সংস্কৃত ধাতুরূপ চি বিষয়ক আলোচনা। এটি একটি স্বাদিগণীয় উভয়পদী ধাতু। পরস্মৈপদী ও আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ চি বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। চি ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য চি ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ চি বিষয়ে উপস্থাপন।
চি ধাতু
সংস্কৃত ধাতুরূপ চি এর কয়েকটি কথা।
ধাতুরূপ | চি |
বিভক্তি বিভাগ | উভয়পদী |
ধাতু বিভাগ | স্বাদিগণীয় |
অর্থ | সংগ্রহ করা, To collect |
ধাতুরূপ চি (বাংলা হরফে)
চি ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ (বর্তমান কাল)
বাংলা হরফে চি ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিনোতি | চিনোষি | চিনোমি |
দ্বিবচন | চিনুতঃ | চিনুথঃ | চিনুবঃ, চিন্বঃ |
বহুবচন | চিন্বন্তি | চিনুথ | চিনুমঃ, চিন্মঃ |
বাংলা হরফে চি ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিনুতে | চিনুষে | চিন্বে |
দ্বিবচন | চিন্বাতে | চিন্বাথে | চিনুবহে. চিন্বহে |
বহুবচন | চিন্বতে | চিনুধ্বে | চিনুমহে, চিন্মহে |
লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)
বাংলা হরফে চি ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিনোতু | চিনু | চিনবানি |
দ্বিবচন | চিনুতাম্ | চিনুতম্ | চিনবাব |
বহুবচন | চিন্বন্তু | চিনুত | চিনবাম |
বাংলা হরফে চি ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিনুতাম্ | চিনুষ্ব | চিনবৈ |
দ্বিবচন | চিন্বাতাম্ | চিন্বাথাম্ | চিনবাবহৈ |
বহুবচন | চিন্বতাম্ | চিনুধ্বম্ | চিনবামহৈ |
লঙ্ (অতীতকাল)
বাংলা হরফে চি ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অচিনোৎ | অচিনোঃ | অচিনবম্ |
দ্বিবচন | অচিনুতাম্ | অচিনুতম্ | অচিনুব, অচিন্ব |
বহুবচন | অচিন্বন্ | অচিনুত | অচিনুম, অচিন্ম |
বাংলা হরফে চি ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অচিনুত | অচিনুথাঃ | অচিন্বি |
দ্বিবচন | অচিন্বাতাম্ | অচিন্বাথাম্ | অচিনুবহি, অচিন্বহি |
বহুবচন | অচিন্বত | অচিনুধ্বম্ | অচিনুমহি, অচিন্মহি |
বিধিলিঙ্ (উচিত অর্থে)
বাংলা হরফে চি ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিনুয়াৎ | চিনুয়াঃ | চিনুয়াম্ |
দ্বিবচন | চিনুয়াতাম্ | চিনুয়াতম্ | চিনুয়াব |
বহুবচন | চিনুয়ুঃ | চিনুয়াত | চিনুয়াম |
বাংলা হরফে চি ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিন্বীত | চিন্বীথাঃ | চিন্বীয় |
দ্বিবচন | চিন্বীয়াতাম্ | চিন্বীয়াথাম্ | চিন্বীবহি |
বহুবচন | চিন্বীরন্ | চিন্বীধ্বম্ | চিন্বীমহি |
লৃট্ (ভবিষ্যৎ কাল)
বাংলা হরফে চি ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চেষ্যতি | চেষ্যসি | চেষ্যামি |
দ্বিবচন | চেষ্যতঃ | চেষ্যথঃ | চেষ্যাবঃ |
বহুবচন | চেষ্যন্তি | চেষ্যথ | চেষ্যামঃ |
বাংলা হরফে চি ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চেষ্যতে | চেষ্যসে | চেহীষ্যে |
দ্বিবচন | চেষ্যেতে | চেষ্যেথে | চেষ্যাবহে |
বহুবচন | চেষ্যন্তে | চেষ্যধ্বে | চেষ্যামহে |
লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)
বাংলা হরফে চি ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিকায়, চিচায় | চিকয়িথ-চিকেথ, চিচয়িথ-চিচেথ | চিকায়, চিচায় |
দ্বিবচন | চিক্যতুঃ, চিচ্যতুঃ | চিক্যথুঃ, চিচ্যথুঃ | চিক্যিব, চিচ্যিব |
বহুবচন | চিক্যুঃ, চিচ্যুঃ | চিক্য, চিচ্য | চিক্যিম, চিচ্যিম |
বাংলা হরফে চি ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | চিক্যে, চিচ্যে | চিক্যিষে, চিচ্যিষে | চিক্যে, চিচ্যে |
দ্বিবচন | চিক্যাতে, চিচ্যাতে | চিক্যাথে, চিচ্যাথে | চিক্যিবহে, চিচ্যিবহে |
বহুবচন | চিক্যিরে, চিচ্যিরে | চিক্যিধ্বে, চিচ্যিধ্বে | চিক্যিমহে, চিচ্যিমহে |
চি ধাতু থেকে জিজ্ঞাস্য
উত্তর- চিনু, চিনুষ্ব।
উত্তর- চেষ্যামঃ, চেষ্যামহে।
উত্তর- কথং ত্বং পুষ্পানি চিনোষি।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈