সংস্কৃত ভাষা অধ্যয়ন ও শিক্ষা তথা অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত যঙ্ প্রত্যয়ের জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এখানে আমরা সংস্কৃত যঙ্ প্রত্যয় নিয়ে আলোচনা করবো। সংস্কৃত যঙ্ প্রত্যয় নিয়ে উপস্থাপন। এই প্রত্যয় সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত যঙ্ প্রত্যয় জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সংস্কৃত যঙ্ প্রত্যয় কন্ঠস্থ করতে হবে।
যঙন্ত ধাতু কাকে বলে
যঙ্ +অন্ত = যঙন্ত অর্থাৎ যঙ্ অন্তে বা শেষে যার তাকে বলে যঙন্ত । যে ধাতুর শেষে যঙ্ প্রত্যয় আছে তাকে যঙন্ত ধাতু বলে। কোনো কাজ বারবার করা বা অধিক মাত্রায় করা বোঝালে বিশিষ্ঠ কতকগুলি ধাতুর পরে সংস্কৃত যঙ্ প্রত্যয় হয়।
যঙন্ত ধাতু গঠনের নিয়ম
(1) ধাতোরেকাচো হলাদেঃ ক্রিয়াসমভিহারঃ যঙ্ অর্থাৎ কোনো কাজ বারবার করা বা বেশি মাত্রায় করা বোঝালে বিশিষ্ট কতকগুলি ধাতুর পরে যঙ্ প্রত্যয় হয়। সেইসব ধাতুগুলি হল একস্বর বিশিষ্ট এবং একই সঙ্গে তাদের প্রথম বর্ণটি ব্যঞ্জনবর্ণ। ঙ্ ইৎ যায়, এইজন্য যঙন্ত ধাতু আত্মনেপদী। ণিজন্ত ও সনন্তের মতো যঙন্তও পূর্বধাতু হতে স্বতন্ত্র ধাতু। এর রূপ ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতুর মতো। যথা —
- বারবার পড়ছে বা খুব পড়ছে— পঠ্ + যঙ্ + লট্ তে = পাপঠ্যতে। বালকঃ ব্যাকরণং পাপঠ্যতে।
- ভীষণভাবে তপ্ত করছে— তপ্ + যঙ্ + লট্ তে = তাতপ্যতে ৷
- ভীষণ কাঁদছে বা বারবার কাঁদছে— রুদ্ + যঙ্ + লট্ তে = রোরুদ্যতে।
2) রুচি-শুভোস্তু ভৃশার্থে ন অর্থাৎ ‘‘ভীষণ ভালো লাগছে‘‘ অথবা ‘‘দারুণ শোভা পাচ্ছে’‘ এই অর্থে রুচ্ ধাতু এবং শুভ্ ধাতুর পরে যঙ্ হয় না। এর মানে, বারে বারে ভালো লাগছে বা বারে বারে শোভা পাচ্ছে এই অর্থে যথাক্রমে রোরুচ্যতে ও শোশুভ্যতে রূপ হয়। যথা —
- পুনঃ পুনঃ রোচতে = রোরুচ্যতে ( রুচ্ + যঙ্ + লট্ তে )
- পুনঃ পুনঃ শোভতে = শোশুভ্যতে
3) সুচি-সূত্রি-মূত্র্যট্যৰ্তশূর্ণোতিভ্যো যঙ্ বাচ্যঃ অর্থাৎ সূচ্ (ইঙ্গিত দেওয়া), সূত্র (একসাথে স্ট্রিং করা), মূত্র, অট্ (যাওয়া), ঋ (যাওয়া), অশ্, (খাওয়া), ঊর্ণু (গোপন করা) এই সাতটি একস্বর বা হলাদি না হলেও এদের উত্তর যঙ্ হয়। যথা —
- পুনঃ পুনঃ অটতি = অটাট্যতে
- পুনঃ পুনঃ অশ্নাতি = অশাশ্যতে
4) নিত্যং কৌটিল্যে গতৌ অর্থাৎ আঁকাবাঁকা ভাবে গমন বোঝাতে গমনার্থক ধাতুর উত্তর বক্র বা কুটিল গতি বোঝাতে যঙ্ হয়। যথা —
- বক্রং গচ্ছতি = জঙ্গম্যতে ( গম্ + যঙ্ + লট্ তে )
- কুটিলং ব্রজতি = বাব্রজ্যতে
- কুটিলং ক্রামতি = চঙক্রম্যতে
5) লুপ-সদ-চর-জপ-জভ-দহ-দশ-গৃভ্যো ভাবগর্হায়াম্ অর্থাৎ নিন্দিত বা গর্হিত ভাবে অর্থাৎ খুব খারাপভাবে কাজ সম্পন্ন হলে লুপ্ (হারানো), সদ্ (গমন করা), চর্(যাওয়া), জপ্, জভ্, দহ্ (দগ্ধ করা), দনশ্ (দংশন করা) ও গৃ আটটি ধাতুর উত্তর যঙ্ হয়। যথা —
- গর্হিতং লুম্পতি = লোলুপ্যতে
- কুৎসিতং সীদতি = সাসদ্যতে
- গর্হিত চরতি = চঞ্চূর্যতে
- গর্হিতং জপতি = জঞ্জপ্যতে
- গর্হিতং জভতি = জঞ্জভ্যতে
- গর্হিতং দহতি = দন্দহ্যতে
- গর্হিতং দশতি = দন্দশ্যতে
- কুৎসিতং গিরতি গিলতি বা = জেগিল্যতে
অনুরূপ পাঠ
একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।
- ক্ত ও ক্তবতু প্রত্যয়👈
- ক্ত্বাচ্ ও ল্যপ্ প্রত্যয়👈
- তুমুন্ প্রত্যয়👈
- শতৃ ও শানচ্ প্রত্যয়👈
- কৃত্য প্রত্যয়👈
- সন্ প্রত্যয় 👈
যঙ্ প্রত্যয় সম্পর্কে জিজ্ঞাস্য
1)কোন্ অর্থে ধাতুর সঙ্গে যঙ্ প্রত্যয় হয়?
2) যঙন্ত ধাতু কোন্ পদী হয়?
3) পঠ্ ধাতুর সঙ্গে যঙ্ প্রত্যয় করলে কোন্ পদী হয়?
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈