সংস্কৃতে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি হিসাবে সাহিত্য, ব্যাকরণ ও প্রকল্প স্থান পেয়েছে। এখানে প্রতি ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ আলোচনা ও প্রশ্নোত্তর আছে। দ্বাদশ শ্রেণী
উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচি
উচ্চমাধ্যমিক সংস্কৃত পাঠ্যসূচীতে যেমন প্রাচীনকালের সংস্কৃত ভাষায় রচিত সাহিত্য আছে, তেমনি বর্তমান সময়ের লেখাও স্থান পেয়েছে। সংস্কৃত বিষয়টি সপ্তম ও অষ্টম শ্রেণীতে সামান্য পরিচয়ের পর উচ্চমাধ্যমিকে এসে অনেক ছাত্র-ছাত্রীর সংস্কৃত বিষয়ে অমূলক ভীতি তৈরি হয়। একজন সহৃদয় শিক্ষকের মতোই ভীতি কাটিয়ে সংস্কৃত বিষয়টিকে ভালোবাসতে শেখাবে www.sanskritruprekha.com দ্বাদশ শ্রেণী
দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি- NEW SYLLABUS
SEMESTER – 3
গদ্য:- রাজবাহনচরিতম্ 👈 ( দশকুমারচরিতম্ এর প্রথম উচ্ছ্বাস থেকে গৃহীত)
পদ্য:- যোগঃ কর্মসু কৌশলম্ 👈 ( শ্রীমদ্ভগবদ্গীতার নির্বাচিত অংশ)
দৃশ্যকাব্য:- দুর্বাসসঃ অভিশাপঃ 👈 ( অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের অংশ বিশেষ)
ব্যাকরণ:- 1)প্রত্যয়- অণ্, মতুপ্, তরপ্, ঈয়সূন্, তরপ্ ও ইষ্ঠন্
2)নামধাতু- কাম্যচ্, ক্যচ্, ক্যঙ্ প্রত্যয়
3)কারক- বিভক্তি কতৃ, কর্ম ও করণ কারক
4)সমাস- অব্যয়ীভাব ও তৎপুরুষ
পৌরাণিক ও লৌকিক সাহিত্যের ইতিহাস
পুরাণের সংক্ষিপ্ত পরিচয়
ভাস, কালিদাস ও ভবভূতির সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয়
আর্যভট্ট ও ব্রাহ্মগুপ্তের গ্রন্থ এবং সংক্ষিপ্ত পরিচয়
SEMESTER – 4
গদ্য:- হাসবিদ্যকথা👈 (পুরুষপরীক্ষা’র অংশ বিশেষ )
পদ্য:- বনেচর ভাষণম্ 👈 (কিরাতার্জুনীয়ম্ মহাকাব্যের প্রথম সর্গের নির্বাচিত অংশ)
দৃশ্যকাব্য:- আত্রেয়ী বনদেবতা সংবাদঃ 👈 (উত্তররামচরিত নাটকের দ্বিতীয় অঙ্কের প্রারম্ভে বিষ্কম্ভকের নির্বাচিত অংশ)
ব্যাকরণ:- 1)প্রত্যয়- সন্, যঙ্, ণিচ্, টাপ্ ও ঙীপ্
2) সম্প্রদান, অপাদান, অধিকরণ ও সম্বন্ধ পদ
3) কর্মধারয়, দ্বিগু (সমাহার), দ্বন্দ্ব ও বহুব্রীহি (সমানাধিকরণ, ব্যধিকরণ, নঞ্)
লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস
1) গদ্য- দণ্ডী ও বাণভট্টের সাহিত্যকৃতি(সংক্ষিপ্ত পরিচয়)
2) চম্পূ- নলচম্পূ ও ভারতচম্পূ👈 (সংক্ষিপ্ত ধারণা)
3) আয়ুর্বেদ- চরক ও সুশ্রুত (গ্রন্থাকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয়)
4) আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি (সংক্ষিপ্ত পরিচয়)
সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সিতানাথ আচার্য, তারাপদ ভট্টাচার্য, বীরেন্দ্রকুমার ভট্টারচার্য ও শ্রীজীব ন্যায়তীর্থ
OLD SYLLABUS
LITERATURE
নিচের বিষয়গুলি সম্প্রকে বিস্তরিত জানতে Link এ click করুন।
Prose
Verse
(i) গঙ্গাস্তোত্রম্ 👈(শ্লোক ১-১০) – শঙ্করাচার্য
(ii) শ্রীমদ্ভগবদ্গীতা – কর্মযোগঃ👈 (তৃতীয় অধ্যায়)
(কর্মযোগ SAQ👈)
Drama
(i) বাসন্তিকস্বপ্নম্👈 ( প্রথমঃ অঙ্কঃ) – কৃয়মাচার্য
History of Sanskrit Literature
► Classical Literature
(i) ভাস👈 (স্বপ্নবাসবদত্তম্👈)
(ii) শূদ্রক (মৃচ্ছকটিকম্👈)
(iii) বিশাখদত্ত (মুদ্রারাক্ষসম্)
(iv) কালিদাস👈 (অভিজ্ঞানশকুন্তলম্👈, মেঘদূতম্👈)
(v) জয়দেব (গীতগোবিন্দম্ 👈)
► Scientific Literature
( সবগুলি থেকে গ্রন্থের বৈশিষ্ট্য, বিষয়বস্তু ও ব্যক্তি পরিচয়)
সংস্কৃত সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
Language
Sanskrit Grammar (ব্যাকরণ👈)
(i) কারক-বিভক্তি👈 (কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক)
(ii) সমাস প্রকরণ 👈(অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব)
(iii) তদ্ধিত প্রত্যয় ( অণ্, ঢক্, ইমনিচ্, তরপ্, ঈয়সূন্, তমপ্, ইষ্ঠন্, মতুপ)
(iv) ণিজন্ত সনন্ত-যঙন্ত-নাম ধাতু
(v) স্ত্রী-প্রত্যয় প্রকরণ
(vi) পরস্মৈপদ ও আত্মনেপদ বিধান
(vii) শব্দযুগলের অর্থপার্থক্য 👈
(viii) এককথায় প্রকাশ 👈
(ix) পরিনিষ্ঠিত রূপ👈
Sanskrit Linguistics
(i) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় ও প্রধান শ্রেণিবিভাগ ২টি ও তার উপশ্রেণি ১০টির নাম
(ii) ভারতীয় আর্যভাষার স্তরবিন্যাস সম্পর্কিত ধারণা
Translation from Bengali or English or Hindi into Sanskrit
Strictly from পঞ্চতন্ত্র ও হিতোপদেশ excluding the selected pieces (তিনটি বা চারটি বাক্যে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ👈)
Short Paragraph Writing
পাঠ্যবহির্ভূত যে-কোনো বিষয়ের ৪/৫টি বাক্যে
উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশান 2025👈
Project