সংস্কৃত শব্দরূপ বণিজ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ বণিজ্ । বণিজ্ শব্দ একটি জ্-কারান্ত পুংলিঙ্গ শব্দ। সংস্কৃত শব্দরূপ বণিজ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। বণিজ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য বণিজ্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

শব্দরূপ বণিজ্

বণিজ্ শব্দের লিঙ্গ ও অর্থ।

শব্দরূপবণিজ্
শব্দভেদজ্-কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থবণিক, ব্যবসায়ী

সংস্কৃত শব্দরূপ বণিজ্ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ বণিজ্ শব্দের বাংলা হরফে রূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবণিক্বণিজৌবণিজঃ
দ্বিতীয়াবণিজম্বণিজৌবণিজঃ
তৃতীয়াবণিজাবণিগ্ভ্যাম্বণিগ্ভিঃ
চতুর্থীবণিজেবণিগ্ভ্যাম্বণিগ্ভ্যঃ
পঞ্চমীবণিজঃবণিগ্ভ্যাম্বণিগ্ভ্যঃ
ষষ্ঠীবণিজঃবণিজোঃবণিজাম্
সপ্তমীবণিজিবণিজোঃবণিক্ষু
সম্বোধনবণিক্বণিজৌবণিজঃ

বণিজ্ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ বণিজ্ শব্দের দেবনাগরী হরফে রূপ।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमावणिक्वणिजौवणिजः
द्वतीयावणिजम्वणिजौवणिजः
तृतीयावणिजावणिग्भ्याम्वणिग्भिः
चतुर्थीवणिजेवणिग्भ्याम्वणिग्भ्यः
पञचमीवणिजःवणिग्भ्याम्वणिग्भ्यः
षष्ठीवणिजःवणिजोःवणिजाम्
सप्तमीवणिजिवणिजोःवणिक्षु
सम्वोधनवणिक्वणिजौवणिजः

বণিজ্ শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ বণিজ্ এর বিভক্তি ও বচন অনুসারে অর্থ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাবণিক্
একজন বণিক
বণিজৌ
দুইজন বণিক
বণিজঃ
বণিকগণ
দ্বিতীয়াবণিজম্
একজন বণিককে
বণিজৌ
দুইজন বণিককে
বণিজঃ
বণিকগণকে
তৃতীয়াবণিজা
একজন বণিকের দ্বারা
বণিগ্ভ্যাম্
দুইজন বণিকের দ্বারা
বণিগ্ভিঃ
বণিকগণের দ্বারা
চতুর্থীবণিজে
একজন বণিকের জন্য
বণিগ্ভ্যাম্
দুইজন বণিকের জন্য
বণিগ্ভ্যঃ
বণিকগণের জন্য
পঞ্চমীবণিজঃ
একজন বণিক হতে
বণিগ্ভ্যাম্
দুইজন বণিক হতে
বণিগ্ভ্যঃ
বণিকগণ হতে
ষষ্ঠীবণিজঃ
একজন বণিকের
বণিজোঃ
দুইজন বণিকের
বণিজাম্
বণিকগণের
সপ্তমীবণিজি
একজন বণিকে
বণিজোঃ
দুইজন বণিকে
বণিক্ষু
বণিকগণে
সম্বোধনবণিক্
হে বণিক
বণিজৌ
হে বণিক দুইজন
বণিজঃ
হে বণিকগণ

বণিজ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

বণিজ্ শব্দের অনুরূপ কিছু শব্দ অর্থসহ দেওয়া হল।

শব্দঅর্থ
ভূভুজ্রাজা
হুতভুজ্আগুন
দুঃখভাজ্দুঃখী
ঋত্বিজ্পুরোহিত
রুজ্রোগ
নীরুজ্নীরোগ
ভিষজ্চিকিত্সক
স্রজ্মালা

বণিজ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) নগরের বাণিকেরা বাজারে গিয়েছিল।

উত্তর- নগরস্য বণিজঃ বিপিনং গচ্ছন্তি।

2) বণিকেরা যাচ্ছে।

উত্তর- বণিজঃ গচ্ছন্তি।

3) একজন বণিকের দ্বারা।

উত্তর- বণিজা।

4) তুমি একজন বণিক।

উত্তর- ত্বং বণিক্।

5) আমি বণিকদের সঙ্গে যাব।

উত্তর- অহং বণিগ্ভিঃ সহ গমিষ্যামি।

বণিজ্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) বণিজ্ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- ভূভুজ্।

2)বণিজ্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- বণিক্ষু।

3) সংস্কৃতে অনুবাদ করো – আমি বণিকদের সঙ্গে অযোধ্যা যাব।

উত্তর- অহং বণিগ্ভিঃ সহ অযোধ্যাং গমিষ্যামি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment