মন্দাক্রান্তা ছন্দ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় মন্দাক্রান্তা ছন্দ । এখানে মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ ও উদাহরণ সহ বাংলা ও সংষ্কৃত ভাষায় আলোচনা করা হয়েছে। সংস্কৃত মন্দাক্রান্তা ছন্দ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। मन्दाक्रान्ता छन्द। Bankura University এর Major Course এবং Minor Stream এর Syllabus অনুসারে বাংলা ভাষায় ও দেবনাগরী হরফে সংস্কৃত ভাষায় আলোচিত হয়েছে।

ছন্দ শব্দের অন্যতম অর্থ বেদ। লৌকিক ছন্দগুলির মূল বৈদিক ছন্দ। আচার্য গঙ্গাদাস প্রণীত “ছন্দোমঞ্জরী” গ্রন্থে প্রত্যেক ছন্দের লক্ষণই সেই বিশেষ ছন্দে রচিত। তাই ঐ লক্ষণকেই ছন্দের উদাহরণও ধরা হয়। নিচের টেবিলে মন্দাক্রান্তা ছন্দের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল।

ছন্দমন্দাক্রান্তা
বৃত্ত সমবৃত্ত ছন্দ
অক্ষর সংখ্যাসতেরোটি
গণম, ভ, ন, ত, ত, গ এবং গ-গণ
গণের চিহ্ন– – – / – v v / v v v / – – v / – – v / – / –
ইন্দ্রবজ্রা ছন্দের লক্ষণমন্দাক্রান্তাম্বুধিরসনগৈর্মো ভনৌ তৌ গযুগ্মম্

মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ

মন্দাক্রান্তা একটি সমবৃত্ত ছন্দ। এই ছন্দে প্রতি চরণে সতেরোটি করে অক্ষর (স্বরবর্ণ) থাকে। এতে প্রথমে চতুর্থ বর্ণের পর, তারপর ষষ্ঠ বর্ণের পর এবং পরবর্তী সপ্তম বর্ণের পর বা চরণের অন্তে যতি থাকে। মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ নির্দেশ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস তাঁর ছন্দোমঞ্জরীতে বলেছেন—

“মন্দাক্রান্তাম্বুধিরসনগৈর্মো ভনৌ তৌ গযুগ্মম্”

অর্থাৎ, যে ছন্দে রচিত পদ্যের প্রতি চরণের অক্ষরসজ্জা যথাক্রমে— ম-গণ, ভ-গণ, ন-গণ, ত-গণ, ত-গণ, গ-গণ এবং গ-গণ থাকে সেই ছন্দকে মন্দাক্রান্তা ছন্দ বলা হয়।

মন্দাক্রান্তা ছন্দের উদাহরণ

মহাকবি কালিদাসের “অভিজ্ঞানশকুন্তলম্” এর অনেক শ্লোক মন্দাক্রান্তা ছন্দে রচিত। তার মধ্যে একটি হল দ্বিতীয় অংকের শ্লোক—

ম / ভ / ন / ত / ত / গ / গ

– – – / – v v / v v v / – – v / – – v / – / –

অধ্যাক্রা/ন্তা বস/তিরমু/নাপ্যাশ্র/মে সর্ব/ভো/গ্যে
রক্ষাযোগাদয়মপি তপঃ প্রত্যহং সঞ্চিনোতি।
অস্যাপি দ্যাং স্পৃশতি বশিনশ্চারণদ্বন্দ্বগীতঃ
পুণ্যঃ শব্দো মুনিরিতি মুহঃ কেবলং রাজপূর্বঃ ॥

উল্লিখিত পদ্যের প্রত্যেকটি চরণে ম, ভ, ন, ত, ত, গ এবং গ-গণে সতেরোটি অক্ষর আছে। তাই এটি একটি মন্দাক্রান্তা ছন্দে রচিত পদ্য। এখানে একটি চরণ ভেঙে দেখানো হয়েছে।

ব্যাখ্যা :— উল্লিখিত পদ্যের চরণগুলি বিশ্লেষণ করলে “মস্ত্রিগুরুঃ” নিয়মে ম-গণ, “ভাদিগুরুঃ” নিয়মে ভ-গণ এবং “ত্রিলঘুশ্চ নকারো” নিয়মে ন-গণ, “অন্তলঘুস্তঃ” নিয়মে ত-গণ, পুনরায় “অন্তলঘুস্তঃ” নিয়মে ত-গণ, “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ, এবং “গুরুরেকো গকারঃ” নিয়মে গ-গণ হয়েছে। তাই লক্ষণ অনুযায়ী এখানে মন্দাক্রান্তা ছন্দ হয়েছে।

मन्दाक्रान्ता छन्द

संस्कृत साहित्यजगति ‘मन्दाक्रान्ता’ छन्दसः प्रचुरं प्रयोगं दृश्यते। एवञ्च छन्दः अत्यन्तं लोकप्रसिद्ध विद्यते। कालिदासादयः ‘मन्दाक्रान्ता’ छन्दसा एव वहुनि पद्यानि रचितन्तः ।

लक्षणम् – आचार्येन गङ्गादासेन विरचितः ‘छन्दोमञ्जरी’ ग्रन्थे सप्तदशाक्षरम् ‘मन्दाक्रान्ता’ नाम वृत्तम् अस्ति। अस्य छन्दसः लक्षणविषये आचार्य गङ्गादासेन उक्तम्-‘मन्दाक्रान्ताम्वुधिरसनगैैर्मोभनौ तौ गयुग्मम्।’ अर्थात् यस्मिन् छन्दसि ‘म, भ, न, त, त, ग, ग’ गणाः विद्यन्ते । तत्र ‘मन्दाक्रान्ता’ नाम छन्दः भवतिः।

यति – अस्य छन्द‌सि चतुर्थ, दशम, सप्तदशाक्षरे यति विद्यते ।

लघु-गुरु चिह्नम् – ‘v’ , ‘-‘

उदाहरणम्:-

म / भ / न / त / त / ग / ग

– – – / – v v / v v v / – – v / – – v / – / –
अघ्याक्रा / न्ता वस / तिरमु / नाप्याश्र / मे सर्व / भो / ग्ये

व्याख्यानम् – उक्त चरणं विश्लेषणेन ‘मस्त्रिगुरुः’ अनेन नियमेन ‘म’ गणः, ‘भादिगुरुः’ अनेन नियमेन ‘भ’ गणः, ततः ‘त्रिलघुश्च नकारः’ अनेन नियमेन ‘न’ गणः, ततः ‘अन्तलघुस्तः’ अनेन नियमेन ‘त’ गणः, ततः पुनः अनेन नियमेन ‘त’ गणः प्राप्त्यते। अतएव अत्र ‘मन्दाक्रान्ता’ छन्दः इति विद्यते।

ধন্যবাদ

সংস্কৃত ছন্দ অধ্যয়ন করতে আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment