এই অধ্যায়ের আলোচ্য বিষয় মহাভারতের ছোট প্রশ্নোত্তর । এখানে মহাভারতের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের WBSSC ( SLST ) সিলেবাস অনুসারে আলোচিত হল। স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের মহাভারতের ছোট প্রশ্নোত্তর কন্ঠস্থ করতে হবে।
মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লোকোত্তর তপঃপ্রভাবে ভারতের চিরন্তন আত্মার মহাজাগরণ ঘটেছে মহাভারতে। এখানে ভরত বংশীয়দের মহাযুদ্ধের কাহিনি আঠারোটি পর্বে এবং এক লক্ষ শ্লোকে বর্ণিত হয়েছে। মহাভারত মহত্ত্বে ও গুরুত্বে একখানি শ্রেষ্ঠ মহাকাব্য – “মহত্ত্বাদ ভারবত্ত্বাচ্চ মহাভারতমুচ্যতে।” এই বিশাল গ্রন্থে স্থান পেয়েছে অসংখ্য কাহিনি, অগণিত উপাখ্যান, অজস্র উপদেশ ও অনুশাসন। ভারতে প্রচলিত সমস্ত জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, পুরাণ, তত্ত্বকথা, নীতি, উপদেশ ও অনুশাসন, লোকবিদ্যা, প্রবচন, জীবনের নানা সমস্যা ও তার সমাধান, ধর্ম, কাম, মোক্ষ, রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রভৃতি কী নেই মহাভারতে। সেইজন্য লোকে বলে “যা নাই মহাভারতে, তা নাই ভারতে”।
মহাভারতের ছোট প্রশ্নোত্তর । এই মহাভারতের অন্তর্ভুক্ত ‘শ্রীমদভগবদ্গীতা’ জ্ঞান, কর্ম, ভক্তির এক অপূর্ব সংগমতীর্থ। বৈশম্পায়ন তাই যথার্থই বলেছেন-
“ধর্মে চার্থে চ কামে চ মোক্ষে চ ভরতর্ষভ।
যদিহাস্তি তদন্যত্র যন্নেহাস্তি ন কুত্রচিৎ।।”
মহাভারত | কিছু তথ্য |
মহাভারতের রচয়িতা | মহর্ষি কৃয়দ্বৈপায়ন বেদব্যাস |
মহাভারতের অপর নাম | পঞ্চমবেদ , শতসাহস্রী সংহিতা |
পর্ব সংখ্যা | 18 টি |
শ্লোক সংখ্যা | 100000 টি |
মহাভারত থেকে ছোট প্রশ্নোত্তর
মহাভারতের ছোট প্রশ্নোত্তর সমূহ নিম্নে দেওয়া হল।
(1) বিশ্বের বৃহত্তম মহাকাব্যের নাম কী ?
উত্তর :- মহাভারত ।
2) মহাভারতের রচয়িতা কে?
উত্তর :— মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ।
3) ব্যাসদেবের পিতা-মাতা কে ?
উত্তর :— পরাশর ও সত্যবতী
4) শ্রমণগণের রচনা কোনটি ?
উত্তর :— মহাভারত ।
5) মহাভারত কোন ছন্দে রচিত ?
উত্তর :- অনুষ্টুপ ।
6) ব্যাসদেব কতদিনে মহাভারত রচনা শেষ করেন ?
উত্তর :— তিনবছর ।
7) মহাভারত কয়টি স্তরে রচিত ?
উত্তর :— তিনটি ।
8) মূল মহাভারতের নাম কী ?
উত্তর :— জয় ।
9) মূল মহাভারতে কত শ্লোক ছিল ?
উত্তর :- 8800 ।
10) ‘জয়’ রচনার সময়কাল কত ?
উত্তর :— 700 থেকে 500 খ্রীপূ.।
11) ব্যাসকূট কাকে বলে ?
উত্তর :— ব্যাসরচিত দ্ব্যর্থক ও দুর্বোধ্য শ্লোকগুলিকে ব্যাসকূট বলে।
12) মহাভারতের অপর নামগুলি লেখ ।
উত্তর :— ভারতসংহিতা, শতসাহসীসংহিতা, কার্ষ্ণবেদ, পঞ্চমবেদ ।
13) কাকে কেন শতসাহস্রীসংহিতা বলা হয় ?
উত্তর :— শতসহস্র শ্লোক থাকায় মহাভারতকে শতসাহস্রীসংহিতা বলে।
14) মহাভারতের পর্ব কয়টি ?
উত্তর :— 18 টি ।
15) মহাভারতের পর্বগুলির নাম ক্রমান্বয়ে লেখ।
উত্তর:— আদিপর্ব, সভাপর্ব, বনপর্ব, বিরাটপর্ব, উদ্যোগপর্ব, ভীষ্মপর্ব, দ্রোণপর্ব, কর্ণপর্ব, শল্যপর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, আশ্বমেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মুষল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব ও স্বর্গারোহণ পর্ব।
16) মহাভারতের কয়েকজন টীকাকারের নাম লেখ।
উত্তর:— মহাভারতের কয়েকজন টীকাকার হলেন – দেববোধ, অর্জুন মিশ্র, হরিদাস সিদ্ধান্ত বাগীশ প্রমুখ। এদের টীকাগ্রস্থগুলির নাম যথাক্রমে—উত্তানদীপিকা, অর্থ দীপিকা, ভারতভাব প্রদীপ এবং ভারতকৌমুদী প্রভৃতি।
17) মহাভারতের সর্বপ্রাচীন টীকা কোনটি ?
উত্তর:- দেববোধের উত্তানদীপিকা টীকাই সর্বাপেক্ষা প্রাচীনতম।
18) মহাভারতের একজন বাঙালী টীকাকারের নাম লেখ।
উত্তর:- মহাভারতের একজন বাঙালী টীকাকারের নাম হল— হরিদাস সিদ্ধান্ত বাগীশ।
19) মহাভারতের দুজন বাঙালী টীকাকারের নাম লেখ।
উত্তর :- অর্জুনমিশ্র ও হরিদাস সিদ্ধান্তবাগীশ ।
20) মহাভারতের অন্তর্গত দার্শনিক গ্রন্থ কী ?
উত্তর :- গীতা ।
21) গীতা কী ?
উত্তর :- ভীষ্মপর্বের 25 থেকে 42তম অধ্যায়ে বর্ণিত জ্ঞান-কর্ম-ভক্তি সম্পর্কিত শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীই শ্রীমদ্ভগবদ্গীতা ।
22) গীতা কোন্ শ্রেণির রচনা ?
উত্তর:- উপনিষদ ।
23) গীতার উৎস কী ?
উত্তর :- মহাভারতের ভীষ্মপর্ব।
24) গীতার অধ্যায় ও শ্লোকসংখ্যা লেখ ।
উত্তর :- 18 টি অধ্যায় ও 700 শ্লোক ।
25) ক্রমান্বয়ে গীতার অধ্যায়গুলির নাম লেখ ।
উত্তর :- 1)অর্জুনবিষাদযোগ, 2) সাংখ্যযোগ, 3)কর্মযোগ, 4)জ্ঞানযোগ, 5) সন্ন্যাসযোগ, 6) ধ্যানযোগ, 7) জ্ঞান-বিজ্ঞানযোগ, 8) অক্ষর-ব্রহ্মযোগ, 9) রাজবিদ্যা- রাজগুহ্যযোগ, 10) বিভূতিযোগ, 11) বিশ্বরূপ দর্শনযোগ, 12) ভক্তিযোগ, 13) ক্ষেত্র-ক্ষেত্রবিভাগযোগ, 14) গুণত্রয় বিভাগযোগ, 15) পুরুষোত্তমযোগ, 16) দৈবাসুর-সম্পদ বিভাগযোগ, 17) শ্রদ্ধাত্রয়-বিভাগযোগ ও 18) মোক্ষযোগ।
26) গীতার বিষয়বস্তু কী ?
উত্তর :- জ্ঞান, কর্ম ও ভক্তি সম্বলিত দার্শনিক চিন্তাধারা।
27) গীতার অধ্যায় কী নামে পরিচিত ?
উত্তর :- যোগ ।
28) ‘গীতা’র বক্তা কে ?
উত্তর :- শ্রীকৃষ্ণঃ ।
29) গীতার মর্মবাণী কী ?
উত্তর :- 1) আত্মার অবিনশ্বরত্ব (জ্ঞান),
2)নিষ্কাম কর্ম (কর্ম) এবং
3)পরিপূর্ণভাবে ঈশ্বরে আত্মসমর্পণ (ভক্তি) ।
30) শ্রীমদ্ভগবদ্গীতা অনুকরণে রচিত কয়েকটি প্রসিদ্ধ গীতাগ্রন্থের নাম কর।
উত্তর:- শ্রীমদ্ভগবদ্গীতার অনুকরণে রচিত কয়েকটি সুপ্রসিদ্ধ গীতাগ্রন্থ হল — শিবগীতা, শক্তিগীতা, ভক্তগীতা, শম্ভুগীতা, কপিলগীতা, গুরুগীতা, পাণ্ডবগীতা, গণেশগীতা, নারদগীতা, দেবগীতা ও উত্তরগীতা ইত্যাদি।
31) মহাভারতের যুদ্ধের নাম কী ?
উত্তর :- কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ ।
32) কাদের মধ্যে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ হয়েছিল ?
উত্তর :- কৌরব ও পাণ্ডবদের মধ্যে ।
33) কয়দিন ধরে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ যুদ্ধ সংঘটিত হয়েছিল ?
উত্তর :- 18 দিন ।
33) কোন্ কোন্ পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা মেলে?
উত্তর :- ভীষ্মপর্ব – সৌপ্তিকপর্ব ।
35) মহাভারতের আশ্চর্য পর্ব কোনটি ?
উত্তর :- হরিবংশ ।
36) হরিবংশ কী?
উত্তর :- মহাভারতের পরিশিষ্ট অংশ ।
37) হরিবংশের কটি অধ্যায় ?
উত্তর :- 318টি অধ্যায় ।
38) হরিবংশের কটি শ্লোক ?
উত্তর :- 16374 টি শ্লোক ।
39) হরিবংশের পর্বগুলির অধ্যায় সংখ্যা লেখ।
উত্তর :- I) হরিবংশপর্ব (55টি অধ্যায়),
II) বিষ্ণুপর্ব (128টি অধ্যায়),
IIIভবিষ্যপর্ব (135টি অধ্যায়)।
40) মহাভারতকে সংবাদ বলে কেন ?
উত্তর :- তিনজন কর্তৃক তিনবার বিবৃত।
41) মহাভারতের ব্রাহ্মণ্য রচনার নাম কী ?
উত্তর :- ভারতসংহিতা ।
42) মহাভারতকে মহাভারত কেন বলে ?
উত্তর :- বিষয়বৈচিত্রে সমৃদ্ধ থাকায় একে ‘মহাভারত’ বলা হয়েছে ‘মহত্ত্বাদ্ ভারবত্বাচ্চ মহাভারতমুচ্যতে।’
43) ব্যাসদেব কে ছিলেন ?
উত্তর : মহাভারতের রচয়িতা।
44) মহাভারতের সর্বপ্রাচীন টীকার নাম লেখ ।
উত্তর :- জ্ঞানদীপিকা বা উত্তানদীপিকা ।
45) মহাভারতের রচনাকাল নির্ণয় কর ।
উত্তর:- খ্রীষ্ট পূর্ব চতুর্থ থেকে চতুর্থ খ্রীষ্টাব্দ।
46) মহাভারতের কোন পর্বকে প্রক্ষিপ্ত বলে ধরা হয় ?
উত্তর :- শান্তি ও অনুশাসন ।
47) হরিবংশে কোন বংশের ইতিহাস বর্ণিত ?
উত্তর :- বৃষ্ণি বংশ ।
48) সৌতি শৌনকাদি ঋষিগণকে কোথায় মহাভারত শোনান ?
উত্তর :- নৈমিষারণ্যে ।
49) কুরুক্ষেত্রে সবচেয়ে কম সময় কে কৌরব সেনাপতি ছিলেন ?
উত্তর : শল্য ।
50) পাণ্ডবদের সেনাপতি কে ছিলেন ?
উত্তর :- ধৃষ্টদ্যুম্ন।
51) কর্ণের পুত্রের নাম লেখ।
উত্তর:- বৃষকেতু ও বৃষসেন।
52) অর্জুনের দশনামের একটি লেখ ।
উত্তর :- ধনঞ্জয় ।
53) ‘বীভৎসু’ কার নাম ?
উত্তর :- অর্জুনের ।
54) ‘পার্থ’ কে ?
উত্তর :- কুন্তীপুত্র বিশেষত অর্জুন ।
55) ভারতযুদ্ধে কত সৈন্য অংশগ্রহণ করেছিল?
উত্তর :- 18 অক্ষৌহিণী।
56) যুদ্ধশেষে কতজন জীবিত ছিলেন ?
উত্তর :- 10 জন ।
57) মহাভারতে কয়টি বৃহৎ যজ্ঞের বিবরণ মেলে?
উত্তর :- তিনটি । রাজসূয়, বৈষ্ণব এবং অশ্বমেধ ।
58) মহাভারতের মুখ্য রস কী ?
উত্তর :- শান্ত ।
59) কুন্তীর পুত্রগণের নাম লেখ।
উত্তর :- কর্ণ, যুধিষ্ঠির, ভীম ও অর্জুন।
60) মাদ্রীর পুত্রগণের নাম লেখ।
উত্তর:- নকুল ও সহদেব
61) ঘটোৎকচ কে ?
উত্তর :- ভীম ও হিড়িম্বার পুত্র ।
62) দুর্য্যোধনের উরুভঙ্গ কোন্ পর্বে বর্ণিত হয়েছে ?
উত্তর :- শল্যপর্বে।
63) দুর্য্যোধনের মৃত্যু কোন্ পর্বে বর্ণিত হয়েছে ?
উত্তর :- সৌপ্তিক পর্বে।
64) শ্রীকৃষ্ণের মৃত্যু কোন্ পর্বে বর্ণিত হয়েছে ?
উত্তর :- মৌষলপর্বে।
65) ভীষ্মের প্রকৃত নাম কী ?
উত্তর :- দেবব্রত ।
66) ভীষ্মের পিতামাতার নাম কী ?
উত্তর :- পিতা শান্তনু ও মাতা গঙ্গা ।
67) ভীষ্মের শিক্ষাগুরু কে ?
উত্তর :- বৃহস্পতি ।
68) ভীষ্মের অস্ত্রগুরু কে ?
উত্তর :- পরশুরাম ।
69) ভীষ্ম কতদিন যুদ্ধ করেছিলেন ?
উত্তর : 10 দিন ।
70) ভীষ্মের কোন্ পর্বে মৃত্যু বর্ণিত হয়েছে ?
উত্তর :- অনুশাসনপর্বে ।
71) মহাভারতের নায়ক কে?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
72) মহাভারতের নায়িকা কে?
উত্তর :- দ্রৌপদী ।
73) মহাভারতের প্রতিনায়ক কে?
উত্তর :- দুর্যোধন ।
74) পাণ্ডবদের মৃত্যু কোন্ পর্বে বর্ণিত ?
উত্তর :- মহাপ্রস্থানিকপর্বে।
75) যদুবংশ ধ্বংসের কারণ কী ?
উত্তর :- গান্ধারীর শাপ ও মুষলের আঘাতে ।
76) ‘কীচকবধ’ কোন পর্বের ঘটনা ?
উত্তর : বিরাটপর্ব ।
77) কীচক কে ?
উত্তর :- বিরাটরাজের শ্যালক।
78) কার হাতে কীচক নিহত হন ?
উত্তর : ভীমের।
79) কোন্ প্রতিজ্ঞার জন্য দেবব্রতর নাম ভীষ্ম হয়েছিল ?
উত্তর :- চিরকুমার থাকা এবং সিংহাসনে অধিকার ত্যাগ – এই দুটি ভীষণ প্রতিজ্ঞার জন্য ।
80) শ্রীকৃষ্ণের ধনুকের নাম লেখ।
উত্তর :- শার্ঙ্গ ।
81) শ্রীকৃষ্ণের গদার নাম কী ?
উত্তর :- কৌমোদকী ।
82) যুধিষ্ঠীরের অস্ত্রের নাম লেখ।
উত্তর :- বর্ষা ।
83) যুধিষ্ঠিরের শঙ্খের নাম কী ?
উত্তর :- অনন্তবিজয় ।
84) ভীমের অস্ত্রের নাম লেখ।
উত্তর :- গদা ।
85) অর্জুনের ধনুকের নাম লেখ।
উত্তর :- গান্ডীব ।
86) নকুলের অস্ত্রের নাম লেখ।
উত্তর :- তলোয়ার।
87) সহদেবের অস্ত্রের নাম লেখ।
উত্তর :- অসি ।
88) বিরাট পর্বের যুদ্ধে অর্জুন কাদের উত্তরীয় হরণ করেন নি ?
উত্তর :- ভীম ও দ্রোণ ।
89) পাণ্ডবগণ কতবছর রাজত্ব করেছিলেন?
উত্তর :- 36 বছর ।
90) মহাভারতে কোন্ বংশের কথা বর্ণিত হয়েছে ?
উত্তর :- চন্দ্রবংশ ।
91) দ্রৌপদীর অপর নামগুলি কী ?
উত্তর :- পাঞ্চালী, যাজ্ঞসেনী, কৃষ্ণা ।
92) দ্রোণের প্রিয় শিষ্য কে ছিলেন ?
উত্তর :- অর্জুন ।
93) একলব্য কে ?
উত্তর- নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র অসামান্য বীর।
94) পান্ডবদের ভগিনীর নাম লিখুন ।
উত্তর :- দুঃশলা ।
95) জয়দ্রথ কে ?
উত্তর :- দুঃশলার পতি।
96) জয়দ্রথ কার হস্তে লাঞ্ছিত হন ?
উত্তর:- ভীমের হাতে ।
97) জয়দ্রথ কার হস্তে নিহত হন ?
উত্তর:- অর্জনের হাতে।
98) মহাভারতের নিন্দিত পর্ব কোনটি ?
উত্তর : সৌপ্তিক ।
99) পাণ্ডুকে কোন্ ঋষি অভিশাপ দিয়েছিলেন?
উত্তর :- কিন্দম ঋষি ।
100) অভিমন্যু কে ?
উত্তর :- অর্জুন ও সুভদ্রার পুত্র।
101) সুভদ্রা কে ছিলেন ?
উত্তর :- শ্রীকৃষ্ণের ভগিনী।
102) অভিমন্যুর স্ত্রী নাম কী ?
উত্তর :- উত্তরা ।
103) অভিমন্যুর পুত্রের নাম কী ?
উত্তর :- পরীক্ষিৎ ।
104) অভিমন্যুর মামার নাম কী ?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
105) করুক্ষেত্র যুদ্ধের কততম দিনে অভিমন্যুর বধ হয় ?
উত্তর :- 13 তম দিনে ।
106) অভিমন্যু কত বছর বয়সে প্রাণ হারান ?
উত্তর :- 16 বছর বয়সে ।
107) কৌরবদের সঙ্গে কাদের যুদ্ধ হয়েছিল?
উত্তর :- পাণ্ডবদের ।
108) ধৃতরাষ্ট্রের পুত্রদের কী বলা হয় ?
উত্তর :- কৌরব।
109) কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু কে ছিলেন?
উত্তর : দ্রোণাচার্য ।
110) কৌরবদের রাজধানীর নাম কী ?
উত্তর :- হস্তিনাপুর ।
111) পাণ্ডবেরা পরে কোথায় রাজধানী স্থাপন করেছিল ?
উত্তর :- ইন্দ্রপ্রস্থে ।
112) উত্তরার সাথে কার বিবাহ হয়েছিল ?
উত্তর :- অভিমন্যুর ।
113) চক্রপাণি কে ?
উত্তর :- শ্রীকৃষ্ণ ।
114) শ্রীকৃষ্ণের পিতা-মাতার নাম কী ?
উত্তর :- বসুদেব ও দেবকী ।
115) শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল ?
উত্তর : মথুরায় কংসের কারাগারে।
116) শ্রীকৃষ্ণ মাতা দেবকীর কততম সন্তান ?
উত্তর :- অষ্টম ।
117) শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু কে ?
উত্তর :- সন্দীপনি মুনি ।
118) শ্রীকৃষ্ণের রথের সারথি কে ছিলেন ?
উত্তর :- সাত্যকি । দারুক ।
119) শ্রীকৃষ্ণের অগ্রজ ভ্রাতার নাম কী ?
উত্তর :- বলরাম ।
120) বলরামের মাতার নাম কী ?
উত্তর :- রোহিণী ।
121) দুর্যোধনের প্রকৃত শাস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- বলরাম ।
122) পরীক্ষিতের পিতার নাম কী ?
উত্তর :- অভিমন্যু ।
123) নকুল ও সহদেবের মায়ের নাম কী ?
উত্তর :- মাদ্রী ।
124) শৈশবে কুন্তীর নাম কী ছিল ?
উত্তর :- পৃথা ।
125) গূড়াকেশ কার নাম ?
উত্তর :- অর্জুন ।
126) কৌরবদের পক্ষে পাণ্ডবদের হিতৈষী কে ছিলেন ?
উত্তর :- বিকর্ণ ।
127) বিরাটদুহিতাকে কে নাচ শেখাত ?
উত্তর :- অর্জুন, ছদ্মনাম বৃহন্নলা।
128) অশ্বত্থামার মামার নাম কী ?
উত্তর :- কৃপাচার্য ।
129) কংসবধের পর মথুরার কে সিংহাসনে বসেন ?
উত্তর :- উগ্রসেন ।
130) বাল্যবয়সে কর্ণের পিতা কে ছিলেন ?
উত্তর :- অধিরথ সূত ।
131) কর্ণের অস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- পরশুরাম ।
132) কর্ণ কোথাকার রাজা ছিলেন ?
উত্তর :- অঙ্গদেশ ।
133) সঙ্কর্ষণ কার নাম ?
উত্তর :- বলরাম ।
134) জন্মেজয় কোন প্রসিদ্ধ যজ্ঞ করেছিলেন ?
উত্তর : সর্পযজ্ঞ ।
135) দেবতাদের বাস্তুশিল্পীর নাম কী ?
উত্তর :- বিশ্বকর্মা ।
136) দুর্যোধনকে কে সবসময় কুমন্ত্রণা দিতেন ?
উত্তর :- শকুনি ।
137) শিশুপালের কত অপরাধ শ্রীকৃষ্ণ ক্ষমা করেছিল?
উত্তর :- একশত ।
138) উলুপী কে ছিলেন ?
উত্তর :- নাগকন্যা । অর্জুনের অবিবাহিতা স্ত্রী ।
139) কোন সর্পদংশনে পরীক্ষিতের মৃত্যু হয় ?
উত্তর :- তক্ষক ।
140) মহর্ষি বশিষ্ঠের প্রসিদ্ধ গাভীর নাম কী ছিল?
উত্তর :- নন্দিনী ।
141) দুর্যোধন পাণ্ডদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে কোথায় পাঠিয়েছিলেন ?
উত্তর :- বারণাবতে জতুগৃহে ।
142) মগধের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- রাজগৃহ ।
143) অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা কোথায় ছিলেন?
উত্তর : বিরাট রাজার গৃহে ।
144) বলরামের পত্নীর নাম কী ?
উত্তর :- রেবতী ।
145) অভিমন্যুর পুত্রের নাম কী ?
উত্তর :- পরীক্ষিৎ ।
146) ধৃতরাষ্ট্রের মন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- বিদুর ।
147) বিদুরের পিতা কে ছিলেন ?
উত্তর :- ব্যাসদেব ।
148) ভীমের মায়ের নাম কী ?
উত্তর :- কুন্তী ।
149) ঘটোৎকচের পিতার নাম কী ?
উত্তর :- ভীম ।
150) দ্রোণ ও কর্ণের অস্ত্রগুরু কে ?
উত্তর :- পরশুরাম ।
151) কুরুবংশের অস্ত্রগুরু কে ছিলেন ?
উত্তর :- কৃপাচার্য ।
152) মূল মহাভারত অনুসরণে বাংলায় মহাভারত কে রচনা করেছেন ?
উত্তর :- কালীপ্রসন্নসিংহ।
153) বাংলাভাষায় সর্বাধিক জনপ্রিয় মহাভারত কার লেখা ?
উত্তর :- কাশীরাম দাস ।
154) প্রাচীন বৌদ্ধ ও জৈন সাহিত্যে মহাভারতের প্রভাব লেখ ।
উত্তর:- বৌদ্ধসাহিত্যে ঘটকজাতক, কুণালজাতকে শ্রীকৃষ্ণের কাহিনি, দ্রৌপদীর পঞ্চস্বামীর কথা বর্ণিত জৈনসাহিত্যে জিনসেন রচিত হরিবংশপুরাণ, দেবপ্রভসূরির পাণ্ডবচরিত মহাভারতের প্রভাবে রচিত ।
155) মহাভারত অবলম্বনে রচিত কাব্যগুলির নাম লেখ।
উত্তর :- কিরাতাজুনীয়ম্, শিশুপালবধম্, নৈষধচরিতম্, ভারতমঞ্জরী ।
156) মহাভারত অবলম্বনে ভাসের নাটকগুলির নাম লেখ ।
উত্তর :- দূতবাক্য , দূতঘটোৎকচ, কর্ণভার, মধ্যমব্যায়োগ, পঞ্চরাত্র ও বালচরিত ।
157) মহাভারত অবলম্বনে কালিদাসের নাটকর নাম লেখ ।
উত্তর :- অভিজ্ঞানশকুন্তলম্ ।
158) ভাসব্যতীত অন্য নাট্যকারের মহাভারতাশ্রিত দুটি নাটকের নামোল্লেখ কর ।
উত্তর :- বেণীসংহার ও বালভারত ।
অনুরূপ পাঠ
মহাভারতের ছোট প্রশ্নোত্তর এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
- সাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈 ( For HS)
- নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- কাব্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গদ্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- গল্পসাহিত্যের ছোট প্রশ্নোত্তর👈
- চম্পূকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- মহাভারতের ছোট প্রশ্নোত্তর
- রামায়ণের ছোট প্রশ্নোত্তর 👈
- গীতিকাব্যের ছোট প্রশ্নোত্তর👈
- ঐতিহাসিক কাব্যের ছোট প্রশ্নোত্তর 👈
ধন্যবাদ
মহাভারতের ছোট প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈