এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ আত্মন্ । সংস্কৃত শব্দরূপ আত্মন্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। আত্মন্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য আত্মন্ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।
অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।
সংস্কৃত শব্দরূপ আত্মন্ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। আত্মন্ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।
শব্দরূপ | আত্মন্ |
শব্দভেদ | ন্-কারান্ত |
লিঙ্গভেদ | পুংলিঙ্গ |
অর্থ | আপন, আত্মা |
সংস্কৃত শব্দরূপ আত্মন্
আত্মন্ শব্দরূপ অনুশীলন করলে ন্-কারান্ত শব্দগুলি কন্ঠস্থ থাকবে।
আত্মন্ শব্দরূপ (বাংলা হরফে)
সংস্কৃত শব্দরূপ আত্মন্ বাংলা হরফে দেওয়া হল।
বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
প্রথমা | আত্মা | আত্মানৌ | আত্মানঃ |
দ্বিতীয়া | আত্মানম্ | আত্মানৌ | আত্মনঃ |
তৃতীয়া | আত্মনা | আত্মভ্যাম্ | আত্মভিঃ |
চতুর্থী | আত্মনে | আত্মভ্যাম্ | আত্মভ্যঃ |
পঞ্চমী | আত্মনঃ | আত্মভ্যাম্ | আত্মভ্যঃ |
ষষ্ঠী | আত্মনঃ | আত্মনোঃ | আত্মনাম্ |
সপ্তমী | আত্মনি | আত্মনোঃ | আত্মসু |
সম্বোধন | আত্মন্ | আত্মানৌ | আত্মানঃ |
আত্মন্ শব্দরূপ (দেবনাগরী হরফে)
সংস্কৃত শব্দরূপ আত্মন্ শব্দের রূপ দেবনাগরী হরফে।
विभक्ति | एकवचन | द्विवचन | वहुवचन |
प्रथमा | आत्मा | आत्मानौ | आत्मानः |
द्वितीया | आत्मानम् | आत्मानौ | आत्मनः |
तृतीया | आत्मना | आत्मभ्याम् | आत्मभिः |
चतुर्थी | आत्मने | आत्मभ्याम् | आत्मभ्यः |
पञ्चमी | आत्मनः | आत्मभ्याम् | आत्मभ्यः |
षष्ठी | आत्मनः | आत्मनोः | आत्मनाम् |
सप्तमी | आत्मनि | आत्मनोः | आत्मसु |
सम्वोधन | आत्मन् | आत्मानौ | आत्मानः |
আত্মন্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ
আত্মন্ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ নিম্নে দেওয়া হল।
শব্দ | অর্থ |
ব্রহ্মণ্ | ব্রহ্মা |
অধ্বন্ | পথ |
অশ্মন্ | পাথর |
আত্মন্ শব্দের গুরুত্বপূর্ণ রূপ
1) আত্মন্ শব্দের তৃতীয়ার একবচন।
উত্তর:- আত্মনা।
2) আত্মন্ শব্দের ষষ্ঠীর বহুবচন।
উত্তর:- আত্মনাম্।
3) আত্মন্ শব্দের চতুর্থীর একবচন।
উত্তর:- আত্মনে।
4) আত্মন্ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন।
উত্তর:- আত্মানৌ।
5) আত্মন্ শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
উত্তর:- আত্মনোঃ।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈