সংস্কৃত শব্দরূপ মহৎ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ মহৎ । সংস্কৃত শব্দরূপ মহৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। মহৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য মহৎ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ মহৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। মহৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপমহৎ
শব্দভেদঅৎ প্রত্যয়ান্ত
লিঙ্গভেদক্লীবলিঙ্গ
অর্থমহান্, বড়

সংস্কৃত শব্দরূপ মহৎ

মহৎ শব্দরূপ অনুশীলন করলে অৎ প্রত্যয়ান্ত শব্দগুলি কন্ঠস্থ থাকবে। ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির দ্বিবচন ও বহুবচনে শেষস্থিত দুইটি স্বরবর্ণের পরিবর্তন হয়। যেমন- দ্বিবচন হ্রস্ব-দীর্ঘ এবং বহুবচনে দীর্ঘ হ্রস্ব। যথা- মহতী, মহান্তি।

মহৎ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ মহৎ বাংলা হরফে দেওয়া হল। মনে রাখতে হবে, সমস্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তিতে কোন পার্থক্য নেই। ক্লীবলিঙ্গ শব্দ স্বরান্ত হোক কিংবা ব্যঞ্জনান্ত হোক, প্রথমার একবচনে ও দ্বিতীয়ার একবচনে শব্দের আকৃতির কোন পরিবর্তন হয় না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামহৎমহতীমহান্তি
দ্বিতীয়ামহৎমহতীমহান্তি
তৃতীয়ামহতামহদ্ভ্যাম্মহদ্ভিঃ
চতুর্থীমহতেমহদ্ভ্যাম্মহদ্ভ্যঃ
পঞ্চমীমহতঃমহদ্ভ্যাম্মহদ্ভ্যঃ
ষষ্ঠীমহতঃমহতোঃমহতাম্
সপ্তমীমহতিমহতোঃমহৎসু
সম্বোধনমহৎমহতীমহান্তি

মহৎ শব্দরূপ (দেবনাগরী হরফে

সংস্কৃত শব্দরূপ মহৎ শব্দের রূপ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमामहत्महतीमहान्ति
द्वितीयामहत्महतीमहान्ति
तृतीयामहतामहद्भ्याम्महद्भिः
चतुर्थीमहतेमहद्भ्याम्महद्भ्यः
पञ्चमीमहतःमहद्भ्याम्महद्भ्यः
षष्ठीमहतःमहतोःमहताम्
सप्तमीमहतिमहतोःमहत्सु
सम्वोधनमहत्महतीमहान्ति

মহৎ শব্দের গুরুত্বপূর্ণ রূপ

1) মহৎ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর:- মহতা।

2) মহৎ শব্দের ষষ্ঠীর বহুবচন।

উত্তর:- মহতাম্।

3) মহৎ শব্দের সপ্তমীর একবচন।

উত্তর :- মহতি।

4) মহৎ শব্দের ষষ্ঠীর দ্বিবচন

উত্তর :- মহতোঃ।

5) মহৎ শব্দের চতুর্থীর একবচন।

উত্তর:- মহতে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment