সংস্কৃত শব্দরূপ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ । সংস্কৃত শব্দরূপগুলির Link নিচে দেওয়া হল। শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শব্দরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। সংস্কৃত শব্দরূপ যথাযথ ধারণা না থাকলে, সংস্কৃত ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত শব্দরূপ থেকে MCQ প্রশ্নোত্তর

সংস্কৃত শব্দরূপ

শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে। সংস্কৃত শব্দরূপ আলোচ্য বিষয়।

স্বরান্ত শব্দরূপ

সংস্কৃত শব্দরূপগুলির রূপ জানতে Link এ click করুন।

ক্রম সংখ্যা স্বরান্ত ভেদলিঙ্গ ভেদশব্দরূপ
1.অ- কারান্তপুংলিঙ্গনর, বালক 👈
2.অ- কারান্তক্লীবলিঙ্গফল👈
3.আ- কারান্তস্ত্রীলিঙ্গলতা👈
4.ই- কারান্তপুংলিঙ্গমুনি, পতি, সখি👈
5.ই- কারান্তস্ত্রীলিঙ্গমতি 👈
6.ই- কারান্তক্লীবলিঙ্গবারি, দধি👈
7.ঈ- কারান্তস্ত্রীলিঙ্গনদী, শ্রী, স্ত্রী 👈
8.ঈ- কারান্তপুংলিঙ্গসুধী👈
9.উ- কারান্তপুংলিঙ্গসাধু👈
10.উ- কারান্তস্ত্রীলিঙ্গধেনু👈
11.উ- কারান্তক্লীবলিঙ্গমধু👈
12.ঊ- কারান্তস্ত্রীলিঙ্গবধূ, ভূ👈
13.ঋ- কারান্তপুংলিঙ্গপিতৃ, দাতৃ, ভ্রাতৃ👈
14.ঋ- কারান্তস্ত্রীলিঙ্গমাতৃ, দুহিতৃ, স্বসৃ👈

ব্যঞ্জনান্ত শব্দরূপ

শব্দরূপগুলির রূপ জানতে Link এ click করুন। মনে রাখতে হবে বাংলায় অনেক শব্দ স্বরান্ত হয়ে গেছে। কিন্তু সংস্কৃতে লেখার সময় ভেবে দেখতে হবে মূল শব্দটি সংস্কৃতে ব্যঞ্জনান্ত কিনা। ব্যঞ্জনান্ত হলে ব্যঞ্জনান্ত শব্দে বিভক্তি যোগ করতে হবে। যেমন “যশের নিমিত্ত কর্ম” বাক্যে ‘যশ’ ও ‘কর্ম’ শব্দ দুটি বাংলায় অ-কারান্ত। কিন্তু সংস্কৃতে শব্দ দুটি ব্যঞ্জনান্ত – যশস্ ও কর্মন্। অতএব অনুবাদ হবে, “যশসে কর্ম”।

ক্রম সংখ্যা স্বরান্ত ভেদলিঙ্গ ভেদশব্দরূপ
1.চ্- কারান্তপুংলিঙ্গজলমুচ্👈
2.চ্- কারান্তস্ত্রীলিঙ্গবাচ্ 👈
3.জ্- কারান্তপুংলিঙ্গবণিজ্, সম্রাজ্👈
4.ত্- কারান্তপুংলিঙ্গশ্রীমত্👈, মহৎ, ভুভৃৎ
5.ত্- কারান্তক্লীবলিঙ্গজগত্👈
6.দ্- কারান্তপুংলিঙ্গসুহৃদ্👈
7.দ্- কারান্তস্ত্রীলিঙ্গআপদ্👈
8.ন্- কারান্তপুংলিঙ্গরাজন্👈, আত্মন্👈, যুবন্👈
9.প্- কারান্তস্ত্রীলিঙ্গঅপ্
10.ব্- কারান্তস্ত্রীলিঙ্গদিব্ 👈
11.শ্- কারান্তস্ত্রীলিঙ্গদিশ্👈
12.স্- কারান্তস্ত্রীলিঙ্গআশিষ্👈
13.স্- কারান্তক্লীবলিঙ্গপয়স্👈
14.ইন্-ভাগান্তপুংলিঙ্গপথিন্👈, গুণিন্👈
15.অন্-ভাগান্তক্লীবলিঙ্গকর্মন্ 👈
16.অন্-ভাগান্তক্লীবলিঙ্গনামন্ 👈
17.অৎ-প্রত্যয়ান্তপুংলিঙ্গধাবৎ 👈
18.ঈয়স্-ভাগান্তপুংলিঙ্গলঘীয়স্ 👈
19.ইষ্-ভাগান্তক্লীবলিঙ্গহবিষ্ 👈
20.উষ্-ভাগান্তক্লীবলিঙ্গধনুষ্ 👈
21.অন্-ভাগান্তক্লীবলিঙ্গঅহন্ 👈
22.অৎ প্রত্যয়ান্তক্লীবলিঙ্গমহৎ 👈
23.অৎ প্রত্যয়ান্তক্লীবলিঙ্গগচ্ছৎ 👈
24.অস্-ভাগান্তপুংলিঙ্গবেধস্ 👈
25.বস্-ভাগান্তপুংলিঙ্গবিদ্বস্ 👈

সর্বনাম শব্দরূপ

ক্রম সংখ্যা শব্দরূপলিঙ্গ ভেদ
1.অস্মদ্👈তিন লিঙ্গে একই রূপ হবে
2.যুষ্মদ্👈তিন লিঙ্গে একই রূপ হবে
3.তদ্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
4.যদ্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
5.এতদ্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
6.ইদম্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
7.কিম্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
8.সর্ব👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে
9.অদস্👈তিন লিঙ্গে ভিন্ন ভিন্ন রূপ হবে

সংখ্যাবাচক শব্দ👈গুলি জানতে Link এ click করুন

শব্দরূপ থেকে জিজ্ঞাস্য

1) অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের উদাহরণ হল।

নর।

2) আ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের উদাহরণ হল।

লতা।

3) অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের উদাহরণ হল।

ফল।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

Leave a Comment