সংস্কৃত শব্দরূপ অহন্

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ অহন্ । সংস্কৃত শব্দরূপ অহন্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। অহন্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অহন্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ অহন্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। অহন্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপঅহন্
শব্দভেদঅন্-ভাগান্ত
লিঙ্গভেদক্লীবলিঙ্গ
অর্থদিন

সংস্কৃত শব্দরূপ অহন্

অহন্ শব্দরূপ অনুশীলন করলে অন্ ভাগান্ত শব্দগুলি কন্ঠস্থ থাকবে। ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির দ্বিবচন ও বহুবচনে শেষস্থিত দুইটি স্বরবর্ণের পরিবর্তন হয়। যেমন- দ্বিবচন হ্রস্ব-দীর্ঘ এবং বহুবচনে দীর্ঘ হ্রস্ব। যথা- অহনী, অহানি।

অহন্ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ অহন্ বাংলা হরফে দেওয়া হল। মনে রাখতে হবে, সমস্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তিতে কোন পার্থক্য নেই। ক্লীবলিঙ্গ শব্দ স্বরান্ত হোক কিংবা ব্যঞ্জনান্ত হোক, প্রথমার একবচনে ও দ্বিতীয়ার একবচনে শব্দের আকৃতির কোন পরিবর্তন হয় না।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাঅহঃঅহ্নী, অহনীঅহানি
দ্বিতীয়াঅহঃঅহ্নী, অহনীঅহানি
তৃতীয়াঅহ্নাঅহোভ্যাম্অহোভিঃ
চতুর্থীঅহ্নেঅহোভ্যাম্অহোভ্যঃ
পঞ্চমীঅহ্নঃঅহোভ্যাম্অহোভ্যঃ
ষষ্ঠীঅহ্নঃঅহ্নোঃঅহ্নাম্
সপ্তমীঅহ্নি, অহনিঅহ্নোঃঅহঃসু
সম্বোধনঅহঃঅহ্নী, অহনীঅহানি

অহন্ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ অহন্ শব্দের রূপ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाअहःअह्नी, अहनीअहाणि
द्वतीयाअहःअह्नी, अहनीअहाणि
तृतीयाअह्नाअहोभ्याम्अहोभिः
चतुर्थीअह्नेअहोभ्याम्अहोभ्यः
पञचमीअह्नःअहोभ्याम्अहोभ्यः
षष्ठीअह्नःअह्नोःअह्नाम्
सप्तमीअह्नि, अहनिअह्नोःअहःसु
सम्वोधनअहःअह्नी, अहनीअहाणि

অহন্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) অর্জুনের ধনু।

উত্তর- অর্জুনস্য ধনু ।

2) লক্ষ্মণ দ্বারা ধনুর গুণ ছিল।

উত্তর– লক্ষ্মণেন ধনুষঃ গুণঃ ছিন্নঃ।

3) দুষ্যন্ত ধনুক দ্বারা হরিণটিকে মেরেছিল।

উত্তর- দুষ্যন্তঃ ধনুষা মৃগং হতবান্।

4) ভগবান্ বিধাতাকে নমস্কার।

উত্তর– ভগবতে বেধসে নমঃ।

উত্তর– জন্মভূমিঃ স্বর্গাৎ গরীয়সী ।

অহন্ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) অহন্ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর– ।

2) অহন্ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর– অহঃসু।

3) সংস্কৃতে অনুবাদ করো – রাম শ্যামের থেকে বড়।

উত্তর– রামঃ শ্যামাৎ গরীয়ান্।

4) অহন্ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর– অহ্না।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment