এই পেইজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পাঠ্যসূচি ভিত্তিক আলোচনা করা হয়েছে। Minor এবং Major Course এর Syllubus ভিত্তিক আলোচনা বাংলা ভাষায় ও প্রয়োজনীয় কিছু কিছু জায়গায় দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় আলোচিত হয়েছে।
স্নাতক পাঠ্যসূচি
স্নাতক হল স্কুল থেকে সদ্য পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রথম পরিচয়। যদিও স্কুলে সংস্কৃত তৃতীয় ভাষা হিসাবে পড়ানো হয় এবং শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক স্তরে এটি ঐচ্ছিক বিষয় হিসাবে নিতে পারে। কিন্তু স্নাতক কোর্সে শিক্ষার্থীদের সংস্কৃত সাহিত্যের বিশাল ক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংস্কৃত মানে ভাষা বা নিছক সাহিত্য নয়। ছত্রছায়ায় জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে যার নাম সংস্কৃত, যেমন সাহিত্য, বেদ, দর্শন, ভাষাতত্ত্ব, নীতিশাস্ত্র, রাজনীতি ইত্যাদি।
এখানে Bankura University এর Syllabus দেওয়া হল।
SEMESTER –I
Course Title | Course Type | Marks |
General Grammar with translation & Metre | Major Course | 10 + 40 = 50 |
General Grammar with translation & Metre | Minor Stream | 10 + 40 = 50 |
History of Vedic and Classical Sanskrit Literature & Translation – Bengali to Sanskrit | Multidisciplinary | 10 + 40 = 50 |
Spoken Sanskrit & Computer Application | Skill Enhancement Course | 10 + 40 = 50 |
Compulsory English: Literature and Communication | Ability Enhancement Course | 10 + 40 = 50 |
Environmental Studies | Value Added Course | 10 + 40 = 50 |
General Grammar with
translation & Metre
স্নাতক সংস্কৃতের Major Course এবং Minor Stream এ General Grammar with translation & Metre যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলি নিম্নে দেওয়া হল।
- ধাতুরুপ :- যে ধাতুরুপগুলি পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত সেগুলি হল- ভূ👈, সেব👈 , কৃ , শ্রু👈 , গম্👈 প্রভৃতি । ধাতুরূপের মূল পেইজ এ যাওয়ার জন্য Click Here 👈। লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্ এবং লৃট্ – এই পাঁচটি লকার কন্ঠস্থ করতে হবে।
- শব্দরূপ :- যে শব্দরূপগুলি পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত সেগুলি হল- নর👈, ফল👈, মুনি👈, সাধু👈, পিতৃ👈, মাতৃ👈, মতি👈, মধু👈, বারি👈, অস্মদ্👈, যুষ্মদ্👈, তদ্👈, যদ্👈, কিম্👈, ইদম্👈, অদস্👈, এতদ্👈, সংখ্যাবাচক 👈(এক, দ্বি, ত্রি, চতুর্, পঞ্চন্)। শব্দরূপের মূল পেইজ এ যাওয়ার জন্য Click Here 👈।
- প্রত্যয় :- যে প্রত্যয়গুলি পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত সেগুলি হল- ক্ত ও ক্তবতু👈, ক্ত্বাচ্ ও ল্যপ্👈, শতৃ ও শানচ্👈, তব্য ও অনীয় ।
- কারক- বিভক্তি এর মূল পেইজ এ যাওয়ার জন্য Click Here 👈।
- সংস্কৃত বাক্য তৈরী, অশুদ্ধি সংশোধন, শূণ্যস্থান পূরণ, সংস্কৃত ভাষায় অনুবাদ 👈।
- বাচ্য পরিবর্তন 👈।
- ছন্দ :- ছন্দের মূল পেইজ এ যাওয়ার জন্য Click Here 👈। যে ছন্দগুলি পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত সেগুলি হল- ইন্দ্রবজ্রা 👈, উপেন্দ্রবজ্রা 👈, উপজাতি 👈, শালিণী 👈, বংশস্থবিল 👈, দ্রুতবিলম্বিতম্ 👈, বসন্ততিলক 👈, মালিনী 👈, শিখরিণী 👈, মন্দাক্রান্তা 👈, শার্দূলবিক্রীড়িতম্ 👈, স্রগ্ধরা 👈।
SEMESTER –II
Course Title | Course Type | Marks |
History of Vedic Literature & Classical Sanskrit Literature | Major Course | 10 + 40 = 50 |
History of Vedic Literature & Classical Sanskrit Literature | Minor Stream | 10 + 40 = 50 |
Paňcatantram | Multidisciplinary | 10 + 40 = 50 |
Spoken Sanskrit & Writing Skill Enhancement in Sanskrit | Skill Enhancement Course | 10 + 40 = 50 |
English/Santali/ Sanskrit/ MIL | Ability Enhancement Course | 10 + 40 = 50 |
History of Vedic Literature
&
Classical Sanskrit Literature
স্নাতক সংস্কৃতের Major Course এবং Minor Stream এ History of Vedic Literature & Classical Sanskrit Literature যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলি নিম্নে দেওয়া হল।
- বৈদিক সাহিত্যের ইতিহাস (ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ব্রাহ্মণ 👈, আরণ্যক 👈, উপনিষদ ও বেদাঙ্গসমূহ 👈)। বেদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 👈
- ধ্রুপদী সংস্কৃতের ইতিহাস (রামায়ণ, মহাভারত, পুরাণ, অশ্বঘোষ ইত্যাদি)।
- বৈজ্ঞানিক ও কারিগরি সাহিত্য (ব্যাকরণগত সাহিত্য, দর্শন, কাব্য, আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্র, সঙ্গীত সাহিত্য, গাণিতিক এবং অন্যান্য বৈজ্ঞানিক সাহিত্য, শিল্পশাস্ত্র ইত্যাদি)।