সুশ্রুতসংহিতা

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সুশ্রুতসংহিতা । এখানে কবিপরিচয়, রচনাকাল ও গ্রন্থের বিষয়বস্তু আলোচিত হয়েছে। এই চিকিৎসা বিষয়ক গ্রন্থটি দ্বাদশশ্রেণীর পাঠ্যসূচীতে গৃহীত হয়েছে। তাই দ্বাদশশ্রেণীর পরীক্ষার্থীদের এই অধ্যায় গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এটি গুরুত্বপূর্ণ।

প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে আয়ুর্বেদ চর্চা প্রচলিত হয়েছিল। আয়ুর্বেদশাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে জানা যায়। আয়ুর্বেদশাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল সুশ্রুতসংহিতা ।সুশ্রুতসংহিতা গদ্য ও পদ্য ভাষায় রচিত চিকিৎসা বিষয়ক গ্রন্থ। এই গ্রন্থে বিভিন্ন রোগের বর্ণনা ও চিকিৎসা চিকিৎসাবিজ্ঞানের অন্য ধারা বহন করে , সেটি হল শল্যচিকিৎসার ধারা। এখানে সুশ্রুতসংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো, বিষয়ে আলোচনা করব। Sushrutsamhita ।

সুশ্রুতসংহিতা টীকা

সুশ্রুতসংহিতা আয়ুর্বেদশাস্ত্রের ইতিহাসে চরকসংহিতার পরেই স্থান।

গ্রন্থসুশ্রুতসংহিতা
রচয়িতামূল গ্রন্থ – ধন্বন্তরি
পরবর্তী – সুশ্রুত
তন্ত্রপূর্বতন্ত্র ও উত্তরতন্ত্র
অধ্যায়184 টি
টীকাকারশ্রীমাধব, চক্রপাণি, ডল্বন

ভূমিকা

ভারতীয় চিকিৎসাশাস্ত্রের অপর এক মহান শিক্ষাগুরু ছিলেন সুশ্রুত। সেই সুদূর নবম ও দশম শতাব্দীতে তাঁর খ্যাতি ভারতকে অতিক্রম করে সুদূর অঞ্চলে পরিব্যাপ্ত হয়েছিল। ধন্বন্তরির দ্বাদশ শিষ্যের অন্যতম ছিলেন সুশ্রুত। সুশ্রুতের নামানুসারে ‘’সুশ্রুত সংহিতা”। এরূপ গ্রন্থের নাম হয়েছে বলে মনে হয়। নাগার্জুনের দ্বারা সংস্কৃত গ্রন্থটি ‘সুশ্রুত সংহিতা’ নামে প্রসিদ্ধি লাভ করেছে বলে আয়ুর্বেদ শাস্ত্রের গবেষকরা মনে করেন। এটি শল্যবিদ্যার শাস্ত্র ।

কবি পরিচয়

সুশ্ৰুত ঋষি বিশ্বামিত্রের পুত্র। মর্ত্যলোকে মানুষদের ব্যাধিপীড়িত দেখে ইন্দ্র ধন্বন্তরিকে সমস্ত আয়ুর্বেদশাস্ত্র শিক্ষা দেন এবং কাশীধামে দিবোদাস নামে ক্ষত্রিয়রূপে জন্মগ্রহণ করতে আদেশ দেন। তদনুসারে ধন্বন্তরি কাশীতে দিবোদাসরূপে জন্মগ্রহণ করলে বিশ্বামিত্র ধ্যানবলে তা জানতে পারেন এবং নিজের ছেলে সুশ্রুতকে তাঁর কাছে পাঠান। কালক্রমে সুশ্রুত তাঁর কাছে আয়ুর্বেদশাস্ত্র অধ্যয়ন করে নিজেই একটি গ্রন্থ রচনা করেন। এইরকমই জনশ্রুতি প্রচলিত আছে।

রচনাকাল

সুশ্রুত-এর সময় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। তবে গবেষকরা মনে করেন, যে গ্রন্থটি সুশ্রুতসংহিতা নামে আমাদের কাছে পরিচিত, তার সময় খ্রিস্টীয় তৃতীয় থেকে চতুর্থ শতক হলেও হতে পারে।

গ্রন্থ বিন্যাস

সুশ্রুতসংহিতা প্রথমত দুটি তন্ত্রে বিভক্ত পূর্বতন্ত্র এবং উত্তরতন্ত্র। পূর্বতন্ত্রে পাঁচটি স্থান আছে। এই স্থানগুলিতে মোট অধ্যায় সংখ্যা 118টি। উত্তরতন্ত্রে আছে 66 টি অধ্যায়। অর্থাৎ এই সংহিতার মোট অধ্যায় সংখ্যা 184টি। এই চিকিৎসাগ্রন্থটিতে মোট 1120টি রোগের কথা আছে।

গ্রন্থের বিষয়বস্তু

আমরা নিম্নলিখিত ভাবে স্থানগুলিতে আলোচিত বিষয়গুলির একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে পারি। পূর্বতন্ত্রে পাঁচটি স্থান আছে। স্থান অনুসারে পূর্বতন্ত্রে যেসব বিষয় আলোচিত হয়েছে সেগুলো উল্লেখ করা হল।

সূত্রস্থান :— এই স্থানে 46 টি অধ্যায় আছে। এখানে শল্যচিকিৎসা বিষয়ক শব্দাবলির অর্থ এবং ভেষজের শ্রেণিবিভাগ আছে।

নিদানস্থান :— এই স্থানে 16 টি অধ্যায় আছে। এই অধ্যায়গুলিতে রোগের কারণ ও লক্ষণ বর্ণনা করা হয়েছে।

শারীর স্থান :— এই স্থানে 10 টি অধ্যায় আছে। এই স্থানে মানবদেহের বিবরণ ও ভ্রুণতত্ত্ব বর্ণনা করা হয়েছে।

চিকিৎসাস্থান :— এই স্থানে 40 টি অধ্যায় আছে। এই স্থানে বিভিন্ন রোগের চিকিৎসার বিবরণ দেওয়া হয়েছে।

কল্পস্থান :— এই স্থানে 8 টি অধ্যায় আছে। এখানে বিভিন্ন বিষয় ও তাদের প্রতিক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে।

উত্তরতন্ত্রে আছে 66 টি অধ্যায়। শল্য চিকিৎসার সাতটি প্রক্রিয়ার কথা এই তন্ত্র থেকে জানা যায়। সেগুলিহল—

  • 1) ছেদন (Amputation),
  • 2) ভেদন (Incision),
  • 3) লেখন (Scraping),
  • 4) এসন (Probing),
  • 5) আহরন (extraction),
  • 6) বিস্রবণ (Blood letting) এবং
  • 7) সীবন (Stitching)।

‘সুশ্রুতসংহিতা’র টীকাকাদের মধ্যে শ্রীমাধব, চক্রপাণি, ডল্বন প্রভৃতির নাম বিশেষ উল্লেখযোগ্য।

মূল্যায়ন

‘সুশ্রুতসংহিতা’র বিষয়সন্নিবেশ ব্যবস্থা সুসমৃদ্ধ এবং রচনারীতি অপেক্ষাকৃত প্রাঞ্জল। এমনকি এই সংহিতার সমসাময়িক কালে শাস্ত্রচিকিৎসা উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছিল। সুশ্রুতসংহিতা গদ্য ও পদ্যে মিশ্রিতভাবে রচিত। ভাষার সহজবোধ্যতা ও বিষয়স্থাপন পদ্ধতি গ্রন্থটিকে জনপ্রিয় করে তুলেছিল। বিভিন্ন রোগের বর্ণনা ও চিকিৎসা অনেক ক্ষেত্রে চরকসংহিতার সাথে মিলে গেলেও সুশ্রুতসংহিতা চিকিৎসাবিজ্ঞানের অন্য ধারা বহন করে, সেটি হল শল্যচিকিৎসার ধারা।

অনুরূপ পাঠ

সুশ্রুতসংহিতা এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।

সুশ্রুতসংহিতা থেকে জিজ্ঞাস্য

1) সুশ্রুতসংহিতায় কটি অধ্যায় আছে?

184 টি।

2) সুশ্রুতসংহিতার মূল গ্রন্থের রচয়িতা কে?

ধন্বন্তরি

3) সুশ্রুতসংহিতায় কটি তন্ত্র আছে?

2 টি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment