সংস্কৃত ধাতুরূপ শক্

সংস্কৃত ধাতুরূপ শক্ বিষয়ক আলোচনা। এটি একটি স্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ শক্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। শক্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য শক্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ শক্ বিষয়ে উপস্থাপন। Shak dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ শক্

সংস্কৃত ধাতুরূপ শক্

ধাতুরূপশক্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগস্বাদিগণীয়
অর্থসমর্থ হওয়া, To be able

ধাতুরূপ শক্ (বাংলা হরফে)

শক্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে শক্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশক্নোতিশক্নোসিশক্নোমি
দ্বিবচনশক্নুতঃশক্নুথঃশক্নুবঃ
বহুবচনশক্নুবন্তিশক্নুথশক্নুমঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ শক্। বাংলা হরফে শক্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশক্নোতুশক্নুহিশক্নবানি
দ্বিবচনশক্নুতাম্শক্নুতম্শক্নবাব
বহুবচনশক্নুবন্তুশক্নুতশক্নবাম

লঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ শক্। বাংলা হরফে শক্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশক্নোত্অশক্নোঃঅশক্নবম্
দ্বিবচনঅশক্নুতাম্অশক্নুতম্অশক্নুব
বহুবচনঅশক্নুবন্অশক্নুতঅশক্নুম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ শক্। বাংলা হরফে শক্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশক্নুয়াত্শক্নুয়াঃশক্নুয়াম্
দ্বিবচনশক্নুয়াতাম্শক্নুয়াতম্শক্নুয়াব
বহুবচনশক্নুয়ুঃশক্নুয়াতশক্নুয়াম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ শক্। বাংলা হরফে শক্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশক্ষ্যতিশক্ষ্যষিশক্ষ্যামি
দ্বিবচনশক্ষ্যতঃশক্ষ্যথঃশক্ষ্যাবঃ
বহুবচনশক্ষ্যন্তিশক্ষ্যথশক্ষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ শক্। বাংলা হরফে শক্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনশশাকশেকিথশশাক
দ্বিবচনশেকতুঃশেকথুঃশেকিব
বহুবচনশেকুঃশেকশেকিম

धातुरूप शक् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप शक्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशक्नोतिशक्नोसिशक्नोमि
वहुवचनशक्नुतःशक्नुथःशक्नुवः
द्विवचनशक्नुवन्तिशक्नुथशक्नुमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशक्नोतुशक्नुहिशक्नवानि
वहुवचनशक्नुताम्शक्नुतम्शक्नवाव
द्विवचनशक्नुवन्तुशक्नुतशक्नवाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअशक्नोत्अशक्नोःअशक्नवम्
वहुवचनअशक्नुताम्अशक्नुतम्अशक्नुव
द्विवचनअशक्नुवन्अशक्नुतअशक्नुम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशक्नुयात्शक्नुयाःशक्नुयाम्
वहुवचनशक्नुताम्शक्नुयातम्शक्नुयाव
द्विवचनशक्नुयुःशक्नुयातशक्नुयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशक्ष्यतिशक्ष्यषिशक्ष्यामि
वहुवचनशक्ष्यतःशक्ष्यथःशक्ष्यावः
द्विवचनशक्ष्यन्तिशक्ष्यथशक्ष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप शक्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनशशाकशेकिथशशाक
वहुवचनशेकतुःशेकथुःशेकिव
द्विवचनशेकुःशेकशेकिम
শক্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1) তুমি পড়তে পারো

উত্তর- ত্বং পঠিতুং শক্নোসি।

2) আমি খেতে পারি

উত্তর- অহম্ খাদিতুম্ শক্নোমি।

3) পাপী মানুষ সবসময় দুঃখ পায়

উত্তর- পাপিনঃ সদা দুঃখানি আপ্নুবন্তি।

শক্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) শক্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- শক্নুহি।

2) আপ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- শক্ষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – আপনি আপনার যোগ্য একটি পুত্র পেতে পারেন।

উত্তর- আত্মনোঃঅনুরূপং পুত্রম্ আপ্নুহি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment