এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ আপদ্ । সংস্কৃত শব্দরূপ আপদ্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। আপদ্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য আপদ্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।
অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।
সংস্কৃত শব্দরূপ আপদ্
মনে রাখতে হবে বাংলায় অনেক শব্দ স্বরান্ত হয়ে গেছে। কিন্তু সংস্কৃতে লেখার সময় ভেবে দেখতে হবে মূল শব্দটি সংস্কৃতে ব্যঞ্জনান্ত কিনা। ব্যঞ্জনান্ত হলে ব্যঞ্জনান্ত শব্দে বিভক্তি যোগ করতে হবে। যেমন “যশের নিমিত্ত কর্ম” বাক্যে ‘যশ’ ও ‘কর্ম’ শব্দ দুটি বাংলায় অ-কারান্ত। কিন্তু সংস্কৃতে শব্দ দুটি ব্যঞ্জনান্ত – যশস্ ও কর্মন্। অতএব অনুবাদ হবে, “যশসে কর্ম”। সংস্কৃত শব্দরূপ আপদ্ শব্দের লিঙ্গ ও অর্থ।
শব্দরূপ | আপদ্ |
লিঙ্গভেদ | স্ত্রীলিঙ্গ |
অর্থ | আশীর্বাদ |
আপদ্ শব্দ (বাংলা হরফে)
সংস্কৃত শব্দরূপ আপদ্ শব্দের বাংলা হরফে রূপ।
বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
প্রথমা | আপৎ | আপদৌ | আপদঃ |
দ্বিতীয়া | আপদম্ | আপদৌ | আপদঃ |
তৃতীয়া | আপদা | আপদ্ভ্যাম্ | আপদ্ভিঃ |
চতুর্থী | আপদে | আপদ্ভ্যাম্ | আপদ্ভ্যঃ |
পঞ্চমী | আপদঃ | আপদ্ভ্যাম্ | আপদ্ভ্যঃ |
ষষ্ঠী | আপদঃ | আপদোঃ | আপদাম্ |
সপ্তমী | আপদি | আপদোঃ | আপৎসু |
সম্বোধন | আপৎ | আপদৌ | আপদঃ |
আপদ্ শব্দরূপ (দেবনাগরী হরফে)
সংস্কৃত শব্দরূপ আপদ্ শব্দের দেবনাগরী হরফে রূপ।
विभक्ति | एकवचन | एकवचन | वहुवचन |
प्रथमा | आपत् | आपदौ | आपदः |
द्वतीया | आपदम् | आपदौ | आपदः |
तृतीया | आपदा | आपद्भ्याम् | आपद्भ्यिः |
चतुर्थी | आपदे | आपद्भ्याम् | आपद्भ्यः |
पञचमी | आपदः | आपद्भ्याम् | आपद्भ्यः |
षष्ठी | आपदः | आपदोः | आपदाम् |
सप्तमी | आपदि | आपदोः | आपत्सु |
सम्वोधन | आपत् | आपदौ | आशिषः |
আপদ্ শব্দরূপের বাংলায় অর্থ
সংস্কৃত শব্দরূপ আপদ্ দেবনাগরী হরফে পুনরায়।
विभक्ति | एकवचन | एकवचन | वहुवचन |
प्रथमा | आपत् | आपदौ | आपदः |
द्वतीया | आपदम् | आपदौ | आपदः |
तृतीया | आपदा | आपद्भ्याम् | आपद्भ्यिः |
चतुर्थी | आपदे | आपद्भ्याम् | आपद्भ्यः |
पञचमी | आपदः | आपद्भ्याम् | आपद्भ्यः |
षष्ठी | आपदः | आपदोः | आपदाम् |
सप्तमी | आपदि | आपदोः | आपत्सु |
सम्वोधन | आपत् | आपदौ | आशिषः |
আপদ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ
আপদ্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ নিম্নে দেওয়া হল।
শব্দ | অর্থ |
সম্পদ্ | সম্পদ |
বিপদ্ | বিপদ |
মৃদ্ | মাটি |
আপদ্ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ
1) বিপদের সময় বাইরে যেওনা।
উত্তর- বিপদি বহির্মা গচ্ছ।
2) আমাকে বিপদ হতে রক্ষা কর।
উত্তর- বিপদঃ মাং রক্ষ।
3) তোমার বিপদে ঈশ্বর সহায় হউন।
উত্তর- তব বিপদি ঈশ্বরঃ সহায়ঃ ভবতু।
4) সে সম্পদে বন্ধু হয়েছিল।
উত্তর- স সম্পদি সহায়ঃ ভবতি স্ম ।
আপদ্ শব্দের গুরুত্বপূর্ণ রূপ
1) আপদ্ শব্দের তৃতীয়ার একবচন।
উত্তর:- আপদা।
2) আপদ্ শব্দের সপ্তমীর বহুবচন।
উত্তর:- আপৎসু।
3) আপদ্ শব্দের চতুর্থীর একবচন।
উত্তর:- আপদে।
4) আপদ্ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন।
উত্তর:- আপদৌ।
5) আপদ্ শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
উত্তর:- আপদোঃ।
আপদ্ শব্দ থেকে জিজ্ঞাস্য
2) আপদ্ শব্দের সপ্তমীর বহুবচন।
4) আপদ্ শব্দের ষষ্ঠীর বহুবচন।
5) আপদ্ শব্দের তৃতীয়ার একবচন।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈