রাজবাহনচরিতম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। রাজবাহনচরিতম্ গদ্যাংশটি দেবনাগরী ও বাংলা হরফে পূর্বের অধ্যায়ে দেওয়া হয়েছে। বাংলায় সহজ ও সাবলীল কথায় অনুবাদ করা হয়েছে। রাজবাহনচরিতম্ MCQ ধরণের প্রশ্ন SEMESTER – 3 আসবে। পাঁচটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 5 = 5 )।
ভূমিকা :— সংস্কৃত গদ্যসাহিত্যে আচার্য দন্ডী যে এক বিশিষ্ট স্থানের অধিকারী, সে বিষয়ে কোন সন্দেহ নেই। তাঁর পূর্বে সংস্কৃত সাহিত্যে গদ্যকাব্য বা গদ্য রোমান্সের কোন পরিচয় পাওয়া যায় না। তিনি লোককথার কাহিনীর উপর আপন প্রতিভাবলে মহাকাব্যের সৌন্দর্যে যে নতুন ছাঁচের সাহিত্য সৃষ্টি করেছেন, তাই সংস্কৃত সাহিত্যের ইতিহাসে গদ্যকাব্য নামে পরিচিত।
কবি পরিচয় :— কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে আচার্য দন্ডীর জন্ম হয়। তিনি ছিলেন মহাকবি ভারবির মিত্র দামোদরের প্রপৌত্র। তাঁর পিতার নাম ছিল বীর দত্ত ও মাতার নাম ছিল গৌরী। ছেলেবেলাতেই তাঁর পিতা-মাতা মারা যান। তাঁদের মৃত্যুর পর দন্ডী শ্রুত ও সরস্বতী নামে এক দম্পতীর কাছে পালিত হন। ৬৫৫ খ্রীষ্টাব্দে চালুক্য রাজা বিক্রমাদিত্য কাঞ্চী অধিকার করলে দন্ডী দেশ ত্যাগ করে নানা স্থানে পরিভ্রমন করেন এবং নানা অভিজ্ঞতা অর্জন করেন। পরে পল্লব রাজ নরসিংহ কাঞ্চী অধিকার করলে দন্ডী স্বদেশে ফিরে আসেন এবং রাজসভার উচ্চপদে নিযুক্ত হন।
গদ্যকার | দন্ডী |
পিতা | বীর দত্ত |
মাতা | গৌরী |
পিতামহ | মনোরথ |
প্রপিতামহ | দামোদর |
সময়কাল | খ্রীষ্টিয় সপ্তম শতক |
গ্রন্থরচনা | দশকুমারচরিত, কাব্যাদর্শ, অবন্তীসুন্দরীকথা |
দশকুমারচরিত
বিভাগ -> বর্তমানে এই কাব্যটি যেভাবে পাওয় যায় তা মূলতঃ দুটি ভাগে বিভক্ত – পূর্বপীঠিকা ও উত্তর পীঠিকা। পূর্বপীঠিকায় পাঁচটি উচ্ছ্বাস আর উত্তর পীঠিকায় আটটি উচ্ছ্বাস আছে। গ্রন্থটির প্রারম্ভ ও শেষ অসংলগ্ন, হওয়ায় মনে হয় যে, দন্ডী গ্রন্থটির রচনা শেষ করে যেতে পারেননি। অথবা তাঁর রচনা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে অন্য কোন লেখক নষ্ট অংশ রচনা করে এর সাথে জুড়ে দিয়েছিলেন।
কাহিনী -> দশকুমারচরিত কাব্যটিতে মূলত, দশজন কুমারের অভিজ্ঞতার কহিনী বর্ণিত হয়েছে। মগধের রাজা রাজহংশ মালবের রাজার কাছে হেরে গিয়ে রানির সঙ্গে বিন্ধ্যপর্বতে আশ্রয়গ্রহণ করেন। সেখানে তাঁর রাজবাহন নামে একটিপুত্র জন্মগ্রহণ করে। রাজবহনের সাথে আরও নয়জন মন্ত্রীপুত্র একসাথে লেখাপড়া করে ভাগ্যান্বেষণে দেশ ভ্রমণে বের হল। কিন্তু পথে এক ব্রাহ্মণবেশী কিরাতের সঙ্গে দেখা হওযায় তাকে সাহায্যের জন্য রাজবাহণকে পাতালে নিয়ে চলে গেল। তাঁর খোঁজে অন্যান্য কুমাররা বের হয়ে ঘটনাঞমে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই ভ্রমণ প্রসঙ্গে তাদের জীবনে যে যে ঘটনা ঘটে তার বর্ণনাই হল ‘দশকুমারচরিত’ কাব্যটির বিষয়বস্তু।
রাজবাহনচরিতম্
রাজবাহনচরিতম্ পাঠ্যাংশটি বিষয়ে একনজরে কয়েকটি তথ্য।
পাঠ্যাংশের নাম | রাজবাহনচরিতম্ |
উৎস গ্রন্থ | দশকুমারচরিতম্ |
রচয়িতা | মহাকবি দণ্ডী |
অধ্যায় | প্রথম উচ্ছ্বাস |
MCQ প্রশ্নোত্তর
রাজবাহনচরিতম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তরগুলি নিম্নে দেওয়া হল। প্রতিটি MCQ প্রশ্ন নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. রাজবাহনচরিতম্ পাঠ্যাংশটি কোন্ গ্রন্থের অংশ—
(A) দশকুমারচরিতম্
(B) বিক্রমোর্বশীয়ম্
(C) মালবিকাগ্নিমিত্রম্
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) দশকুমারচরিতম্
2. দশকুমারচরিতম্ এর রচয়িতা কে—
(A) অশ্বঘোষ
(B) মহাকবি দণ্ডী
(C) মহাকবি ভাস
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) মহাকবি দণ্ডী
3. রাজবাহনচরিতম্ পাঠ্যাংশটি দশকুমারচরিতম্ এর কোন্ —
(A) প্রথম উচ্ছ্বাস
(B) দ্বিতীয় উচ্ছ্বাস
(C) তৃতীয় উচ্ছ্বাস
(D) চতুর্থ উচ্ছ্বাস
উত্তর👈
(A) প্রথম উচ্ছ্বাস
4. দশকুমারচরিতম্ কোন্ ধরনের কাব্য —
(A) গদ্যকাব্য
(B) পাদ্যকাব্য
(C) চম্পূকাব্য
(D) দৃশ্যকাব্য
উত্তর👈
(A) গদ্যকাব্য
5. রাজবাহনের প্রতিপক্ষের নাম কি —
(A) উগ্রবর্মা
(B) চণ্ডবর্মা
(C) কামবর্মা
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) চণ্ডবর্মা
6. অবন্তিসুন্দরী কিভাবে রাজবাহনের প্রতি শ্রদ্ধা দেখলেন —
(A) অট্টহাস্য করে
(B) মৃদু হেসে
(C) পায়ে হাত দিয়ে প্রণাম করে
(D) জড়িয়ে ধরে
উত্তর👈
(B) মৃদু হেসে
7. স্বপ্নে অবন্তিসুন্দরী ও রাজবাহন কাকে দেখলেন —
(A) এক রাক্ষসকে
(B) এক বৃদ্ধ রাজহংসকে
(C) উড়ন্ত পাখিকে
(D) ঘুমন্ত সিংহকে
উত্তর👈
(B) এক বৃদ্ধ রাজহংসকে
8. অন্তঃপুরিকারা কেমন অবস্থায় ছিলেন—
(A) আনন্দ উৎসব করছিলেন
(B) পাশা খেলছিলেন
(C) ভূমিতে লুণ্ঠিতা হয়ে কাঁদছিলেন
(D) জলকেলি করছিলেন
উত্তর👈
(C) ভূমিতে লুণ্ঠিতা হয়ে কাঁদছিলেন
9. রাজকন্যা কাকে দেখে আতঙ্কিত হয়েছিলেন—
(A) আনন্দ উৎসব করতে দেখে
(B) পাশা খেলতে দেখে
(C) রাক্ষসকে দেখে
(D) রাজপুত্রের অবস্থা দেখে
উত্তর👈
(D) রাজপুত্রের অবস্থা দেখে
10. রাজবাহন বিপদকে কী বলে মেনে নেন—
(A) নিজের দোষ
(B) অপরের দোষ
(C) দৈব বা ভাগ্য নির্ধারিত
(D) বিধাতার অভিশাপ
উত্তর👈
(C) দৈব বা ভাগ্য নির্ধারিত
11. অন্তঃপুররক্ষীরা কেন প্রবেশ করল—
(A) কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে
(B) চোরের খবর পেয়ে
(C) অন্তঃপুরে সাপের উপদ্রব শুনে
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) কোলাহল শুনে ঘটনাস্থলে যেতে
12. চণ্ডবর্মা রেগে উঠেছিলেন কেন—
(A) রাজবাহন তাঁকে কটুকথা বলে
(B) রাজবাহন তাঁর অনুজ ভ্রাতার মৃত্যুর কারণ
(C) রাজবাহনের পায়ে বন্ধন থাকায়
(D) কোনটিই নয়
উত্তর👈
(B) রাজবাহন তাঁর অনুজ ভ্রাতার মৃত্যুর কারণ
13. রাজবাহন অবন্তিসুন্দরীকে কতদিন বিরহ যন্ত্রনা সহ্য করতে বলেছেন—
(A) একমাস
(B) দুমাস
(C) তিনমাস
(D) চারমাস
উত্তর👈
(B) দুমাস
14. চণ্ডবর্মার ভাইয়ের নাম কি—
(A) উগ্রবর্মা
(B) চারুবর্মা
(C) দারুবর্মা
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) দারুবর্মা
15. রাজবাহনের বন্ধুর নাম কী—
(A) সিতবর্মা
(B) চণ্ডবর্মা
(C) পুষ্পোদ্ভব
(D) কোনটিই নয়
উত্তর👈
(C) পুষ্পোদ্ভব
16. পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম কি—
(A) বালচন্দ্রিকা
(B) মধুচন্দ্রিকা
(C) কামচন্দ্রিকা
(D) কোনটিই নয়
উত্তর👈
(A) বালচন্দ্রিকা
অনুরূপ পাঠ
SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো—
ধন্যবাদ
রাজবাহনচরিতম্ থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈
Khoob bhalo