সংস্কৃত শব্দরূপ সম্রাজ্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ । সম্রাজ্ শব্দ একটি অ-কারান্ত শব্দ। সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। সম্রাজ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সম্রাজ্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

শব্দরূপ সম্রাজ্

সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ শব্দের লিঙ্গ ও অর্থ।

শব্দরূপসম্রাজ্
শব্দভেদজ্-কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থরাজাধিরাজ

সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ শব্দের বাংলা হরফে রূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসম্রাট্সম্রাজৌসম্রাজঃ
দ্বিতীয়াসম্রাজম্সম্রাজৌসম্রাজঃ
তৃতীয়াসম্রাজাসম্রাড়্ভ্যাম্সম্রাড়্ভিঃ
চতুর্থীসম্রাজেসম্রাড়্ভ্যাম্সম্রাড়্ভ্যঃ
পঞ্চমীসম্রাজঃসম্রাড়্ভ্যাম্সম্রাড়্ভ্যঃ
ষষ্ঠীসম্রাজঃসম্রাজোঃসম্রাজাম্
সপ্তমীসম্রাজিসম্রাজোঃসম্রাট্সু
সম্বোধনসম্রাট্সম্রাজৌসম্রাজঃ

সম্রাজ্ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ সম্রাজ্ শব্দের দেবনাগরী হরফে রূপ।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमासम्राट्सम्राजौसम्राजः
द्वतीयासम्राजम्सम्राजौसम्राजः
तृतीयासम्राजासम्राड्भ्याम्सम्राड्भिः
चतुर्थीसम्राजेसम्राड्भ्याम्सम्राड्भ्यः
पञचमीसम्राजःसम्राड्भ्याम्सम्राड्भ्यः
षष्ठीसम्राजःसम्राजोःसम्राजाम्
सप्तमीसम्राजिसम्राजोःसम्राट्सु
सम्वोधनसम्राट्सम्राजौसम्राजः

সম্রাজ্ শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ সম্রাজ্

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসম্রাট্
একজন রাজাধিরাজ
সম্রাজৌ
দুইজন রাজাধিরাজ
সম্রাজঃ
রাজাধিরাজগণ
দ্বিতীয়াসম্রাজম্
একজন রাজাধিরাজকে
সম্রাজৌ
দুইজন রাজাধিরাজকে
সম্রাজঃ
রাজাধিরাজগণকে
তৃতীয়াসম্রাজা
একজন রাজাধিরাজ দ্বারা
সম্রাড়্ভ্যাম্
দুইজন রাজাধিরাজের দ্বারা
সম্রাড়্ভিঃ
রাজাধিরাজগণের দ্বারা
চতুর্থীসম্রাজে
একজন রাজাধিরাজের জন্য
সম্রাড়্ভ্যাম্
দুইজন রাজাধিরাজের জন্য
সম্রাড়্ভ্যঃ
রাজাধিরাজগণের জন্য
পঞ্চমীসম্রাজঃ
একজন রাজাধিরাজ হতে
সম্রাড়্ভ্যাম্
দুইজন রাজাধিরাজ হতে
সম্রাড়্ভ্যঃ
রাজাধিরাজগণ হতে
ষষ্ঠীসম্রাজঃ
একজন রাজাধিরাজের
সম্রাজোঃ
দুইজন রাজাধিরাজের
সম্রাজাম্
রাজাধিরাজগণের
সপ্তমীসম্রাজি
একজন রাজাধিরাজে
সম্রাজোঃ
দুইজন রাজাধিরাজে
সম্রাট্সু
রাজাধিরাজগণে
সম্বোধনসম্রাট্
হে রাজাধিরাজ
সম্রাজৌ
হে রাজাধিরাজ দুইজন
সম্রাজঃ
হে রাজাধিরাজগণ

সম্রাজ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

সম্রাজ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ নিম্নে দেওয়া হল।

শব্দঅর্থ
পরিব্রাজ্পরিব্রাজক
বিশ্বসৃজ্বিধাতা
বিরাজ্ক্ষত্রিয় , আদিপুরুষ
দেবরাজ্ইন্দ্র

সম্রাজ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1)যুধিষ্ঠির একজন সম্রাট ছিলেন।

উত্তর- যুধিষ্ঠিরঃ সম্রাট্ আসীত্।

2) সম্রাট দরিদ্রকে বস্ত্র দিচ্ছেন।

উত্তর- সম্রাট্ দরিদ্রায় বস্ত্রং যচ্ছতি।

3) সম্রাটের অর্থ আছে।

উত্তর- সম্রাটজঃ অর্থং তিষ্ঠতি।

4) আমাদের সম্রাট অত্যন্ত দয়ালু।

উত্তর- অস্মাকং সম্রাট্ অতীব দয়ালু আসীত্।

সম্রাজ্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) সম্রাজ্ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর- পরিব্রাজ্।

2)সম্রাজ্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর- সম্রাট্সু।

3) সংস্কৃতে অনুবাদ করো – সম্রাট প্রজাদের কল্যাণ ইচ্ছা করেন।

উত্তর- সম্রাট্ প্রজানাং কল্যাণম্ ইচ্ছতি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment