এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুসারে আলোচিত হল।
ইংরাজীতে ‘লিরিক্ ‘ বলতে যে জাতীয় রচনাকে বোঝায়, সংস্কৃত সাহিত্যে সেই জাতীয় রচনা নেই বললেই চলে। সংস্কৃত লিরিক্ সাহিত্যের ব্যাপকতা আরও বেশী। দেহনিষ্ঠ প্রেমই সংস্কৃত লিরিক্ সাহিত্যের একমাত্র উপজীব্য নয়। হিন্দুগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ—এই চতুর্বর্গ’ পুরুষার্থকে স্বীকার করেছেন। হিন্দু-সাহিত্যও এই চতুর্বর্গের কীর্তন করেছে। ফলে সংস্কৃতে ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের কোনও দিন অভাব হয় নেই। সকলে মুমুক্ষু নয়, তাই সাধারণের জন্য পুরুষার্থ ‘ত্রিবর্গ’– ধর্ম, অর্থ, কাম। মানুষের জীবন এই ত্রিবর্গের সুসমঞ্জস অনুশীলনেই পরিপূর্ণতা লাভ করে। হিন্দু ঋষিগণ ধিবর্গের অনুশীলনে অর্থ ও কামকে সকল সময়ে ধর্মবিরুদ্ধ করে অনুশীলন করেছেন। অর্থ ও কাম ধর্মবিরুদ্ধে হলেই কল্যাণজনক হয়, এটিই তাঁরা বিশ্বাস করতেন।
গীতিকাব্য থেকে ছোট প্রশ্নোত্তর
সংস্কৃত গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর।
(1) গীতিকাব্য কাকে বলে ?
উত্তর :- কবির স্বতঃস্ফূর্ত যে হৃদয়াবেগ তার প্রেমের, বিরহের বা ভক্তির যাই হোক না কেন, গীতিময় কাব্যরূপ লাভ করে, তখন তাকে গীতিকাব্য বলে।
2) ইংরেজী ‘Lyric’ শব্দের অর্থ কী ?
উত্তর :-গীতিকাব্য বা খন্ডকাব্য।
3) গীতিকাব্যের প্রাচীন উৎসগুলি কী ?
উত্তর :- ঋগ্বেদের যমযমী সংবাদে, পুরুরবা-উর্বশী সংবাদে, ঊষাসূক্তে, রামায়ণে, অশ্বঘোষের সৌন্দরনন্দ ও গণ্ডীস্তোত্রগাথায়, হালের গাথাসপ্তশতীতে গীতিকাব্যের উপাদান পাই।
4) গীতিকাব্যগুলিকে কয় শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী?
উত্তর :- সংস্কৃত গীতিকাব্যগুলিকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। যেমন-
গীতিকাব্যের শ্রেণি | উদাহরণ |
নীতিমূলক | ভর্তৃহরির নীতিশতক |
প্রেমমূলক | কালিদাসের মেঘদূত |
ভক্তিমূলক | ভর্তৃহরির বৈরাগ্যশতক |
5) সংস্কৃত সাহিত্যের দুটি বৃহত্তম গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- গাথাসপ্তশতী ও আর্যাসপ্তশতী ।
7) গাথাসপ্তশতী কার লেখা ?
উত্তর :- হাল (সাতবাহন)।
8) গাথাসপ্তশতী কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 700 টি।
9) গাথাসপ্তশতী কোন ভাষায় রচিত ?
উত্তর :- প্রাকৃত ভাষায়।
10) আর্যাসপ্তশতী কার লেখা ?
উত্তর :- গোবর্ধন।
11) আর্যাসপ্তশতী কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 700 টি।
12) কালিদাসের দুটি গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- ঋতুসংহার ও মেঘদূত ।
13) কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- মেঘদূত ।
14) ‘মেঘদূত’ কোন্ ছন্দে রচিত ?
উত্তর :- মন্দাক্রান্তা ।
15) ‘মেঘদূত’ কাব্যের কয়টি ভাগ ও কী কী ?
উত্তর :- দুটি। যথা- পূর্ব মেঘ ও উত্তর মেঘ।
16) ‘মেঘদূত’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 117 টি।
17) ‘ঋতুসংহার ’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 153 টি।
18) ‘শৃঙ্গারতিলক’ কার নামে প্রচলিত ?
উত্তর :- কালিদাসের ।
19) ‘শৃঙ্গারতিলক’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 24 টি।
20) প্রাক্ কালিদাসীয় যুগের দুটি গীতিকাব্যের নাম লেখ ।
উত্তর :- অশ্বঘোষের ‘গন্ডীস্তোত্রগাথা’ ও হালের ‘গাথাসপ্তশতী’ ।
21) প্রাকৃতভাষায় রচিত একটি গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- হালের ‘গাথাসপ্তশতী’ ।
22) ‘ঘটকর্পরকাব্যে’র রচয়িতা কে?
উত্তর:- ঘটকর্পর।
23) ‘ঘটকর্পরকাব্যে’র শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 22 টি।
24) ‘ঘটকর্পরকাব্য’ কোন্ অলংকারে বর্ণিত?
উত্তর:- যমক ও অনুপ্রাস।
25) ‘ঘটকর্পরকাব্যে’র দূত কে ?
উত্তর :- মেঘ ।
26) ‘ঘটকর্পরকাব্য’ কোন্ কাব্যের অনুসরণে রচিত ?
উত্তর :- মেঘদূত ।
27) বিল্হণ রচিত গীতিকাব্যটির নাম কী ?
উত্তর :- ‘চৌরপঞ্চাশিকা’ ।
28) ‘চৌরপঞ্চাশিকা’ এর শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 50 টি।
29) ‘চৌরপঞ্চাশিকা’র রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- 1076 – 1128 খৃষ্টাব্দে।
30) ‘শতকত্রয়’ কী?
উত্তর :- ‘নীতিশতক’, ‘শৃঙ্গারশতক” ও ‘বৈরাগ্যশতক’ ।
31) ‘শতকত্রয়’ কার লেখা?
উত্তর:- ভর্তৃহরি।
32) ‘শতকত্রয়’ এর রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টীয় সপ্তম শতকে।
33) ‘কুট্টনীমতম্’ এর রচয়িতা কে ?
উত্তর :- দামোদরগুপ্ত ।
34) দামোদরগুপ্ত কার সভাকবি ছিলেন?
উত্তর:- কাশ্মীরাজ জয়পীড়ের।
35) বাণভট্ট রচিত একটি গীতিকাব্যের নাম কী?
উত্তর :- চন্ডীশতক ।
36) চন্ডীশতকে শ্লোকসংখ্যা কত?
উত্তর:- 100 টি।
37) চন্ডীশতকের রচনাকাল কোন্ সময়ে?
উত্তর:- খ্রিস্টীয় সপ্তম শতকে।
38) ‘পবনদূত’ কার রচনা ?
উত্তর :- ধোয়ী ।
39) ধোয়ী কার সভাকবি ছিলেন?
উত্তর:- লক্ষণ সেনের।
40) ‘পবনদূত’ কোন্ কাব্যের অনুসরণে রচিত ?
উত্তর :- মেঘদূত ।
41) স্রগ্ধরা ছন্দের রচিত দুটি গীতিকাব্যের নাম কী?
উত্তর :- গন্ডীস্তোত্রগাথা ও চন্ডীশতক ।
42) অষ্টক জাতীয় দুটি গীতিকাব্যের নাম লেখ।
উত্তর :- ময়ূরাষ্টক ও ভবানষ্টক ।
43) সূর্যস্তুতিমূলক একটি গীতিকাব্যের নাম কী?
উত্তর :- ‘সূর্যশতক’ ।
44) ‘সূর্যশতক’ কার রচনা ?
উত্তর :- ময়ূরকবি ।
45) ‘সূর্যশতক’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে ?
উত্তর :- সপ্তম শতকে ।
46) ‘সূর্যশতক’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 101 টি ।
47) বাণভট্টের স্ত্রীর রূপবর্ণনা কে করেছিলেন ?
উত্তর :- ময়ূরকবি ।
48) ‘কলাবিলাস’ ও ‘দর্পদলন’ কার লেখা ?
উত্তর :- ক্ষেমেন্দ্র ।
49) ক্ষেমেন্দ্র কোন্ সময়ের কবি ?
উত্তর :- একাদশ শতকের।
50) মেঘদূত অবলম্বনে রচিত দুটি গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- ঘটকর্পরকাব্য ও পবনদূত ।
51) কৃষ্ণভক্তিরসাশ্রিত একটি গীতিকাব্যের নাম কী ?
উত্তর :- কৃষ্ণকর্ণামৃত ।
52) ‘অমরুশতক’ কার লেখা ?
উত্তর :- অমরুকবি ।
53) ‘অমরুশতক’ কাব্যের রচনাকাল কোন্ সময়ে ?
উত্তর :- অষ্টম শতকে।
54) ‘অমরুশতক’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 100 টি।
55) ‘গীতগোবিন্দম্’ এর রচয়িতা কে ?
উত্তর :- জয়দেব ।
56) জয়দেব কার সভাকবি ছিলেন?
উত্তর:- লক্ষণ সেনের।
57) জয়দেবের জন্মস্থান কোথায় ?
উত্তর :- বীরভূমের কেন্দুবিল্ব গ্রামে।
58) জয়দেবের পিতা ও মাতার নাম কী ?
উত্তর :- ভোজদেব ও বামাদেবী ।
59) জয়দেবের স্ত্রীর নাম কী ?
উত্তর :- পদ্মাবতী ।
60) ‘গীতগোবিন্দম্’ এর সর্গসংখ্যা কত ?
উত্তর :- 12 টি ।
61) ‘গীতগোবিন্দম্’ এর সর্গের নামগুলি লেখ।
উত্তর :- গীতগোবিন্দের 12 টি সর্গের নাম হল— (I) সামোদ দামোদর, (II) অক্লেশ কেশব, (III) মুগ্ধ মধুসূদন, (IV) স্নিগ্ধ মধুসূদন, (V) সাকাঙ্ক্ষ পুণ্ডরীক, (VI) ধৃষ্ট বৈকুণ্ঠ, (VII) নাগর নারায়ণ. (VIII) বিলক্ষ লক্ষ্মীপতি,(IX) মুগ্ধ মুকুন্দ, (X) মুগ্ধ মাধব, (XI) সানন্দ গোবিন্দ ও (XII) সুপ্রীত পীতাম্বর।
62) গীতগোবিন্দে কয়টি গীত বর্তমান ?
উত্তর :- 24 টি ।
63) ‘গীতগোবিন্দম্’ কাব্যের শ্লোকসংখ্যা কত ?
উত্তর :- 80 টি।
অনুরূপ পাঠ
সংস্কৃত গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- পুরাণের ছোট প্রশ্নোত্তর👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর👈
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈