সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর । এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের WBSSC (SLST) সিলেবাস অনুসারে আলোচিত হল।

নাট্যশাস্ত্রে নাট্য-সাহিত্যের জন্ম সম্বন্ধে এইরূপ উপাখ্যান আছে সৃষ্টির পর ইন্দ্র ব্রহ্মার নিকট আবেদন জানালেন চক্ষু-কর্ণের আনন্দবিধায়ক একখানি পঞ্চম বেদের সৃষ্টি করবার জন্য। ইন্দ্রের আবেদন ব্যর্থ হল না। ব্রহ্মা ঋগ্বেদ হতে বাণী, সামবেদ হতে গীত, যজুর্বেদ হতে অভিনয় এবং অথর্ব বেদ হতে অনুভূতি ও রস গ্রহণ করে একখানি পঞ্চম বেদের সৃষ্টি করলেন। দেবশিল্পী বিশ্বকর্মা ব্রহ্মার আদেশে এক নাট্যশালা নির্মাণ করলেন। ভরত ও তাঁর একশত শিষ্যের তত্ত্বাবধানে সেই নাট্যশালায় প্রথম নাটক অভিনীত হল— নাটকের বিষয়বস্তু ছিল দেবগণের পরাভব। নহুষ ইদ্রপদ লাভ করলে তাঁর ইচ্ছা হল স্বর্গের ঐ নাট্যবেদ পৃথিবীতেও প্রচার লাভ করুক। ভরতের সন্তান- গণই পৃথিবীতে প্রেরিত হলেন, এবং তাঁদের হতে সমাজে নাট্যশাস্ত্রবিশারদ এক বিশেষ শ্রেণীর সৃষ্টি হল। তদবধি ঐ শ্রেণীর কার্যই হইল ইতিহাসের মধ্য দিয়ে জনগণকে শিক্ষাদানের জন্য নাট্যবেদের প্রচার করা।

আমরা যাকে সাহিত্য বলি, সংস্কৃত অলংকার শাস্ত্রে তাই কাব্য নামে চিহ্নিত। রসাত্মক বাক্যে গুণ, অলংকারের মন্ডন ছাড়িয়ে কাব্যের অন্তর্গঢ় রসরূপ সহৃদয় পাঠকের মন আপ্লুত করে।সংস্কৃত সাহিত্যে ‘কাব্যং দ্বিবিধং দৃশ্যং শ্রব্যং চ’ অর্থাৎ কাব্য দুই প্রকার দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের আধুনিক প্রতিশব্দ নাটক। মঞ্চে অভিনয় দর্শনের মাধ্যমে দৃশ্যকাব্য উপস্থাপিত হয়। এই দৃশ্যকাব্যের অপর নাম রূপক; কারণ এতে পাত্র-পাত্রীর উপর, নাটকীয় চরিত্রের রূপ আরোপ করা হয়।

নাট্যসাহিত্য থেকে ছোট প্রশ্নোত্তর

সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর MCQ in SLST. সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর সমূহ কন্ঠস্থ করলেই MCQ সঠিক উত্তর করা সম্ভব। একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

গ্রন্থগ্রন্থকার
স্বপ্নবাসবদত্তম্ভাস
অভিজ্ঞানশকুন্তলম্কালিদাস
রত্নাবলীশ্রীহর্ষ
মৃচ্ছকটিকশূদ্রক
মালতীমাধবভবভূতি
মুদ্রারাক্ষসবিশাখদত্ত
বেণীসংহারভট্টনারায়ণ
বিদ্ধশালভঞ্জিকারাজশেখর

(1) ভাসের নাটকগুলো কে আবিষ্কার করেন?

উত্তর:- তিরুবাগ্রহারম গণপতি শাস্ত্রী।

2) ভাসের নাটকগুলি কবে আবিষ্কৃত হয়?

উত্তর:- 1909-1911 খ্রিস্টাব্দে।

3) ভাসের আবিষ্কৃত নাটকের পান্ডুলিপি কোন্ হরফে লেখা ছিল?

উত্তর:- মালয়ালম হরফে।

4) ‘জ্বলনমিত্র’ কে?

উত্তর:- ভাস

5) ভাসকে ‘জ্বলনমিত্র’ কে বলেছেন ?

উত্তর:- বাক্ পতিরাজ।

6) ভাসকে ‘জ্বলনমিত্র’ কেন বলা হয়েছে?

উত্তর:- তাঁর নাটকে প্রচুর অগ্নির বিবরণ লক্ষ্য করা যায়, তাই ভাসকে জ্বলনমিত্র বলা হয়েছে।

7)) টি. গণপতি শাস্ত্রী কোন্ রাজ্যের অধিবাসী ছিলেন?

উত্তর:- কেরল (ত্রিবাঙ্কুর) রাজ্যের।

8) ভাস কোন্ সময়ের কবি?

উত্তর:- নাট্যকার ভাস খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে কোনো একসময় আবির্ভূত হয়েছিলেন।

9) টি. গণপতি শাস্ত্রী কতগুলি নাটক আবিষ্কার করেন?

উত্তর:- তেরটি।

10) ভাসের নাটকগুলির নাম লেখ ।

উত্তর:– (ক) রামায়ণ অবলম্বনে রচিত

খ) মহাভারত অবলম্বনে রচিত

গ) মহাভারতের হরিবংশ অবলম্বনে রচিত

  • 9. বালচরিত (পাঁচ অঙ্ক)

ঘ) বৃহৎকথার কাহিনী অবলম্বনে রচিত

ঙ) প্রচলিত কাহিনী অবলম্বনে রচিত

উপরোক্ত তেরোটি নাটকের উৎস গ্রন্থ ও অঙ্ক সংখ্যা উল্লেখ করা হয়েছে।

11) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কী?

উত্তর:- স্বপ্নবাসবদত্তম্।

12) জয়দেব কোন্ নাটকে কিভাবে ভাসের প্রশংসা করেছেন?

উত্তর:- প্রসন্নরাঘব নাটকে ‘ভাসো হাসঃ’ সরস্বতীর নির্মল হাস্য বলে প্রশংসা করেছেন।

13) কালিদাস কোন্ নাটকে কিভাবে ভাসের প্রশংসা করেছেন?

উত্তর:- মালবিকাগ্নিমিত্রম্ নাটকে ‘প্রথিতযশাং ভাসঃ’ প্রথিতযশা বলে প্রশংসা করেছেন।

14) কালিদাস কয়টি নাটক রচনা করেন ও কি কি?

উত্তর:-

15) ঐতিহাসিক ঘটনা অবলম্বনে কালিদাসের একটি নাটকের নাম লিখ ।

উত্তর :- মালবিকাগ্নিমিত্রম্ ।

16) মালবিকাগ্নিমিত্রম্ নাটকের নায়ক ও নায়িকা কে ?

উত্তর :- অগ্নিমিত্র নায়ক ও মালবিকা নায়িকা ।

17) মালবিকাগ্নিমিত্রম্ নাটকে শুঙ্গবংশীয় কোন রাজার পরিচয় পাওয়া যায় ?

উত্তর :- পুষ্যমিত্র, অগ্নিমিত্র ও বসুমিত্র ।

18) মালবিকাগ্নিমিত্রম্ নাটক রচনায় নাট্যকারের উদ্দেশ্য কী ছিল ?

উত্তর :- তৎকালীন রাজান্তপুরের জীবনকে ব্যঙ্গ করা।

19) বিক্রমোর্বশীয়ম্ নাটকটি কী জাতীয় রচনা ?

উত্তর :- ত্রোটক জাতীয়।

20) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের কয়টি সংস্করণ দেখা যায়?

উত্তর :-চারটি ।

21) ‘শৃঙ্গার-করুণ রসাশ্রিত’ একটি নাটকের নাম লিখ।

উত্তর :- অভিজ্ঞান-শকুন্তলম্ ।

22) কালিদাসকে ‘কবিকুলগুরু’ কে বলেছেন ?

উত্তর :- জয়দেব ।

23) জয়দেব ভাসের সঙ্গে আর কার প্রশংসা করেছেন ?

উত্তর :- কালিদাসের।

24) বিক্রমোর্বশীয়ম্ নাটকের নায়ক ও নায়িকা কে ?

উত্তর :- নায়ক পুরুরবা এবং নায়িকা উর্বশী ।

25) বিক্রমোর্বশীয়ম্ নাটকের উৎস কী ?

উত্তর :- ঋগ্বেদের সংবাদসূক্ত, পুরাণ ও মহাভারত ।

26) কালিদাসের আবির্ভাব কাল লিখ ।

উত্তর :- খ্রীষ্টীয় চতুর্থ শতক ।

27) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের নায়ক-নায়িকার নাম লেখ।

উত্তর:- নায়ক হস্তিনাপুরের রাজা দুষ্যন্ত ও নায়িকা আশ্রমকন্যা শকুন্তলা।

28) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের বিদূষকের নাম কী?

উত্তর:- মাধব্য।

29) অভিজ্ঞানশকুন্তলম্ কয়টি অঙ্ক আছে?

উত্তর:- সাতটি।

30) শৃঙ্গার – করুণ রসাশ্রিত একটি নাটকের নাম লিখ।

উত্তর:- অভিজ্ঞানশকুন্তলম্।

31) একটি সামাজিক প্রকরণের নাম লিখ।

উত্তর:- মৃচ্ছকটিক।

32) মৃচ্ছকটিক কার লেখা?

উত্তর:- শূদ্রকের।

33) শূদ্রকের আবির্ভাবকাল কোন্ সময়?

উত্তর:- খ্রিস্টিয় ষষ্ঠ শতক।

34) মৃচ্ছকটিক নাটকে কয়টি অঙ্ক আছে?

উত্তর:- দশটি।

35) মৃচ্ছকটিক নাটকের নায়ক – নায়িকার নাম লেখ।

উত্তর:- নায়ক – চারুদত্ত এবং নায়িকা – বসন্তসেনা।

36) নাট্যকার শ্রীহর্ষ কোন্ সময়ের কবি?

উত্তর:- খ্রিস্টিয় সপ্তম শতক।

37) শ্রীহর্ষের নাটকগুলির নাম লেখ।

উত্তর:- নাট্যত্রয়ী হল-

  • রত্নাবলী (চার অঙ্কে)
  • প্রিয়দর্শিকা (চার অঙ্কে)
  • নাগানন্দ (পাঁচ অঙ্কে)

38) নাট্যকার শ্রীহর্ষ কে ছিলেন?

উত্তর:- থানেশ্বররাজ।

39) শ্রীহর্ষের নাটকগুলির উৎস কী?

উত্তর:- বৃহৎকথা।

40) ভবভূতির অপর নাম কী?

উত্তর:- শ্রীকন্ঠ।

41) ভবভূতি কি নামে পরিচিত?

উত্তর:- শ্রীকন্ঠপদলাঞ্ছন।

42) ভবভূতি কোন সময়ের কবি?

উত্তর:- খ্রিস্টিয় সপ্তম থেকে অষ্টম শতকের।

43) ভবভূতির পিতা মাতার নাম কি?

উত্তর:- পিতা নীলকন্ঠ ও মাতা জাতুকর্ণী।

44) ভবভূতির নাটকগুলির নাম লেখ।

উত্তর:– ভবভূতির তিনটি নাটক হল-

45) ভবভূতি রচিত শ্রেষ্ঠ নাটক কোনটি?

উত্তর:- উত্তররামচরিত।

46) উত্তররামচরিত নাটকের মুখ্য রস কী?

উত্তর:- করুণরস।

47) মহাবীরচরিত নাটকের মুখ্য রস কী?

উত্তর:- বীররস।

48) মালতীমাধব নাটকের মুখ্য রস কী?

উত্তর:- শৃঙ্গাররস।

49) নাট্যকার বিশাখদত্তের অপর নাম কী?

উত্তর:- বিশাখদেব।

50) বিশাখদত্ত কোন্ সময়ের কবি?

উত্তর:- খ্রিস্টিয় পঞ্চম থেকে সপ্তম শতকের।

51) বিশাখদত্ত রচিত নাটকের নাম লেখ।

উত্তর:- মুদ্রারাক্ষস।

52) স্ত্রীচরিত্র বর্জিত নাটকের নাম কী?

উত্তর:- মুদ্রারাক্ষস

53) মুদ্রারাক্ষস নাটকের নায়ক কে ?

উত্তর – চন্দ্রগুপ্ত মৌর্য / চাণক্য ।

54) চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম কী ?

উত্তর :- চাণক্য ।

55) মুদ্রারাক্ষস নাটকে ধননন্দের মন্ত্রীর নাম কী ?

উত্তর :- রাক্ষস ।

56) কোন্ নাটকে মৌর্যবংশের উল্লেখ আছে ?

উত্তর :- মুদ্রারাক্ষস ।

57) ‘মুদ্রারাক্ষস’ নাটকে মুদ্রাটি কী ?

উত্তর :- রাক্ষসের ‘অঙ্গুরীয়ক’ ।

58) ‘মুদ্রারাক্ষস’ কী জাতীয় রচনা ?

উত্তর :- নাটকশ্রেণির ।

59) মুদ্রারাক্ষস নাটকের মূলরস কী ?

উত্তর :- বীররস ।

60) দেবীচন্দ্রগুপ্ত নাটকটি কার রচনা বলে অনুমিত?

উত্তর :- বিশাখদত্ত ।

61) অভিসারিকাবঞ্চিতক নাটকটি কার রচনাবলে অনুমিত ?

উত্তর :- বিশাখদত্ত ।

62) সার্থক ঐতিহাসিক নাট্যকার কে ?

উত্তর :- বিশাখদত্ত।

63) ‘বেণীসংহার” নাটকের রচয়িতা কে ?

উত্তর :- ভট্টনারায়ণ ।

64) ভট্টনারায়ণের অপর নামগুলি কী ?

উত্তর :- নিশানারায়ণ, মৃগরাজ, ভৃগুরাজ ।

65) ‘বেণীসংহারে’র মুখ্যরস কী ?

উত্তর :- বীররস ।

66) ‘বেণীসংহার’ নাটকে বীররস ছাড়াও আরকী কী রসের প্রাধান্য দেখা যায় ?

উত্তর :- ভয়ানক ও বীভৎস রস ।

67) বালকবি কে?

উত্তর:- রাজশেখর।

68) নাট্যকার রাজশেখর কোন সময়ের কবি?

উত্তর:- খ্রিস্টিয় দশম শতকের।

69) রাজশেখরের নাটকগুলির নাম লেখ।

উত্তর:- চারটি নাটক হল-

  • কর্পূরমঞ্জরী
  • বিদ্ধশালভঞ্জিকা
  • বালরামায়ণ
  • বালভারত

70) রাজশেখরের একটি অসম্পূর্ণ নাটকের নাম লেখ।

উত্তর:- বালভারত।

71) অনর্ঘরাঘব নাটকটি কার লেখা?

উত্তর:- মুরারি লেখা।

72) নাট্যকার মুরারির পিতা মাতার নাম কী?

উত্তর:- পিতা বর্ধমাস ও মাতা তন্তুমতী।

73)নাট্যকার মুরারি কী নামে পরিচিত?

উত্তর:- বালবাল্মীকি।

74) জয়দেব রচিত নাটকটির নাম কী?

উত্তর:- প্রসন্নরাঘব।

75) নাট্যকার জয়দেবের পিতা মাতার নাম কী?

উত্তর:- পিতা মহাদেব ও মাতা সুমিত্রা।

76) চতুর্ভাণী কী?

উত্তর:- উভয়াভিসারিকা, পদ্মপ্রাভৃতক, ধূর্তবিটসংবাদ ও পাদতাড়িতক – এই চারটি ভাণকে একত্রে চতুর্ভাণী বলে।

সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর

অনুরূপ পাঠ

সংস্কৃত নাট্যসাহিত্যের ছোট প্রশ্নোত্তর এর ন্যায় অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জন্য link এ click করুন ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment