সংস্কৃত পরিনিষ্ঠিত রূপ হল প্রকৃতি প্রত্যয়। কৃৎ ও তদ্ধিত প্রত্যয়গত যে শব্দ, তার প্রকৃতি প্রত্যয় অর্থাৎ ব্যুৎপত্তি। এখানে পরিনিষ্ঠিত রূপ নিয়ে আলোচনা। Resulting form । এই পরিনিষ্ঠিত রূপগুলি উচ্চমাধ্যমিক 2025 এর জন্য Suggestive কিছু দেওয়া হয়েছে।
সংস্কৃত পরিনিষ্ঠিত রূপ
সংস্কৃত পরিনিষ্ঠিত রূপ :- ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয়ের সমষ্টিই হল পরিনিষ্ঠিতরূপ। এখানে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য শুধুমাত্র সংস্কৃত গুরুত্বপূর্ণ পরিনিষ্ঠিত রূপ দেওয়া হল। পরবর্তী অপর আলোচনায় কৃৎ ও তদ্ধিত প্রত্যয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শুধুমাত্র মূল প্রাতিপদিকের রূপ দেওয়া হল।
1.আ-গম্ + ল্যপ্ = আগম্য / আগত্য
2. আ-হন্ + ল্যপ্ = আহত্য
3. প্র-নম্ + ল্যপ্ = প্রণম্য
4. প্র-আপ্ + ল্যপ্ = প্রাপ্য
5. প্র-বস্ + ল্যপ্ = প্রোষ্য
6. প্র-বচ্ + ল্যপ্ = প্রোচ্য
7. বি-হা + ল্যপ্ = বিহায়
8. গম্ + ক্ত্বাচ্ = গত্বা
9. বচ্ + ক্ত্বাচ্ = উক্ত্বা
10. ভূ + ক্ত্বাচ্ = ভূত্বা
11. বচ্ + ক্ত = উক্ত
12. পচ্ + ক্ত = পক্ব
13. অদ্ + ক্ত = অন্ন / জগ্ধ
14. অস্ + ক্ত = ভূত
15. শুষ্ + ক্ত = শুষ্ক
16. আস্ + শানচ্ = আসীন
17. কৃ + শানচ্ = কুর্বাণ
18. মৃ + শানচ্ = ম্রিয়মাণ
19. গম্ + শতৃ = গচ্ছৎ
20. অস্ + শতৃ = সৎ
21. কৃ + শতৃ = কুর্বৎ
22. সহ্ + তুমুন্ = সহিতুম্ / সোঢুম্
23. বহ্ + তুমুন্ = বোঢুম্
24. সেব্ + তুমুন্ = সেবিতুম্
25. জি + তুমুন্ = জেতুম্
26. নী + তুমুন্ = নেতুম্
27. কৃ + অনীয় = করণীয়
28. কৃ + তব্য = কর্তব্য
29. বস্ + তব্য = বাস্তব্য
30. শাস্ + ক্যপ্ = শিষ্য
31. ভৃ + ক্যপ্ = ভৃত্য
32. শ্রী + মতুপ্ = শ্রীমৎ
33. লক্ষ্মী + মতুপ্ = লক্ষ্মীবৎ
34. যব + মতুপ্ = যবমৎ
35. ধন + মতুপ্ = ধনবৎ
36. গুণ + মতুপ্ = গুণবৎ
37. গুরু + ঈয়সূন্ = গরীয়স্
38. লঘু + ঈয়সূন্ = লঘীয়স্
39. দীর্ঘ + ঈয়সূন্ = দ্রাঘীয়স্
40. প্রশস্য + ইষ্ঠন্ = শ্রেষ্ঠ
41. গঙ্গা + ঢক্ = গাঙ্গেয়
42. কুন্তী + ঢক্ = কৌন্তেয়
43. বিনতা + ঢক্ = বৈনতেয়
44. ঋষি + অন্ = আর্ষ
45. শিব + অন্ = শৈব
46. ভৃগু + অন্ = ভার্গব
47. রঘু + অন্ = রাঘব
48. পৃথা + অন্ = পার্থ
49. স্বপ্ + ক্তিন্ = সুপ্তি
50. আচার্য + ঙীপ্ = আচার্যানী
51. রাজন্ + ঙীপ্ = রাজ্ঞী
52. ইন্দ্র + স্ত্রী প্রত্যয় = ইন্দ্রানী
53. কারক + টাপ্ = কারিকা
54. বহু + ইমনিচ্ = ভূমন্
55. নীল + ইমনিচ্ = নীলিমন্
56. ক্ষুদ্র + তমপ্ = ক্ষুদ্রতম
57. হন্ + ণ্যৎ = ঘাত্য
58. কৃ + ণ্যৎ = কার্য
59. স্বপ্ + ক্তিন্ = সুপ্তি
60. বচ্ + ক্তিন্ = উক্তি
61. মুচ্ + ক্তিন্ = মুক্তি
62. দৃশ্ + ক্তিন্ = দৃষ্টি
অনুরূপ পাঠ
সংস্কৃত পরিনিষ্ঠিত রূপ ছাড়া নিম্নলিখিত বিষয়গুলি জানতে Link এ click করুন।
- এককথায় প্রকাশ CLICK HERE👈
- শব্দযুগলের অর্থ পার্থক্য CLICK HERE👈
- কারক বিভক্তি নির্ণয় CLICK HERE👈
- সমাস নির্ণয় নির্ণয় CLICK HERE👈
পরিনিষ্ঠিত রূপ থেকে জিজ্ঞাস্য
1) প্রত্যয় কাকে বলে?
2) প্রত্যয় কয় প্রকার ও কী কী?
3) প্রত্যয় শব্দের অর্থ কী?
ধন্যবাদ
সংস্কৃত পরিনিষ্ঠিত রূপ তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈