সংস্কৃত ধাতুরূপ বন্ধ্

সংস্কৃত ধাতুরূপ বন্ধ্ বিষয়ক আলোচনা। এটি একটি ক্র্যাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ বন্ধ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। বন্ধ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য বন্ধ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ বন্ধ্

ধাতুরূপ বন্ধ্

সংস্কৃত ধাতুরূপ বন্ধ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপবন্ধ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগক্র্যাদিগণীয়
অর্থবাঁধা, To bind, to tie

ধাতুরূপ বন্ধ্ (বাংলা হরফে)

বন্ধ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বাংলা হরফে চি ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবধ্নাতিবধ্নাসিবধ্নামি
দ্বিবচনবধ্নীতঃবধ্নীথঃবধ্নাবঃ
বহুবচনবধ্নন্তিবধ্নীথবধ্নামঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে চি ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবধ্নাতুবধানবধ্নানি
দ্বিবচনবধ্নীতাম্বধ্নীতম্বধ্নাব
বহুবচনবধ্নন্তুবধ্নীতবধ্নাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে চি ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅবধ্নাৎঅবধ্নাঃঅবধ্নাম্
দ্বিবচনঅবধ্নীতাম্অবধ্নীতম্অবধ্নীব
বহুবচনঅবধ্নন্অবধ্নীতঅবধ্নীম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে চি ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবধ্নীয়াৎবধ্নীয়াঃবধ্নীয়াম্
দ্বিবচনবধ্নীয়াতাম্বধ্নীয়াতম্বধ্নীয়াব
বহুবচনবধ্নীয়ুঃবধ্নীয়াতবধ্নীয়াম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে চি ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভন্ৎস্যতিভন্ৎস্যসিভন্ৎস্যামি
দ্বিবচনভন্ৎস্যতঃভন্ৎস্যথঃভন্ৎস্যাবঃ
বহুবচনভন্ৎস্যন্তিভন্ৎস্যথভন্ৎস্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে চি ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনববন্ধববন্ধিথববন্ধ
দ্বিবচনববন্ধতুঃববন্ধথুঃববন্ধিব
বহুবচনববন্ধুঃববন্ধববন্ধিম

धातुरूप वन्ध् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप वन्ध्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवध्नातिवध्नासिवध्नामि
वहुवचनवध्नीतःवध्नीथःवध्नीवः
द्विवचनवध्नन्तिवध्नीथवध्नीमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवध्नातुवधानवध्नानि
वहुवचनवध्नीताम्वध्नीतम्वध्नाव
द्विवचनवध्नन्तुवध्नीतवध्नाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअवध्नात्अवध्नाःअवध्नाम्
वहुवचनअवध्नीताम्अवध्नीतम्अवध्नीव
द्विवचनअवध्नन्अवध्नीतअवध्नीम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवध्नीयात्वध्नीयाःवध्नीयाम्
वहुवचनवध्नीयाताम्वध्नीयातम्वध्नीयाव
द्विवचनवध्नीयुःवध्नीयातवध्नीयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभन्त्स्यतिभन्त्स्यसिभन्त्स्यामि
वहुवचनभन्त्स्यतःभन्त्स्यथःभन्त्स्यावः
द्विवचनभन्त्स्यन्तिभन्त्स्यथभन्त्स्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप वन्ध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनववन्धववन्धिथववन्ध
वहुवचनववन्धतुःववन्धथुःववन्धिव
द्विवचनववन्धुःववन्धववन्धिम
বন্ধ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) বন্ধ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- বধান।

2) বন্ধ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- ভন্ৎস্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন।

উত্তর- ভীমঃ দুঃশাসনস্য রক্তং অপিবত্।

4) বন্ধ্ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অবধ্নাঃ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment