এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ জগৎ । সংস্কৃত শব্দরূপ জগৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। জগৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য জগৎ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।
অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।
সংস্কৃত শব্দরূপ জগৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। জগৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।
শব্দরূপ | জগৎ |
শব্দভেদ | ত্-কারান্ত |
লিঙ্গভেদ | ক্লীবলিঙ্গ |
অর্থ | জগৎ, পৃথিবী |
সংস্কৃত শব্দরূপ জগৎ
জগৎ শব্দরূপ অনুশীলন করলে মহৎ ভিন্ন সমুদয় ত্-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দগুলি কন্ঠস্থ থাকবে।
জগৎ শব্দরূপ (বাংলা হরফে)
সংস্কৃত শব্দরূপ জগৎ বাংলা হরফে দেওয়া হল। মনে রাখতে হবে, সমস্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তিতে কোন পার্থক্য নেই। ক্লীবলিঙ্গ শব্দ স্বরান্ত হোক কিংবা ব্যঞ্জনান্ত হোক, প্রথমার একবচনে ও দ্বিতীয়ার একবচনে শব্দের আকৃতির কোন পরিবর্তন হয় না।
বিভক্তি | একবচন | দ্বিবচন | বহুবচন |
প্রথমা | জগৎ | জগতী | জগন্তি |
দ্বিতীয়া | জগৎ | জগতী | জগন্তি |
তৃতীয়া | জগতা | জগদ্ভ্যাম্ | জগদ্ভ্যিঃ |
চতুর্থী | জগতে | জগদ্ভ্যাম্ | জগদ্ভ্যঃ |
পঞ্চমী | জগতঃ | জগদ্ভ্যাম্ | জগদ্ভ্যঃ |
ষষ্ঠী | জগতঃ | জগতোঃ | জগতাম্ |
সপ্তমী | জগতি | জগতোঃ | জগৎসু |
সম্বোধন | জগৎ | জগতী | জগন্তি |
জগৎ শব্দরূপ (দেবনাগরী হরফে)
সংস্কৃত শব্দরূপ জগৎ শব্দের রূপ দেবনাগরী হরফে।
विभक्ति | एकवचन | एकवचन | वहुवचन |
प्रथमा | जगत् | जगती | जगन्ति |
द्वतीया | जगत् | जगती | जगन्ति |
तृतीया | जगता | जगद्भ्याम् | जगद्भिः |
चतुर्थी | जगते | जगद्भ्याम् | जगद्भ्यः |
पञचमी | जगतः | जगद्भ्याम् | जगद्भ्यः |
षष्ठी | जगतः | जगतोः | जगताम् |
सप्तमी | जगति | जगतोः | जगत्सु |
सम्वोधन | जगत् | जगती | जगन्ति |
জগৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ
জগৎ শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে।
শব্দ | বাংলা অর্থ |
বৃহৎ | বড় |
যকৃৎ | যকৃৎ |
জগৎ শব্দের গুরুত্বপূর্ণ রূপ
1) জগৎ শব্দের তৃতীয়ার একবচন।
উত্তর:- জগতা।
2) জগৎ শব্দের সপ্তমীর বহুবচন।
উত্তর:- জগৎসু।
3) জগৎ শব্দের চতুর্থীর একবচন।
উত্তর:- জগতে।
4) জগৎ শব্দের দ্বিতীয়ার দ্বিবচন।
উত্তর:- জগতী।
5) জগৎ শব্দের ষষ্ঠীর দ্বিবচন।
উত্তর:- জগতোঃ।
জগৎ শব্দ থেকে জিজ্ঞাস্য
1) জগৎ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।
2) জগৎ শব্দের সপ্তমীর বহুবচন।
3) সংস্কৃতে অনুবাদ করো – রাম শ্যামের থেকে বড়।
4) জগৎ শব্দের তৃতীয়ার একবচন।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈