সংস্কৃত ব্যঞ্জনসন্ধি

এই অধ্যায়ে আমরা শিখব সংস্কৃত ব্যঞ্জনসন্ধি । সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। একাদশ, দ্বাদশ শ্রেণী , স্নাতক , স্নাতকোত্তর শিক্ষার্থী ছাড়াও WBSSC এর SLST পরীক্ষার্থীদের ব্যঞ্জনসন্ধি অনুশীলন করতে হবে ।

আমরা জানব ব্যঞ্জনসন্ধি কাকে বলে, ব্যঞ্জনসন্ধির বিভিন্ন নিয়ম ও সূত্র। এখানে আপনাদের সাহায্যার্থে ব্যঞ্জনসন্ধির পুরো বিষয়টিকে খুব সহজভাবে তুলে ধরতে চাইছি, যাতে খুব সহজে আপনাদের বোধগম্য হয়। সংস্কৃত ব্যঞ্জনসন্ধি একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

ব্যঞ্জনসন্ধি কাকে বলে

সংস্কৃত ব্যঞ্জনসন্ধি । ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বাঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয়ে থাকে, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। অর্থাৎ

  • পূর্বপদের অন্তিম ব্যঞ্জনধ্বনির সঙ্গে পরপদের আদি ব্যঞ্জনধ্বনির, ব্যঞ্জনসন্ধি হয়। যথা— রাজ্ + না = রাজ্ঞা, এখানে জ্-এর পর ন্ থাকায় ঐ ন্ স্থানে ঞ্ হয়েছে।
  • পূর্বপদের অন্তিম ব্যঞ্জনধ্বনির সঙ্গে পরপদের আদি স্বরধ্বনির, ব্যঞ্জনসন্ধি হয়। যথা— ণিচ্ + অন্তঃ = নিজন্তঃ, এখানে স্বরবর্ণ পরে থাকায় পদের অন্তস্থিত চ্ স্থানে জ্ হয়েছে।
  • পূর্বপদের অন্তিম স্বরধ্বনির সঙ্গে পরপদের আদি ব্যঞ্জনধ্বনির, ব্যঞ্জনসন্ধি হয়। যথা— পরি + ছেদঃ = পরিচ্ছেদঃ, এখানে হ্রস্বস্বরের পরে ছ্ থাকায় পূর্ববর্তী হ্রস্বস্বরের পর চ্-এর আগম হয়েছে এবং চ্ ও ছ্ মিলে চ্ছ্ হয়ে এ-কারের যোগ হয়েছে।
সন্ধি বিচ্ছেদ পদসন্ধিবদ্ধ প
দিক্ + অন্তঃদিগন্তঃ
মহৎ + চক্রম্মহচ্চক্রম্
রাজ্ + নীরাজ্ঞী
প্রাক্ + এবপ্রাগেব
হসন্ + আগতঃহসন্নাগতঃ
ষট্ + আননঃষড়াননঃ

ব্যঞ্জনসন্ধির নিয়ম

সংস্কৃত ব্যঞ্জনসন্ধি । ব্যঞ্জনসন্ধির নিয়মগুলি ভেঙে ভেঙে আলোচনা করা হলো। বিভিন্ন ক্ষেত্রে তার উদাহরণগুলি দেওয়া হল।

1)ত্ ও দ্ এর পর চ্ কিংবা ছ্ থাকলে পূর্ববর্তী ত্ ও দ্ স্থানে চ্ হয়। যথা-

  • মহৎ + চরিত্রম্ = মহচ্চরিত্রম্
  • সৎ + চরিত্রম্ = সচ্চরিত্রম্
  • শরৎ + চন্দ্রঃ = শরচ্চন্দ্রঃ
  • চলৎ + চিত্রম্ = চলচ্চিত্রম্
  • বিপদ্ + চয়ঃ = বিপচ্চয়ঃ
  • অসৎ + চিন্তা = অসচ্চিন্তা
  • উৎ + চারণম্ = উচ্চারণম্
  • উৎ + ছেদঃ = উচ্ছেদঃ
  • মহৎ + ছত্রম্ = মহচ্ছত্রম্
  • তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ
  • এতদ্‌ + ছায়া = এতচ্ছায়া

2) ত্ ও দ্ এর পর জ্ ও ঝ্ থাকলে পূর্ববর্তী ত্ দ্ স্থানে জ্ হয়। যথা—

  • উৎ + জ্বলঃ = উজ্জ্বলঃ
  • যাবৎ + জীবনম্ = যাবজ্জীবনম্
  • তদ্‌ + জন্যঃ = তজ্জন্যঃ
  • বিপদ্ + জালম্ = বিপজ্জালম্
  • তদ্ + ঝঙ্কারঃ = তজ্ঝঙ্কারঃ
  • মহৎ + ঝঞ্জনম্ = মহজ্ঝঞ্জনম্
  • কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
  • তদ্ + ঝনৎকারঃ = তজ্ঝনৎকারঃ।

3) ন্ এর পর জ্ কিংবা ঝ্ থাকলে পূর্ববর্তী ন্ স্থানে ঞ্ হয়। যথা-

  • মহান্ + জয়ঃ = মহাঞ্জয়ঃ
  • ভবান্ + জীবতু = ভবাঞ্জীবতু
  • উদ্যন্ + ঝঙ্কারঃ = উদ্যজ্ঝঙ্কারঃ
  • গচ্ছন্ + ঝটিতি = গচ্ছঞ্ঝটিতি

4) পদের অন্তস্থিত ত্ কার কিংবা দ্-কারের পর শ্ থাকলে ত্ ও দ্ স্থানে চ্ এবং শ্ স্থানে ছ্ হয়। যথা-

  • তৎ + শৃণোতি = তচ্ছৃণোতি
  • তৎ + শ্রুত্বা = তচ্ছ্রুত্বা
  • চলৎ + শক্তিঃ = চলচ্ছক্তিঃ
  • উৎ + শ্বাসঃ = উচ্ছ্বাসঃ
  • উৎ + শৃঙ্খলঃ= উচ্ছৃঙ্খলঃ
  • মহৎ + শকটম্ = মহচ্ছকটম্
  • তদ্ + শরীরম্ = তচ্ছরীরম্
  • এতদ্ + শকাব্দীয়ম্ = এতচ্ছকাব্দীয়ম্

5) পদের অন্তস্থিত ন্-কারের পর শ থাকলে ন্ স্থানে ঞ্ এবং শ্ স্থানে বিকল্পে ছ্ হয়। যথা-

  • মহান্ + শব্দঃ = মহাঞ্শব্দঃ, মহাঞ্ছব্দঃ
  • ধাবন্ + শশঃ = ধাবঞ্শশঃ, ধাবঞ্ছশঃ
  • সন্ + শম্ভুঃ = সঞ্শম্ভু, সঞ্ছম্ভু

6) পদের অন্তস্থিত ত্-কার কিংবা দ্-কারের পর হ্ থাকলে ত্ ও দ্ স্থানে দ্ এবং হ্ স্থানে বিকল্পে ধ্ হয়। যথা—

  • উৎ + হতঃ = উদ্ধতঃ
  • উৎ + হৃতম্ = উদ্ধৃতম্
  • উৎ + হারঃ = উদ্ধারঃ
  • বিপদ্ + হেতুঃ = বিপদ্ধেতুঃ
  • তদ্ + হেয়ম্ = তদ্ধেয়ম্

7) চ্ কিংবা জ্-এর পর ন্ থাকলে ঐ ন্ স্থানে ঞ্ হয়। যথা—

  • যাচ্ + না = যাচ্ঞা
  • রাজ্ + নী = রাজ্ঞী
  • রাজ্ + না = রাজ্ঞা
  • যজ্ + নঃ = যজ্ঞঃ

8) ট্ কিংবা ঠ্ পরে থাকলে পূর্ববর্তী ত্ ও দ্ স্থানে ট্ হয়। যথা—

  • তদ্ + টীকা = তট্টীকা
  • সৎ + ঠক্কুরঃ = সট্ঠকুরঃ
  • তদ্ + ঠক্কুরঃ = তট্ঠক্কুরঃ
  • এতদ্ + ঠক্কুরঃ = এতট্ঠক্কুরঃ

9) ড্ কিংবা ঢ্ পরে থাকলে পূর্ববর্তী ত্ ও দ্ স্থানে ড্ হয়। যথা—

  • উৎ + ডীনঃ = উড্ডীনঃ
  • বৃহৎ + ঢক্কা = বৃহড্ঢক্কা
  • উৎ + ঢৌকতে = উড্ঢৌকতে
  • তদ্ + ডমরুঃ=তড্ডমরুঃ
  • এতদ্ + ঢালম্ = এতড্ঢালম্

10) ড্ কিংবা ঢ্ পরে থাকলে পূর্ববর্তী ন্ স্থানে ণ্ হয়। যথা—

  • মহান্ + ডামরঃ = মহাণ্ডামরঃ
  • নদন্ + ঢক্কাম্ = নদণ্ঢক্কাম্
  • রাজন্ + ঢৌকসে = রাজণ্ঢৌকসে

11) ল্ পরে থাকলে পূর্ববর্তী ত্, দ্ ও ন্ স্থানে ল্ হয়। আর ন্-কার স্থানে ল্-কার হলে পূর্বস্বর চন্দ্রবিন্দুযুক্ত হয়। যথা—

  • উৎ + লেখঃ = উল্লেখঃ
  • বৃহৎ + ললাটম্ = বৃহল্ললাটম্
  • উৎ + লাসঃ = উল্লাসঃ
  • উৎ + লঙ্ঘনম্ = উল্লঙ্ঘনম্
  • তদ্ + লীলা = তল্লীলা
  • তদ্ + লাভঃ = তল্লাভঃ
  • মহান্ + লাভঃ = মহাঁল্লাভঃ
  • বিদ্বান্ + লিখতি = বিদ্বাঁল্লিখতি
  • ভবান্ + লভতে = ভবাঁল্লভতে

12) স্বরবর্ণ পরে থাকলে পদের অন্তস্থিত হ্রস্বস্বরের পরবর্তী ন্-কারের দ্বিত্ব হয়। যথা—

  • ধাবন্ + অশ্বঃ = ধাবন্নশ্বঃ
  • ধাবন্ + আগচ্ছতি = ধাবন্নাগচ্ছতি
  • চিন্তয়ন্ + ইহ = চিন্তয়ন্নিহ
  • হসন্ + আগচ্ছতি = হসন্নাগচ্ছতি
  • হসন্ + আগত = হসন্নাগতঃ
  • হসন্ + আহ = হসন্নাহ
  • স্মরণ্ + উবাচ = স্মরন্নুবাচ

কিন্তু, ন্ দীর্ঘস্বরের পরে থাকলে তার দ্বিত্ব হয় না। যথা-

  • মহান্ + আগ্রহঃ = মহানাগ্রহঃ
  • মহান্ + অনুগ্রহ = মহাননুগ্রহঃ
  • কবীন্ + আহ্বয় = কবীনাহ্বয়

13) চ্ কিংবা ছ্ পরে থাকলে পদের অন্তস্থিত ন্ স্থানে ং হয় এবং চ্ ও ছ্ স্থানে শ্চ্ ও শ্ছ্ হয়। যথা—

  • হসন্ + চলতি = হসংশ্চলতি
  • প্রাণান্ + চ = প্রাণাংশ্চ
  • ধাবন্ + ছাগঃ = ধাবংশ্ছাগঃ

14) ট্ কিংবা ঠ্ পরে থাকলে পদের অন্তস্থিত ন্ স্থানে ং হয় এবং ট্ ও ঠ্ স্থানে যথাক্রমে ষ্ট ও ষ্ঠ হয়। যথা—

  • চলন্ + টলতি = চলংষ্টলতি
  • চলন্ + টিট্টিভঃ = চলংষ্টিট্টিভঃ
  • মহান্ + ঠক্কুরঃ = মহাংষ্ঠক্কুরঃ

15) ত্ কিংবা থ্ পরে থাকলে পদের অন্তস্থিত ন্ স্থানে ং হয় এবং ত্ ও থ স্থানে যথাক্রমে স্ত ও স্থ হয়। যথা—

  • পতন্ + তরু = পতংস্তরুঃ
  • তান্ + তান্ = তাংস্তান্
  • ক্ষিপন্ + থুৎকারঃ = ক্ষিপংস্থুৎকারঃ

16) ত্ পরে থাকলে পদমধ্যস্থিত ম্ স্থানে ন্ হয়। যথা—

  • গম্ +তা=গন্তা
  • শাম্+তঃ=শান্তঃ
  • গম্ + তব্যঃ=গস্তব্যঃ

১৭। অন্তঃস্থ বর্ণ (য র ল ব) কিংবা উষ্মবর্ণ (শ্ স্ স্ হ্) পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে ং অনুস্বার হয়। যথা—

  • তীর্থম্ +যাতি = তীর্থং যাতি
  • করুণম্ + রোদিতি = করুণং রোদিতি
  • বিদ্যাম্ + লভতে=বিদ্যাং লভতে
  • শয্যায়াম্ + শেতে = শয্যায়াং শেতে
  • কষ্টম্ + সহতে = কষ্টং সহতে
  • মধুরম্ + হসতি= মধুরং হসতি
  • সম্ +শয়ঃ = সংশষঃ

18) স্পর্শবর্ণ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে ং অনুস্বার হয় অথবা যে বর্গের বর্ণ পরে থাকে, বিকল্পে সেই বর্গের পঞ্চম বর্ণ হয়। যথা—

  • কিম্ + করোসি = কিং করোষি, কিঙ্করোষি
  • গৃহম্ + গচ্ছ = গৃহং গচ্ছ, গৃহঙ্গচ্ছ।

19) ) হ্রস্বস্বরের পরে ছ্ থাকলে পূর্ববর্তী হ্রস্বস্বরের পর চ্-এর আগম হয় এবং চ্ ও ছ্ মিলে চ্ছ্ হয়। যথা—

  • পরি+ছদঃ=পরিচ্ছদঃ
  • বি+ ছেদঃ=বিচ্ছেদ
  • বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া
  • পূর্ণ + ছেদঃ=পূর্ণচ্ছেদঃ
  • পরি + ছেদঃ =পরিচ্ছেদঃ
  • গৃহ + ছিদ্রম্ = গৃহচ্ছিদ্র।

20) স্বরবর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ বর্ণ অথবা য্ র্ ল্ ব্ হ্ পরে থাকলে পদের অন্তস্থিত ক্ স্থানে গ্, চ্ স্থানে জ্, ট্ স্থানে ড্ এবং প্ স্থানে ব্ হয়। যথা—

  • দিক্ + অন্তঃ = দিগন্তঃ
  • বাক্‌+ঈশঃ = বাগীশঃ
  • বাক্+আড়ম্বরঃ = বাগাড়ম্বরঃ
  • দিক্‌ + গজঃ = দিগ্গজঃ
  • বাক্ + জালম্ = বাগ্‌জালম্
  • দিক্ + ভাগঃ = দিগ্‌ভাগঃ
  • ধিক্ +যাচকম্ = ধিগ্যাচকম্
  • বাক্ + রোধঃ = বাগ্রোধঃ
  • সম্যক্‌ + বদতি = সমাগবদতি
  • ধিক্ + লোভিনম্ = ধিগ্লোভিনম্
  • দিক্‌ + হস্তী = দিগ্হস্তী
  • ণিচ্ + অন্তঃ = নিজন্তঃ
  • ষট্ + আননঃ = ষড়াননঃ
  • অপ্ + ঘট = অব্ঘটঃ
  • অপ + জম্ = অব্জম্
  • প্রাক্ + এর = প্রাগেব
  • বাক্‌ + দত্তা = বাগ্দত্তা

21) ন্ কিংবা ম্ পরে থাকলে পদের অন্তস্থিত বর্গের প্রথম বর্ণ স্থানে সেই বর্গের পঞ্চম বর্ণ কিংবা বিকল্পে তৃতীয় বর্ণ হয়। যথা—

  • দিক্‌ + নাগঃ = দিঙ্নাগঃ, দিগ্নাগঃ
  • জগৎ+নাথঃ = জগন্নাথঃ, জগনাথঃ
  • প্রাক্ + মুখঃ = প্রাঙ্মুখঃ, প্রাগ্মুখঃ
  • ভবৎ+ মতম্ = ভন্মতম্, ভবদ্মতম্

কিন্তু ‘মাত্র’ শব্দ এবং ‘ময়ট্’ প্রত্যয় পরে থাকলে কেবল সেই বর্গের পঞ্চম বর্ণই হয়, তৃতীয় বর্ণ হয় না। যথা—

  • চিৎ + ময়ঃ = চিন্ময়ঃ
  • বাক্ + ময়ঃ = বাঙ্ময়ঃ
  • মৃৎ + ময়ঃ = মৃন্ময়ঃ
  • অপ্ + মাত্রম্ = অম্মআত্রম্

22) উৎ উপসর্গের পরস্থিত স্থা ও স্তম্ভ্ ধাতুর দন্ত্য স্-এর লোপ হয়। যথা —

  • উৎ+ স্থানম্ =উত্থানম্
  • উৎ+স্তম্ভনম্=উত্তস্তনম্

24) ত্-কার ও দ্-কারের পরে স্বরবর্ণ অথবা গ্ দ্ ধ্ ব্ ভ্ য্ র্ ব্ পরে থাকলে পদের অন্তস্থিত ত্ স্থানে স্ হয়। যথা —

  • জগৎ + অন্তঃ = জগদন্তঃ
  • জগৎ + ইন্দ্রঃ=জগদিন্দ্রঃ
  • জগৎ + আদিঃ= জগদাদিঃ
  • জগৎ + ঈশঃ = জগদীশঃ
  • ভবৎ + উক্তম্ = ভবদুক্তম্
  • জগৎ + এতদ্ = জগদেতদ্
  • মহৎ + ঐশ্বর্যম = মহদৈশ্বর্যম্
  • মহৎ + ঘটঃ = মহদ্ঘটঃ
  • বৃহৎ + গহনম্ = বৃহদ্গহনম্
  • ভবৎ + দর্শনম্ = ভবদ্দর্শনম্
  • মহৎ + ধনুঃ = মহদ্ধনুঃ
  • জগৎ + বন্ধুঃ = জগদ্বন্ধুঃ
  • মহৎ + ভয়ম = মহদ্ভয়ম্
  • উৎ+ যোগঃ=উদ্‌যোগঃ (উদ্যোগঃ)
  • বৃহৎ + রথঃ = বৃহদ্রথঃ
  • মহৎ + বনম্ = মহদ্বনম্

25) তৎ ও বৃহৎ শব্দের পর ‘কর’ বা ‘পতি’ শব্দ থাকলে এবং যথাক্রমে ‘চোর’ ও ‘দেবতা’ অর্থ বোঝালে ত্-কারের লোপ হয় এবং স্-কারের আগম হয়। যথা —

  • তৎ + করঃ = তস্করঃ
  • বৃহৎ + পতি = বৃহস্পতি

26) ‘পদ’ শব্দ পরে থাকলে ‘আ’ ও ‘গো’ শব্দের পর স্-কারের আগম হয়। যথা —

  • গো + পদম্ = গোষ্পদম্
  • আ + পদম্ = আস্পদম্

27) সম্- এর পর কৃ-ধাতু নিষ্পন্ন শব্দ থাকলে ম-স্থানে ং এবং স্ বর্ণের আগম ঘটে। যথা —

  • সম্ + কৃতঃ = সংস্কৃতঃ
  • সম্ + কারঃ = সংস্কারঃ
  • সম্ + কৃতিঃ = সংস্কৃতিঃ

অনুরূপ পাঠ

নিম্নলিখিত বিষয়গুলি জানতে Link এ click করুন।

ব্যঞ্জনসন্ধি থেকে জিজ্ঞাস্য
1) তচ্ছরীরম্ পদের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে ?

তৎ + শরীরম্ ।

2)বাক্ + ময়ম্ = ?

বাঙ্ময়ম্।

3) সৃষ্টিঃ পদের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে ?

সৃষ্ + তি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment