংক্রীড়তি।
বালিকা পথি সংক্রীড়তে।
7.সংগচ্ছতি
সংগচ্ছতে
মিলিত হয়
যুক্তিযুক্ত
গঙ্গা যমুনাং সংগচ্ছতি।
অত্র তব বাক্যং ন সংগচ্ছতে।
8.তিষ্ঠতি
তিষ্ঠতে
থাকে
মনের ভাব প্রকাশ করে
সিংহ বনে তিষ্ঠতি।
গোপী কৃষ্ণায় তিষ্ঠতে।
9.আক্রামতি
আক্রামতে
জ্যোতিষ্ক ভিন্ন পদার্থের উর্ধগমন
জ্যোতিষ্ক পদার্থের উর্ধগমন
ধূমঃ আক্রামতি।
সূর্যঃ আক্রামতে।
10.উত্তিষ্ঠতি
উত্তিষ্ঠতে
উঠে
চেষ্টা করে উঠে
ধূমঃ উত্তিষ্ঠতি।
যোগী মুক্তৌ উত্তিষ্ঠতে।

কৃৎ প্রত্যয়গত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত কৃৎ প্রত্যয়গত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম
সংখ্যা
মূল শব্দবাংলা অর্থবাক্য রচনা
1.ভোগ্যম্
ভোজ্যম্
ভোগের যোগ্য
ভোজনের যোগ্য
সজ্জনেন সুখং ভোগ্যম্।
ভবতা ইদং ফলং ভোজ্যম্।
2.বাক্যম্
বাচ্যম্
পদসমষ্টি
বলা উচিত
বেদস্য বাক্যং প্রমাণম্।
সদা সত্যং বাচ্যম্।
3.নিষ্ণাতঃ
নিস্নাতঃ
দক্ষ, নিপুন
স্নানকরেছে এমন
রামঃ গণিতে নিষ্ণাতঃ।
নিস্নাতঃ বিপ্রঃ গচ্ছতি।
4.বসিত্বা
উষিত্বা
পরিধান করে
বাস করে
বস্ত্রং বসিত্বা বিদ্যালয়ং গচ্ছ।
গৃহে উষিত্বা নামং জপ।
5.নিয়োগ্য
নিয়োজ্য
প্রভু
ভৃত্য
নিয়োগ্যঃ ভৃত্যম্ আদিশতি।
নিয়োজ্যঃ ভৃত্যং সেবতে।
6.জয্যম্
জেয়ম্
যা জয় করা যায়
জয়ের যোগ্য
ইদং প্রদেশং জয্যম্।
হৃতরাজ্যং জেয়ম্।
7.ক্রয্যম্
ক্রেয়ম্
ক্রয়ের জন্য প্রসারিত
ক্রয়ের যোগ্য
আপণে ক্রয্যং দ্রব্যং অপশ্যম্।
ইদং লেখনীং ক্রেয়ম্।
8.অন্ন
জগ্ধ
খাদ্য
ভক্ষিত
অন্নং খাদামি।
ইদম্ অন্নং জগ্ধম্।

স্ত্রীপ্রত্যয়গত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত স্ত্রীপ্রত্যয়গত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.সূর্যা
সূরী
সূর্যের দেবতা স্ত্রী
সূর্যের মানবী স্ত্রী
সূর্যা যমজননী।
সূরী কর্ণজননী।
2.আচার্যা
আচার্যানী
অধ্যাপিকা
আচার্যের স্ত্রী
আচার্যা পাঠয়তি।
আচার্যানী আচার্যং সেবতে।
3.কিঙ্করা
কিঙ্করী
স্ত্রীভৃত্য
ভৃত্যের স্ত্রী
কিঙ্করা প্রভুং সেবতে।
কিঙ্করী কিঙ্করং সেবতে।
4.ক্ষত্রিয়া
ক্ষত্রিয়ী
ক্ষত্রিয় নারী
ক্ষত্রিয়ের স্ত্রী
কুন্তী ক্ষত্রিয়া অসীৎ।
ক্ষত্রিয়ী ক্ষত্রিয়ং সেবতে।
5.শূদ্রা
শূদ্রী
শূদ্রজাতীয় নারী
শূদ্রের স্ত্রী
শূদ্রা গণেশং পূজয়তি।
শূদ্রী শূদ্রং সেবতে।
6.স্থলা
স্থলী
কৃত্রিম ভূমি
অকৃত্রিম ভূমি
ইয়ং ক্রীড়াস্থলা রম্যা।
এষা বনস্থলী রম্যা।
7.কবরা
কবরী
বিচিত্রা
চুলের খোঁপা
ইয়ং পৃথিবী কবরা।
মাতুঃ সুন্দরী কবরী।
8.নীলা
নীলী
কৃত্রিম নীলবর্ণ
অকৃত্রিম নীলবর্ণ
নীলা বস্ত্রম্।
নীলী গৌ অপশ্যম।।
9.যবনী
যবানী
যবনানী
যবনের স্ত্রী
দুষ্ট যব
যবনদের লিপি
যবনী যবনং সেবতে।
যবানী ন ভক্ষনীয়া।
ময়া যবনানী ন পঠিতা।
10.ত্রিফলা
ত্রিফলী
তিনটি ফলের সমাহার
তিনটি ফল যুক্তা
ত্রিফলা সেবনীয়া।
ত্রিফলী বৃক্ষশাখা।

তদ্ধিতপ্রত্যয়গত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত তদ্ধিতপ্রত্যয়গত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য রচনা
1.অর্থী
অর্থবান্
যাচক
ধনী
অর্থী অন্নং যাচতে।
অর্থবান্ অর্থং যচ্ছতি।
2.পিতৃবত্
পিতৃমত্
পিতার মতো
পিতা আছে যার
শিক্ষকং পিতৃবত্ পশ্য।
সা পতৃমতী বালিকা।
3.ভ্রাতৃবত্
ভ্রাতৃমত্
ভাইয়ের মতো
ভাই আছে যার
সহপাঠিং ভ্রাতৃবত্ পশ্য।
কাকলী ভ্রাতৃমতী বালিকা।
4.রাজবান্
রাজন্বান্
সাধারণ রাজাযুক্ত
উত্তম রাজাযুক্ত
অয়ং রাজবান্ দেশঃ।
ভারতবর্ষঃ রাজন্বান্ দেশঃ।
5উদকবান্
উদন্বান্
জলপূর্ণ
সমুদ্র
অয়ং কলসঃ উদকবান্।
অহং উদন্বান্ অপশ্যম্।

সমাসগত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত সমাসগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.সুগন্ধি
সুগন্ধঃ
স্বাভাবিক গন্ধযুক্ত
কৃত্রিম গন্ধযুক্ত
সুগন্ধি পুষ্পং চিনোতি।
সুগন্ধঃ পবনঃ বহতি।
2.পাণিগৃহীতা
পাণিগৃহীতী
হস্তে ধৃতা
বিবাহতা স্ত্রী
পাণিগৃহীতা বালা গচ্ছতি।
দ্রৌপদী অর্জুনস্য পাণিগৃহীতী।
3.গিরিশঃ
গিরীশঃ
শিব
হিমালয়
গিরিশঃ আরাধ্যদেবঃ।
গিরীশঃ শিবস্য শ্বশুরঃ।
4.মহারাজঃ
মহারাজা
শ্রেষ্ঠ রাজা
শ্রেষ্ঠ রাজা যেখানে
যুধিষ্ঠিরঃ মহারাজঃ আসীত্।
মহারাজা ভরতবর্ষঃ।
5.কৃষ্ণসখঃ
কৃষ্ণসখা
কৃষ্ণের সখা
কৃষ্ণ যার সখা
কৃষ্ণসখঃ অর্জুনঃ।
কৃষ্ণসখা অর্জুনঃ।

নামধাতুগত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য, সংস্কৃত নামধাতুগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য রচনা
1.উদন্যতি
উদকীয়তি
পানের জন্য জল চায়
পান ভিন্ন কারণে জল চায়
পিপাসুঃ উদন্যতি।
সা স্নানায় উদকীয়তি।
2.পিত্রীয়তি
পিত্রায়তে
পিতার মতো দেখে
পিতার মতো আচরণ করে
ছাত্রঃ শিক্ষকং পিত্রীয়তি।
শিক্ষকঃ ছাত্রে পিত্রায়তে।
3.পুত্রীয়তি
পুত্রায়তে
পুত্রের মতো দেখে
পুত্রের মতো আচরণ করে
শিক্ষকঃ ছাত্রং পুত্রীয়তি।
ছাত্রঃ শিক্ষকে পুত্রায়তে।

কারকগত অর্থ পার্থক্য

সংস্কৃত কারকগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.বিবাদেন অলম্
বিবাদায় অলম্
বিবাদের প্রয়োজন নেই
বিবাদে পটু
বালকেন সহ বিবাদেন অলম্
দুর্যোধনঃ বিবাদায় অলম্
2.ভোজনেন অলম্
ভোজনায় অলম্
ভোজনের প্রয়োজন নেই
ভোজনে পটু
ভুক্তস্য ভোজনেন অলম্
ভীমঃ ভোজনায় অলম্
3.মাসম্ অধীতে
মাসেন অধীতে
একমাস ধরে পড়ছে
একমাস ধরে পড়ে ফল পেয়েছে
সঃ মাসং ব্যাকরণম্ অধীতে
সঃ মাসেন ব্যাকরণম্ অধীতে
4.বনম্ উপবসতি
বনে উপবসতি
বাস করে
উপবাস করে
সাধুঃ বনম্ উপবসতি
দরিদ্রঃ বনে উপবসতি

লিঙ্গগত অর্থ পার্থক্য

সংস্কৃত লিঙ্গগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.মিত্রঃ
মিত্রম্
সূর্য
বন্ধু
প্রাতঃ মিত্রঃ উদেতি।
মম মিত্রম্ আগচ্ছতই।
2.পনসঃ
পনসম্
কাঁঠাল গাছ
কাঁঠাল
তব উদ্যানে পনসঃ অস্তি।
পনসং সুমিষ্টং ফলম্।
3.আম্রঃ
আম্রম্
আম গাছ
আম
মম উদ্যানে আম্রঃ অস্তি।
আম্রং সুমিষ্টং ফলম্।
4.মধুঃ
মধু
চৈত্র মাস
ফুলের নির্যাস

ভ্রমরঃ মধু পিবতি।

শব্দরূপগত অর্থ পার্থক্য

সংস্কৃত শব্দরূপগত শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য গঠন
1.সর্বায়
সর্বস্মৈ
শিবকে
সবাইকে
সর্বায় নমঃ।
সর্বস্মৈ বস্ত্রং দেহি।
2.বিদুষি
বিদুষী
বিদ্বান্ ব্যক্তিতে
বিদুষী মহিলা
বিদুষি জনে গুণাঃ সন্তি।
মম গ্রামে একা বিদুষী অস্তি।
3.শুনি
শুনী
কুকুরের মধ্যে
কুক্কুরী
শুনি গতে চৌরঃ আগতঃ।
শুনি তস্যাঃ শিশবে দুগ্ধং পায়য়তি।

বিবিধ অর্থ পার্থক্য

সংস্কৃত বিবিধ শব্দযুগলের অর্থ পার্থক্য।

ক্রম সংখ্যামূল শব্দবাংলা অর্থবাক্য রচনা
1.সীমান্ত
সীমন্ত
শেষ সীমা
সিঁথি
উত্তরসীমান্তে হিমালয়ঃ অস্তি।
সীমন্তে সিন্দুরং শোভতে।
2.
3.

সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য সম্পর্কে জিজ্ঞাস্য

1) ”উচ্চরতি” শব্দের অর্থ কী?

উত্তর- উপরে উঠে।

2) “যবনদের লিপি” অর্থে প্রযুক্ত হয় কোন্ শব্দ?

উত্তর- যবনানী।

3) “বসিত্বা” শব্দের অর্থ কী?

উত্তর- পরিধান করে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment