এই অধ্যায়ের আলোচ্য বিষয় রামায়ণের ছোট প্রশ্নোত্তর । এখানে রামায়ণের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের WBSSC ( SLST ) সিলেবাস অনুসারে আলোচিত হল। স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের রামায়ণের ছোট প্রশ্নোত্তর কন্ঠস্থ করতে হবে।
আদিকবি বাল্মীকির আদিকাব্য রামায়ণ মহাকাব্যটি ভারতবাসীর অতি আদরের সম্পদ এবং পরম শ্রদ্ধার বস্তু। বাল্মীকি আমাদের কবিগুরু, আর তাঁর রামায়ণ “কবিপ্রথমপদ্ধতিঃ” অর্থাৎ আদিকাব্য বলে ঘোষিত। রামায়ণ একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বাল্মীকি ভৃগুর বংশধর এবং বৈবস্বত মন্বন্তরে তিনিই চতুর্বিংশ ব্যাস। অধ্যাত্মরামায়ণে বাল্মীকি নিজের অতীত জীবনেতিহাস নিজেই বলেছেন। বাল্মীকির পিতার নাম ছিল মহর্ষি চ্যবন এবং মাতা ছিলেন সুকন্যা, তিনি ছিলেন শূদ্রাজতীয়া নারী। কথিত আছে, কবি প্রথম জীবনে দস্যুবৃত্তি করতেন। সে সময় তাঁর নাম ছিল রত্নাকর। পরে দস্যু জীবনের পরম সত্য উপলব্ধি করে ‘রাম নাম’ সাধনা করে ব্রহ্মার বরে কবিত্ব শক্তি লাভ করেন। সাধনার সময় তাঁর শরীর বল্মীকের স্তুপে ঢাকা পড়ে গিয়েছিল বলে তিনি বাল্মীকি নামে পরিচিত হন। এক ব্যাধের শরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর করুণ ক্রন্দন ঋষি বাল্মীকির হৃদয়কে বিদীর্ণ করে কন্ঠ থেকে বেরিয়ে এল তীব্র অভিশাপবাণী –
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ ।।
ঋষি কবির গভীর শোক পরিণত হল শ্লোকে। “কিমিদং ব্যাহৃতং ময়া ?” নিজের উচ্চারণে নিজেই বিস্ময়ে অভিভূত হন। ঋষি বাল্মীকির এই ছন্দোবদ্ধ শ্লোক আকাশে বাতাসে ধ্বনিত হল। সেই ক্ষণে স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মা ও নারদ। ব্রহ্মার নির্দেশে ও নারদের উপদেশে অনুষ্টুপ ছন্দে রচিত হল “রামায়ণ” মহাকাব্য। রামায়ণ সাতটি কাণ্ডে বিভক্ত। বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধ্যাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড। ব্রহ্মা বাল্মীককে বলেছিলেন, ‘পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্বত ও নদী বর্তমান থাকবে; ততদিন রামায়ণ কথা জনগণের মধ্যে প্রচারিত থাকবে’—
“যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।।”
রামায়ণ | কিছু তথ্য |
রামায়ণের রচয়িতা | আদিকবি বাল্মীকি |
রামায়ণের অপর নাম | আদিকাব্য |
কান্ড সংখ্যা | 7 টি |
শ্লোক সংখ্যা | 24000 টি |
রামায়ণ থেকে ছোট প্রশ্নোত্তর
রামায়ণের ছোট প্রশ্নোত্তর সমূহ নিম্নে দেওয়া হল।
(1) সংস্কৃত সাহিত্যে কোন্ দুটি গ্রন্থকে এপিক বলা হয়?
উত্তর:- রামায়ণ ও মহাভারত।
2) আদিকবি কে?
উত্তর:- মহর্ষি বাল্মীকি।
3) রামায়ণ কার লেখা ?
উত্তর :- মহর্ষি বাল্মীকি ।
4) আদিকাব্য কাকে বলে?
উত্তর:- রামায়ণ।
5) রামায়ণের অপর নাম কী ?
উত্তর :- রামচরিত বা আদিকাব্য।
6) রামায়ণকে আদিকাব্য বলে কেন ?
উত্তর :- লৌকিক সংস্কৃত শ্লোকে প্রথম রচিত বলে ।
7) ‘বাল্মীকি’ নামকরণ কেন হল ?
উত্তর :- ‘বল্মীক’-এ আচ্ছাদিত ঋষি তাই বাল্মীকি।
8) বাল্মীকির পিতার নাম কী?
উত্তর:- চ্যবন বা প্রচেতা।
9) বাল্মীকির মাতার নাম কী?
উত্তর:- সুকন্যা।
9) বাল্মীকির পূর্ব নাম কী?
উত্তর:- রত্নাকর।
10) বাল্মীকি কোন নদীর তীরে সাধনামগ্ন হয়েছিলেন ?
উত্তর :- তমসা ।
11) কে বল্মীকিকে রামায়ণ রচনার নির্দেশ দেন?
উত্তর:- দেবর্ষি নারদ।
12) ‘নারদ’ শব্দের অর্থ কী ?
উত্তর :- অজ্ঞান দূর পূর্বক জ্ঞান দাতা ।
13) রামায়ণ কোন্ ছন্দে রচিত?
উত্তর:- অনুষ্টুপ্ ছন্দে।
14) রামায়ণ কোন্ রীতিতে রচিত?
উত্তর :- বৈদভীরীতিতে ।
15) রামায়ণ কোন্ গুণ বিশিষ্ঠ ?
উত্তর :- প্রসাদগুণ ।
16) রামায়ণের মুখ্য রস কী?
উত্তর:- করুণ।
17) বাল্মীকি রচিত রামায়ণের নাম কী ?
উত্তর :- শ্রীমদ্বাল্মীকীয় রামায়ণম্ ।
18) রামায়ণের পরিচ্ছেদের নাম কী ?
উত্তর :- কাণ্ড ।
19) রামায়ণের এক একটি ভাগকে কী বলে ?
উত্তর :- কাণ্ড ।
20) রামায়ণে কয়টি কান্ড আছে?
উত্তর:- সাতটি কান্ড আছে।
21) রামায়ণের সাতটি কান্ডের নাম ক্রমান্বয়ে লেখ।
উত্তর :- আদিকাণ্ড , অযোধ্যাকাণ্ড , অরণ্যকাণ্ড , কিষ্কিন্ধ্যাকাণ্ড , সুন্দরকাণ্ড , লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড ও উত্তরকাণ্ড।
22) রামায়ণের প্রক্ষিপ্তকাণ্ড কোনগুলি ?
উত্তর :- বালকাণ্ড ও উত্তরকাণ্ড ।
23) কোন্ কান্ডে প্রকৃতির কথা বেশি বর্ণিত হয়েছে?
উত্তর:- কিষ্কিন্ধ্যা কান্ডে।
24) রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনি কোন কান্ডে আছে ?
উত্তর :- আদিকান্ডে।
25) রামচন্দ্রের বনবাসজীবন কোন কাণ্ডে বর্ণিত?
উত্তর :- অরণ্যকান্ডে ।
26) বৃহত্তম কান্ড কোনটি?
উত্তর:- যুদ্ধকান্ড।
27) ক্ষুদ্রতম কান্ড কোনটি?
উত্তর:- কিষ্কিন্ধ্যা কান্ডে।
28) রামায়ণে কয়টি অধ্যায়?
উত্তর:- 500 টি।
29) রামায়ণে কতগুলি শ্লোক আছে?
উত্তর:- 24000 টি।
30) রামায়ণে কোন্ বংশীয় রাজাদের কাহিনি বর্ণিত হয়েছে ?
উত্তর :- ইক্ষ্বাকু ।
31) রামকাহিনি কে কার কাছে বিধৃত করেন ?
উত্তর :- ব্রহ্মা নারদের কাছে ।
32) রামায়ণের নামান্তর কী ?
উত্তর :- রামচরিত, চতুর্বিংশতিসাহস্রী সংহিতা, রঘুবংশচরিত, পৌলস্ত্যবধ ।
33) রামায়ণকে ‘চতুর্বিংশতিসাহস্রী সংহিতা’ বলা হয় কেন?
উত্তর:- 24000 শ্লোক থাকার জন্য।
34) রামায়ণের নায়ক কে?
উত্তর:- রামচন্দ্র।
35) রামায়ণের নায়িকা কে?
উত্তর:- সীতা।
37) রামায়ণের প্রতিনায়ক কে?
উত্তর:- রাবণ।
38) রামায়ণের রূপান্তর কী ?
উত্তর :- পউম চরিঅ, রামকাহিনি, শ্রীরামপাচালী ।
39) “পউম চরিঅ” এর সর্গসংখ্যা কয়টি?
উত্তর:- 118 টি।
40) “পউম চরিঅ” এর শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 900 টি।
41) রামায়ণের নামে অন্য একটি রামায়ণের নাম লিখ।
উত্তর:- অদ্ভূত রামায়ণ।
42) অদ্ভূত রামায়ণ কার লেখা?
উত্তর:- বাল্মীকির।
43) অদ্ভূত রামায়ণে সীতা কোন্ রূপ ধারণ করে রাবণ বধ করেন?
উত্তর:- কালীর রূপ ধারণ করে।
44) প্রাকৃত ভাষায় রামায়ণ কার লেখা?
উত্তর:- জৈনকবি বিমলসূরির।
45) যোগবাশিষ্ঠ রামায়ণ কী ?
উত্তর :- পুরাণ জাতীয় গ্রন্থ বিশেষ।
46) ‘যোগবাশিষ্ঠ রামায়ণ’ এর অপর নাম কী ?
উত্তর :- মহারামায়ণ ।
47) বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণের নাম কী ?
উত্তর :- চরিত্র রামায়ণ ।
48) থাইল্যন্ডে প্রাপ্ত রামায়ণের নাম কী ?
উত্তর :- রামকিয়েন ।
49) মালেশিয়ায় প্রাপ্ত রামায়ণের নাম কী ?
উত্তর :- হিকাকৎ শেরীরাম ।
50) রামায়ণের কয়টি সংস্করণ পাওয়া যায়?
উত্তর :- তিনটি ।
51) রামায়ণের তিনটি সংস্করণ কী কী?
উত্তর:-কাশ্মীরী, বঙ্গীয় ও মুম্বই সংস্করণ ।
52) রামায়ণের কয়টি পাঠ ?
উত্তর :- তিনটি।
53) রামায়ণের তিনটি পাঠ কী কী ?
উত্তর:- গৌড়ীয় বা বঙ্গীয়, পশ্চিমোত্তরীয় ও দক্ষিণ ভারতীয় ।
54) ‘নেপালীরামায়ণ’ কে রচনা করেন ?
উত্তর :- ভানুভক্ত ।
55) ‘রামচরিতমানস’ কার রচনা ?
উত্তর :- তুলসীদাস ।
56) বাংলাভাষায় রচিত রামায়ণের নাম কী ?
উত্তর :- শ্রীরামপাঁচালী।
57) ব্রহ্মাণ্ডপুরাণের অন্তর্গত রামায়ণের নাম লিখ।
উত্তর :- অধ্যাত্ম রামায়ণ ।
58 ) নয়টি কাণ্ড বিশিষ্ট রামায়ণের নাম কী ?
উত্তর :- আনন্দরামায়ণ।
59) ‘আদিরামায়ণ’ নামে কোন গ্রন্থটি পরিচিত?
উত্তর :- ভূশন্ডী রামায়ণ ।
60) জৈনরামায়ণ নামে বিখ্যাত কোন গ্রন্থটি ?
উত্তর :- হেমচন্দ্রের ‘ত্রিষষ্টি শলাকাপুরুষ’ ।
61) রামায়ণ রচনার ব্যাপারে কী ঘটনা ঘটেছিল?
উত্তর :- ক্রৌঞ্চীর করুণ বিলাপে শোকার্ত ঋষির শ্লোকবচন ।
62) রামায়ণের আদি শ্লোকটি লিখ।
উত্তর :- এক ব্যাধের শরাঘাতে নিহত ক্রৌঞ্চের বিরহে ক্রৌঞ্চবধূর করুণ ক্রন্দন ঋষি বাল্মীকির হৃদয়কে বিদীর্ণ করে কন্ঠ থেকে বেরিয়ে এল তীব্র অভিশাপবাণী –
মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ।
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্ ।।
63) ব্যাধের দ্বারা বাণ বিদ্ধ পাখিটির নাম কী ?
উত্তর :- ক্রৌঞ্চ ।
64) রামায়ণের প্রশংসা গীতটি কী?
উত্তর :- ব্রহ্মা রামায়ণ সম্পর্কে আশীর্বাণী করেছেন , পৃথিবীতে যতদিন পর্বত ও নদীসমূহ বর্তমান থাকবে ততদিন রামায়ণ জনগণের মধ্যে প্রচারিত থাকবে।
যাবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহীতলে।
তাবদ্ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।।
65) লক্ষ্মণকে শক্তিশেল কে নিক্ষেপ করেন?
উত্তর :- রাবণ ।
66) শক্তিশেলে আহত লক্ষ্মণের পুনর্জীবনের জন্য কতগুলি ওষধির প্রয়োজন ছিল ?
উত্তর :- চারটি ।
67) শক্তিশেলে আহত লক্ষ্মণের পুনর্জীবনের জন্য ওষধির প্রয়োজনীয় চারটি ওষধি কী কী?
উত্তর:- মৃতসঞ্জীবনী, বিশল্যকরণী, সর্বণ্যকরণী ও সন্ধানী ।
68) ‘কমললোচন’ কাকে বলা হয় ?
উত্তর :- রামচন্দ্রকে।
69) ‘শম্বুক’ কে কে বধ করেন?
উত্তর :- রামচন্দ্র ।
70) ‘লবণাসুর’ কে কে বধ করেন?
উত্তর :- শত্রুঘ্ন।
71) ‘সেতুবন্ধন’ কে করেছিলেন?
উত্তর :- বিশ্বকর্মার পুত্র নল।
72) ‘কুম্ভকর্ণ’ নাম কেন হয়েছিল ?
উত্তর :- কুম্ভ বা কলসীর মত কান ছিল তাই নাম হয়েছিল কুম্ভকর্ণ।
73) ‘রাবণ’ নাম কেন হয়েছিল ?
উত্তর :- ভীষণ ‘রব’ করেছিল তাই, নাম হয়েছিল রাবণ।
74) রাবণের পিতার নাম কি ?
উত্তর :- বিশ্রবা।
75) রাবণের মাতার নাম কি ?
উত্তর :- কৈকসী।
76) রামলক্ষ্মণকে ‘নাগপাশে’ কে আবদ্ধ করেন?
উত্তর :- ইন্দ্রজিৎ ।
77) সীতার অপরনাম ‘জানকী’ কেন ?
উত্তর:-জনকের কন্যা তাই নাম ‘জানকী’।
78) ‘মৈথিলী” নামে কে পরিচিত ?
উত্তর :- সীতা ।
79) ‘সীতা’ শব্দের অর্থ কী ?
উত্তর :- লাঙ্গলের ফলা ।
80) ‘সীতা’ কীসের রূপক ?
উত্তর :- কৃষি ।
81) রাবণ সীতাকে কোন বন থেকে অপহরণ করেন ?
উত্তর :- পঞ্চবটী ।
82) সীতাকে কোথায় বন্দী রাখা হয়েছিল ?
উত্তর :- অশোককাননে ।
83) অশোককাননে সীতার রক্ষিণী কে ছিলেন?
উত্তর:- ত্রিজটা।
84) ‘ত্রিজটা’ কে ?
উত্তর :- রাবণের অনুচরী ।
85) ব্রহ্মা পুষ্পকরথ কাকে দান করেন ?
উত্তর :- কুবেরকে ।
86) মিথিলার রাজা কে ছিলেন ?
উত্তর :- জনক ।
87) জনকের গুরু ও উপদেষ্টা কে ছিলেন ?
উত্তর :- যাজ্ঞবল্ক্য ।
88) কোশল দেশের রাজধানী কোথায় ?
উত্তর :- অযোধ্যা ।
89) অজের পুত্রের নাম কি ?
উত্তর :- রাজা দশরথ।
90) রাজা দশরথের প্রধান উপদেষ্টা কে ছিলেন ?
উত্তর :- সুমন্ত্র ।
91) দশরথের কুলগুরু কে ছিলেন ?
উত্তর :- বশিষ্ঠ ।
92) দশরথের কন্যার নাম কি ?
উত্তর :- শান্তা ।
93) দশরথের জামাতার নাম কি ?
উত্তর :- ঋষ্যশৃঙ্গ ।
94) ঋষ্যশৃঙ্গ মুনির পিতা কে ছিলেন?
উত্তর:- বিভাণ্ডক মুনি।
95) কোন দেবতার তেজে সুগ্রীবের জন্ম হয় ?
উত্তর :- সূর্য ।
96) বালী ও সুগ্রীব কার পুত্র ছিলেন ?
উত্তর :- ইন্দ্র, সূর্য ও ঋক্ষরাজা।
97) কোন্ দেবতার তেজে বালীর জন্ম ?
উত্তর :- ইন্দ্র ।
98) ‘তারা’ কে ?
উত্তর :- বালীর স্ত্রী ।
99) বালীর পুত্র কে ?
উত্তর :- অঙ্গদ ।
100) সুগ্রীবের প্রধান সচিব কে ?
উত্তর :- হনুমান ।
101) হনুমানের অপর নাম ?
উত্তর :- ‘মারুতি’।
102) হনুমানকে গ্রাস করেছিল কোন্ দানবী ?
উত্তর :- সিংহিকা ।
103) জটায়ুর পিতার নাম কী ?
উত্তর :- অরুণ।
104) জটায়ুর মাতার নাম কী ?
উত্তর:- শ্যেনী ।
105) রাজা হরিশ্চন্দ্রের পুত্র কে ?
উত্তর :- রোহিতাশ্ব ।
106) শবরী কোন মুনির সেবায় রত ছিলেন ?
উত্তর :- মতঙ্গমুনি ।
107) কবন্ধরাক্ষস পূর্বের জন্মে কি ছিলেন ?
উত্তর :- কুবের।
108) পম্পাসরোবরের তীরে কে তর্পণ করেন ?
উত্তর :- রামচন্দ্র ।
109) দেবতাগণ হনুমানের লঙ্কাযাত্রার পথে কাকে বাধা দিতে নির্দেশ দেন ?
উত্তর :- সুরসা সাপিনীকে ।
110) ভরতের পত্নীর নাম কি ?
উত্তর :- মান্ডবীর।
111) লক্ষ্মণের পত্নীর নাম কি ?
উত্তর :- ঊর্মিলা।
112) শত্রুঘ্নের পত্নীর নাম কি ?
উত্তর :- শ্রুতকীর্তি ।
113) অহল্যাকে কোন মুনি বিবাহ করেন ?
উত্তর :- গৌতম ।
114) গাধেয় কে ?
উত্তর :- বিশ্বামিত্র ।
115) রাবণের মামার নাম কি ?
উত্তর :- কালনেমি ।
116) রামায়ণে উক্ত কতকগুলি আর্যেতর জাতির নাম লিখ।
উত্তর :- শক, পল্লব, কম্বোজ, বর্বর, ম্লেচ্ছ, কিরাত, পুলিন্দ, কৈবর্ত, চন্ডাল, প্রভৃতি।
117) রামায়ণের কয়েকটি টীকা ও টীকাগ্রন্থের নাম লিখ?
উত্তর :- রামায়ণের ত্রিশটির বেশি টীকার উল্লেখ পাওয়া যায় । যেমন –
- রামানুজের “রামানুজীয়” ।
- বিদ্যানাথ দীক্ষিতের “রামায়ণ দীপিকা”।
- মাধবযোগীর “রামায়ণ কতক”।
- গোবিন্দরজের “রাময়ণভূষণ”।
118) রামায়ণের প্রাচীনতম টীকাটির নাম কি?
উত্তর:- রামানুজের রামানুজীয় টীকা।
119) রামায়ণের প্রাচীনতম ও মৌলিক পাঠ কি?
উত্তর:- দক্ষিণীপাঠ।
120) রামায়ণ অবলম্বনে ভাসের নাটকগুলির নাম লিখ ?
উত্তর:- “প্রতিমা” ও “অভিষেক”।
121) রামায়ণ অবলম্বনে ভবভূতির নাটকগুলির নাম লিখ ?
উত্তর:- “মহাবীরচরিতম্” ও “উত্তররামচরিতম্”।
122) রামায়ণ অবলম্বনে রাজশেখরের নাটকটির নাম লিখ ?
উত্তর:- “বালরামায়ণম্ “।
123) রামায়ণ অবলম্বনে জয়দেবের নাটকটির নাম লিখ ?
উত্তর:- “প্রসন্নরাঘবম্”।
124) রামায়ণ অবলম্বনে কালিদাসের মহাকাব্যের নাম লিখ ?
উত্তর:- “রঘুবংশম্“।
125) রামায়ণ অবলম্বনে কুমারদাসের মহাকাব্যের নাম লিখ ?
উত্তর:- “জানকীহরণম্”।
126) রামায়ণ অবলম্বনে একটি চম্পূকাব্যের নাম লিখ ?
উত্তর:- ভোজের “রামায়ণচম্পূ”।
127) রামায়ণ অবলম্বনে রচিত একটি বাংলা সাহিত্যের নাম কী ?
উত্তর :- মধুসূদন দত্তের “মেঘনাদবধকাব্যা” ।
128) সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা কর।
উত্তর :- এর উত্তর জানতে click here ।
129) রামায়ণ ও মহাভারতের পৌর্বাপর্য নিয়ে আলোচনা কর।
উত্তর :- এর উত্তর জানতে click here ।
অনুরূপ পাঠ
রামায়ণের ছোট প্রশ্নোত্তর এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর 👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর 👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর 👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর 👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর 👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর 👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
ধন্যবাদ
রামায়ণের ছোট প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈