এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস WBSSC (SLST) অনুসারে আলোচিত হল। গল্পসাহিত্যের অপর নাম কথা, কাহিনীমূলক বা বর্ণনামূলক সাহিত্য। সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর গুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব।
গল্প শোনার আকর্ষণ মানুষের চিরন্তন। গল্প বলার ভঙ্গী সে আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। একই কাহিনী নানা যুগে নানা ভাবে বলা হয়েছে, তবুও মানুষের কাছে তা পুরানো হয়নি। উর্বশী-পরূরবার কাহিনী ঋগ্বেদে শুনেছি, পুরাণে শুনেছি, মহাভারতে শুনেছি, কালিদাসের নাটকেও শুনেছি। কাহিনী এক হলেও বর্ণনার নব নব ভঙ্গীর জন্য তা নিত্য নতুন ও উপাদেয় লেগেছে। মানুষের এই সহজাত প্রবৃত্তি হতে গল্প-সাহিত্যের সৃষ্টি হয়েছে।
গ্রন্থ | গ্রন্থকার |
পঞ্চতন্ত্র | বিষ্ণুশর্মা |
হিতোপদেশ | নারায়ণ শৰ্মা |
কথাসরিৎসাগর | সোমদেব |
বৃহৎকথামঞ্জরী | ক্ষেমেন্দ্র |
বৃহৎকথাশ্লোকসংগ্রহ | বুদ্ধস্বামী |
বেতালপঞ্চবিংশতি | শিবদাস |
প্রবন্ধচিন্তামণি | মেরুতুঙ্গ |
কথারত্নাকর | হেমবিজয়গণি |
গল্পসাহিত্য থেকে ছোট প্রশ্নোত্তর
সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর।
(1) গল্প সাহিত্য বলতে কি বোঝ?
উত্তর :- সংস্কৃত সাহিত্যে গল্পকে বলা হয় কথা। পশুপক্ষী ও মানুষের গল্প একত্রে বা পৃথক পৃথক রূপে যে কথা সাহিত্য সংস্কৃতে বর্তমান তাকে গল্প সাহিত্য বলে।
2) সংস্কৃত গল্পসাহিত্যের উদ্ভব হল কী করে?
উত্তর:- মানুষের গল্প শোনার সহজাত প্রবৃত্তি থেকেই গল্পকথার উদ্ভব হয়েছে। গল্প বলার ও গল্প শোনার স্বাভাবিক আকর্ষণ থেকে গল্পসাহিত্যের উদ্ভব হয়েছে।
3) গল্পসাহিত্য উদ্ভবের পেছনে কয়টি কারণ ও কী কী?
উত্তর :- সংস্কৃত গল্পসাহিত্য সৃষ্টির পিছনে মূল কয়েকটি কারণ হল—
- (1) চিত্তবিনোদন,
- (2) অবসরযাপন,
- (3) রাজকুমারগণের নীতিশিক্ষাদান।
4) গল্প সাহিত্যের অন্তর্গত গল্পসমূহকে কয়ভাগে ভাগ করা যায় ? ও কী কী ?
উত্তর :- তিনভাগে বিভক্ত। যথা—
- 1) Fable বা মানুষের গল্প।
- 2) Fairy Tale বা পশুপাখির গল্প।
- 3) জনপ্রিয় লোককথা।
5) গল্পসাহিত্য কিভাবে পরিচিতি লাভ করে ?
উত্তর :- জনসাধারণের মুখে মুখে।
6) সংস্কৃত গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গ্রন্থ কোনটি ?
উত্তর :- পঞ্চতন্ত্র ।
7) বাইবেলের পর পৃথিবীতে বহুল প্রচারিত গ্রন্থের নাম কী ?
উত্তর : পঞ্চতন্ত্র ।
8) পঞ্চতন্ত্রের কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে?
উত্তর:- দুশো পঞ্চাশেরও বেশি।
9) ‘পঞ্চতন্ত্রে’র ‘তন্ত্র’ কথাটির অর্থ কী ?
উত্তর :- ভাগ বা অধ্যায় ।
10) ‘পঞ্চতন্ত্র’ রচনার কাল কত ?
উত্তর :- খ্রী. পূ. দ্বিতীয় শতক থেকে খ্রীষ্টীয় প্রথম শতক।
11) ‘পঞ্চতন্ত্রে’র রচয়িতা কে ?
উত্তর :- বিষ্ণুশর্মা ।
12) বিষ্ণুশর্মা কোথাকার কবি ছিলেন ?
উত্তর :- দাক্ষিণাত্যের ।
13) পঞ্চতন্ত্রে কোন রাজনীতি বিষয়ক গ্রন্থের প্রভাব দেখা যায় ?
উত্তর :- অর্থশাস্ত্র ।
14) ‘পঞ্চতন্ত্র’ রচনার পেছনে কোন কারণ বর্তমান ?
উত্তর :- রাজা অমরশক্তির তিন মূর্খ পুত্র বসুশক্তি, উগ্রশক্তি ও অনেকশক্তিকে নীতিশিক্ষা ও বাস্তবজ্ঞানে শিক্ষিত করে তোলা।
15) বিষ্ণুশর্মা কতদিনের মধ্যে রাজপুত্রদের নীতিশিক্ষায় পারদর্শী করবেন বলেছিলেন ?
উত্তর :- ছয়মাস ।
16) অমরশক্তি কোথাকার রাজা ছিলেন ?
উত্তর :- মহিলারোপ্যের ।
17) বিষ্ণুশর্মা কী আখ্যায় ভূষিত ছিলেন ?
উত্তর :- ‘ছাত্রসংসদি লব্ধকীর্তিঃ’ ।
18) পঞ্চতন্ত্রে উল্লিখিত মুদ্রার নাম কী ?
উত্তর :- দীনার ।
19) পঞ্চতন্ত্রের তন্ত্রগুলির নাম লেখ।
উত্তর :- মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক ।
20) পঞ্চতন্ত্রে মোট কতগুলি গল্প আছে ?
উত্তর :- 63 টি ।
21) পঞ্চতন্ত্রের তন্ত্রগুলিতে কয়টি করে গল্প আছে ?
উত্তর :- 22 + 6 + 4 + 16 + 15 = 63
22) ‘পঞ্চতন্ত্র’ নামকরণের কারণ কী ?
উত্তর :- পাঁচটি তন্ত্র থাকার কারণে।
23) “ব্রাহ্মণচৌরপিশাচকথা” গল্পটি পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্র থেকে নেওয়া?
উত্তর :- পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র, কাকোলূকীয়ম্ তন্ত্রের অষ্টম সংখ্যক কাহিনি।
24) সাম, দান, ভেদ, দণ্ড বিষয়ক গল্প পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রে পাওয়া যায় ?
উত্তর :- মিত্রভেদ ।
25) মিত্রভেদ তন্ত্রে বর্ণিত কয়েকটি গল্পের নাম লিখ ।
উত্তর :- শশকের বুদ্ধিতে সিংহের মৃত্যু, বানরের গল্প, জীর্ণধন বণিকের কথা, অতিলোভের ফল ইত্যাদি ।
26) কাকোলূকীয় তন্ত্রের অপর নাম কী ?
উত্তর :- সন্ধিবিগ্রহ ।
27) কাকোলূকীয় গল্পের অপর নাম সন্ধিবিগ্রহ হয়েছে কেন ?
উত্তর :- ষাড়গুণ্যের অন্তর্গত সন্ধি ও বিগ্রহ নিয়ে রচিত ।
28) কাকোলূকীয় তন্ত্রে কোন কাহিনি পাওয়া যায় ?
উত্তর :- পেঁচকরাজ অরিমর্দনের সঙ্গে কাকরাজ মেঘবর্ণের বিরোধ।
29) লব্ধপ্ৰণাশ-এ কোন কাহিনি পাওয়া যায় ?
উত্তর :- বানর ও কুমীরের গল্প।
30) অপরীক্ষিতকারক শব্দের অর্থ কী ?
উত্তর:- অবিবেচকের মতো কাজ করা।
31) পঞ্চাখ্যানক কী?
উত্তর:- শ্বেতাম্বর জৈন পূর্ণভদ্র রচিত আরো 21 টি নতুন সংযোজিত গল্প বিশিষ্ট পঞ্চতন্ত্রের জৈন সংস্করণ পঞ্চাখ্যানক ।
32) ‘ব্রাহ্মণ-নকুলকথা” পঞ্চতন্ত্রের কোন্ তন্ত্রে আছে ?
উত্তর :- অপরীক্ষিতকারক ।
33) ‘পঞ্চতন্ত্রে’র কোন তন্ত্র সন্ধি-বিগ্রহ নামে পরিচিত ?
উত্তর :- কাকোলুকীয় ।
34) পঞ্চতন্ত্রের বৈশিষ্ঠ্য কী ?
উত্তর :- মূলগল্পের মধ্যে প্রাসঙ্গিক ছোট ছোট গল্পের অবতারণা ও প্রতি গল্পের শেষে নীতিশ্লোক।
35) পঞ্চতন্ত্রের কাহিনিগুলি কোথায় কোথায় স্থান পেয়েছে ?
উত্তর :- হিতোপদেশ, জাতক, তুতিনাম, ঈশপের গল্পে।
36) পঞ্চতন্ত্রের কাহিনিগুলি কোন্ কোন্ ভাষায় প্রকাশিত হয়েছে ?
উত্তর :- পহ্লবী, সিরিয়, ইংরেজী, আরবী, ফারসী প্রভৃতি ।
37) পঞ্চতন্ত্র অবলম্বনে রচিত কয়েকটি গ্রন্থের নাম লিখ।
উত্তর :- হিতোপদেশ, পঞ্চাখ্যানক, সিরিয় ভাষায় ‘কলিলগ্ ব দমনগ’, আরবি ভাষায় ‘কলীল বা দিমন’ ।
38) পঞ্চতন্ত্রের পহ্লবী সংস্করণ কে লেখেন ?
উত্তর :- বার্জো নামে এক আরবি হাকিম ।
39) পঞ্চতন্ত্রের পহ্লবী সংস্করণ কার তত্ত্বাবধানে রচিত হয় ?
উত্তর :- খশরু অনুশীরবান্ এর তত্ত্ববধানে।
40) পূর্ণভদ্র পঞ্চতন্ত্রের কোন্ সংস্করণ প্রকাশ করেন?
উত্তর:- পঞ্চাখ্যানক।
41) ক্ষেমেন্দ্রের বৃহৎকথামঞ্জরী পঞ্চতন্ত্রের কোন সংস্করণের অবলম্বনে রচিত ?
উত্তর :- উত্তর-পশ্চিমভারতীয় সংস্করণ ।
42) সোমদেবের কথাসরিৎসাগর পঞ্চতন্ত্রের কোন সংস্করণের অবলম্বনে রচিত ?
উত্তর :- উত্তর-পশ্চিমভারতীয় সংস্করণ ।
43) পঞ্চতন্ত্রের পহ্লবী সংস্করণের নাম কী ?
উত্তর :- তন্ত্রখ্যায়িকা ।
44) ‘হিতোপদেশ” কার রচনা ?
উত্তর :- নারায়ণ শৰ্মা ।
45) হিতোপদেশের রচয়িতা কার সভাকবি ছিলেন?
উত্তর :- রাজা ধবলচন্দ্রের।
46) ‘হিতোপদেশ” কবে রচিত হয়েছিল ?
উত্তর :- নবম থেকে চতুর্দশ শতকে।
47) ‘হিতোপদেশ” শব্দের অর্থ কী ?
উত্তর :- ভালোর জন্য উপদেশ ।
48) ‘হিতোপদেশ’ রচনার পেছনে কোন কারণ বর্তমান ?
উত্তর :- পাটলিপুত্রের রাজা সুদর্শনের মূর্খপুত্রদের নীতিশিক্ষাদানের উদ্দেশ্যে ।
49) হিতোপদেশের কয়টি অধ্যায় ?
উত্তর :- 4 টি ।
50) হিতোপদেশের অধ্যায়গুলির নাম লিখ।
উত্তর :- মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও সন্ধি ।
51) ‘হিতোপদেশ” অবলম্বনে রচিত কয়েকটি গল্পের নাম লিখ।
উত্তর :- মুনিমূষিককথা, বীরবরকথা, সুন্দ-উপসুন্দকথা, নীলবর্ণশৃগালকথা, ব্রাহ্মণনকুলকৃষ্ণসর্পকথা ইত্যাদি ।
52) হিতোপদেশে কয়টি কাহিনি আছে ?
উত্তর :- 43 টি ।
53) হিতোপদেশের কয়টি কাহিনি পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে ?
উত্তর :- 25 টি ।
54) হিতোপদেশের মৌলিক কাহিনি কয়টি ?
উত্তর :- 18 টি ।
55) ‘হিতোপদেশ’ অবলম্বনে রচিত কয়েকটি চরিত্রের নাম লিখ।
উত্তর :- দুর্দান্ত নামে সিংহ, মহাতপা নামে মুনি, সুদর্শন নামে রাজা, দীর্ঘমুখ নামে বক, শূদ্রক, বীরবর প্রভৃতি ।
56) কামন্দকীয় নীতিসারের প্রভাব আছে কোন গ্রন্থে?
উত্তর :- হিতোপদেশ ।
57) ‘হিতোপদেশ’ গল্পগ্রন্থে রবিবারকে কি বলে উল্লেখ করা হয়েছে ?
উত্তর : ভট্টারকরার।
58) বৃহৎকথার রচয়িতা কে ?
উত্তর :- গুণাঢ্য ।
59) বৃহৎকথা কোন্ ভাষায় রচিত ?
উত্তর :- পৈশাচী প্রাকৃত ভাষায়।
60) গুণাঢ্য কী দিয়ে বৃহৎকথা রচনা করেন ?
উত্তর : নিজের রক্ত দিয়ে।
61) বৃহৎকথা উপাখ্যানের নায়ক কে ?
উত্তর :- নরবাহনদত্ত ।
62) বৃহৎকথার পরিচ্ছেদ গুলির নাম কী ?
উত্তর :- লম্ভ ।
63) ‘বৃহৎকথা’ অবলম্বনে রচিত কয়েকটি গল্পগ্রন্থের নাম লেখ।
উত্তর :- কথাসরিৎসাগর, বৃহৎকথামঞ্জরী ও বৃহৎকথাশ্লোকসংগ্রহ ।
64) পদ্যে লেখা তিনটি গল্পগ্রন্থের নাম কী ?
উত্তর :- কথাসরিৎসাগর, বৃহৎকথামঞ্জরী ও বৃহৎকথাশ্লোকসংগ্রহ ।
65) গল্পসাহিত্যে বৃহত্রয়ী কী?
উত্তর :- কথাসরিৎসাগর, বৃহৎকথামঞ্জরী ও বৃহৎকথাশ্লোকসংগ্রহ ।
66) বৃহৎকথার সংস্কৃত সারসংক্ষেপের নাম কী?
উত্তর : কথাসরিৎসাগর ।
67) কথাসরিৎসাগর কার লেখা?
উত্তর :- সোমদেবের।
68) সোমদেব কার সভাকবি ছিলেন ?
উত্তর :- কাশ্মীররাজ অনন্তের।
69) সোমদেবের পিতার নাম লিখ।
উত্তর :- বামনভট্ট।
70) সোমদেব কথাসরিৎসাগর কার অনুরোধে রচনা করেন ?
উত্তর :- কাশ্মীররাজ অনন্তের ।
71) ‘কথাসরিৎসাগর’ কী উদ্দেশ্যে রচিত হয় ?
উত্তর :- কাশ্মীররাজ অনন্তের স্ত্রী সূর্যমতীর চিত্তবিনোদনের উদ্দেশ্যে ।
72) ‘কথাসরিৎসাগর’ কোন্ ভাষায় রচিত ?
উত্তর:- সংস্কৃত ভাষায়।
73) ‘কথাসরিৎসাগর’ শব্দের অর্থ কী ?
উত্তর :- আখ্যানের নদী এবং তার সম্মেলন ।
74) ‘কথাসরিৎসাগরে’র গ্রন্থবিন্যাস লিখ।
উত্তর:- 18 টি লম্বক, 124টি তরঙ্গ, 24000 শ্লোকে বিভক্ত 900টি কাহিনিযুক্ত।
75) কথাসরিৎসাগরে উল্লেখযোগ্য কয়েকটি গল্পের নাম লেখ।
উত্তর :- উদয়ন-বাসবদত্তার কাহিনি, নরবাহনদত্ত-মদুনমঞ্জুকার কাহিনি, মৃগবতী, পিঙ্গলা, জীমূতবাহন, হেমপ্রভা, বিক্রমাদিত্য, বীরবাহু প্রভৃতি কাহিনি ।
76) বৃহৎকথা অবলম্বনে রচিত সর্বাপেক্ষা প্রাচীন ও মূলানুগ গ্রন্থটির নাম কী ?
উত্তর :- বৃহৎকথাশ্লোকসংগ্রহ।
77) “বৃহৎকথাশ্লোকসংগ্রহ” কার লেখা?
উত্তর:- বুদ্ধস্বামীর।
78) বুদ্ধস্বমী কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় ষষ্ঠ শতকের।
79) “বৃহৎকথাশ্লোকসংগ্রহ” গ্রন্থের উৎস কী?
উত্তর:- গুণাঢ্যের বৃহৎকথা।
80) “বৃহৎকথাশ্লোকসংগ্রহ”র গ্রন্থবিন্যাস লেখ।
উত্তর:- 28 টি সর্গ, 4539 শ্লোকে রচিত।
81) “বৃহৎকথামঞ্জরী” কোন্ ভাষায় রচিত ?
উত্তর:- সংস্কৃত ভাষায়।
82) “বৃহৎকথামঞ্জরী” কার লেখা?
উত্তর:- ক্ষেমেন্দ্রের।
83) ক্ষেমেন্দ্র কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় একাদশ শতকের।
84) ক্ষেমেন্দ্র কার সভাকবি ছিলেন?
উত্তর:- কাশ্মীররাজ অনন্তের।
85) “বৃহৎকথামঞ্জরী” এর শ্লোক সংখ্যা কত ?
উত্তর :- 7500 শ্লোক ।
86) ‘শুকসপ্ততিকথা’ কার লেখা ?
উত্তর :- চিন্তামণিভট্ট ।
87) শুকসপ্ততিকথার ফার্সী অনুবাদের নাম কী?
উত্তর :- তুতিনাম ।
88) শুকসপ্ততিকথা গল্পে কার পত্নী বিপথে গমন করতে চেয়েছিলেন ?
উত্তর :- হরিদত্তের পুত্র মদনবিনোদের ।
89) মদনবিনোদের স্ত্রীর নাম কী ?
উত্তর :- প্রভাবতী ।
90) কিংবদন্তী অনুসারে শুকের রূপধারী মহাত্মা নারদ কার কাছে শুকসপ্ততির গল্পগুলি বর্ণনা?
উত্তর:- দেবরাজ ইন্দ্রের কাছে।
91) ‘শুকসপ্ততিকথা’ গল্পে শুরু কয়টি গল্প শুনিয়েছে ?
উত্তর :- 70 টি
92) ‘শুকসপ্ততিকথা’র গল্পগুলি কে কাকে শোনাত ?
উত্তর :- শুক মদনবিনোদের স্ত্রী প্রভাবতীকে ।
93) ‘শুকসপ্ততিকথা’র গল্পগুলি কতদিন ধরে শোনানো হয়েছিল ?
উত্তর :- 70 দিন
94) ‘সিংহাসনদ্বাত্রিংশিকা’ গল্পের রচয়িতা কে ?
উত্তর :- জৈনকবি ক্ষেমেঙ্করের।
95) ‘সিংহাসনদ্বাত্রিংশিকা’ গল্পের অপর নাম কী?
উত্তর :- বিক্রমচরিত বা বিক্রমার্কচরিত ।
96) ‘সিংহাসনদ্বাত্রিংশিকা’য় কয়টি গল্প পাওয়া যায় ?
উত্তর :- 32 টি ।
97) রাজা বিক্রমাদিত্যের কাহিনি অবলম্বনে রচিত দুটি গল্পগ্রন্থের নাম লেখ।
উত্তর :- বেতালপঞ্চবিংশতি ও সিংহাসনদ্বাত্রিংশিকা ।
98) শিবদাস রচিত গল্পগ্রন্থের নাম কী ?
উত্তর :- বেতালপঞ্চবিংশতি, কথার্ণব ও শালিবাহনচরিত ।
99) বেতালপঞ্চবিংশতির কাহিনি আর কোন গল্পগ্রন্থে পাওয়া যায় ?
উত্তর :- বৃহৎকথামঞ্জরী ও কথাসরিৎসাগর ।
100) বেতালপঞ্চবিংশতি নামকরণ কেন হয়েছে ?
উত্তর :- পঞ্চবিংশ (25) গল্পের সংকলন থাকায়।
101) “পুরুষপরীক্ষা” কার লেখা?
উত্তর:- বিদ্যাপতির।
102) বিদ্যাপতির অপর নাম কী?
উত্তর:- অভিনব জয়দেব / মৈথিল কোকিল।
103) বিদ্যাপতি কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রীস্টিয় চতুর্দশ শতকের।
104) “পুরুষপরীক্ষা” গ্রন্থে কয়টি গল্প আছে?
উত্তর:- 52 টি।
105) “ভোজপ্রবন্ধ” কার লেখা?
উত্তর:- বল্লাল সেনের।
106) বল্লাল সেন কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টীয় পঞ্চদশ শতকের।
107) বল্লাল সেন কী নামে পরিচিত?
উত্তর:- বল্লবভাই নামে পরিচিত।
108) “কথারত্নাকর” কার লেখা?
উত্তর:- হেমবিজয়গণির।
109) হেমবিজয়গণি কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় সপ্তদশ শতকের।
110) “কথারত্নাকর” গ্রন্থে কয়টি গল্প আছে?
উত্তর:- 258 টি।
111) “প্রবন্ধচিন্তামণি” কার লেখা?
উত্তর:- মেরুতুঙ্গের।
112) মেরুতুঙ্গ কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় চতুর্দশ শতকের।
113) “প্রবন্ধকোষ” কার লেখা?
উত্তর:- রাজশেখর সূরি।
114) রাজশেখর সূরি কোন্ সময়ের কবি?
উত্তর:- খ্রিস্টিয় চতুর্দশ শতকের।
অনুরূপ পাঠ
সংস্কৃত গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- পুরাণের ছোট প্রশ্নোত্তর👈
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর👈
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈