কর্মযোগ MCQ প্রশ্নোত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় কর্মযোগ MCQ প্রশ্নোত্তর । উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের MCQ এবং SAQ প্রশ্নের উত্তর করতে হয়। আমরা এখানে শুধুমাত্র SAQ প্রশ্নোত্তর আলোচনা করব। SAQ গুলো ঠিকঠাক করলেই MCQ র উত্তর করতে পারবে। কর্মযোগ SAQ নিম্নে দেওয়া হল। উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের Suggestive প্রশ্নগুলির মধ্যে এগুলি গুরুত্বপূর্ণ।

শ্রীমদ্ভগবদ্গীতা মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত। এই মহাভারত গ্রন্থের ভীষ্মপর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত মোট আঠারোটি অধ্যায়ে বিবৃত অংশই পৃথকভাবে শ্রীমদ্ভগবদ্গীতা নামে চিহ্নিত হয়েছে। এই শ্রীমদ্ভগবদ্গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের নির্বাচিত এগারোটি শ্লোক পাঠ্যাংশরূপে গৃহীত হয়েছে।

কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ঋষি পরাশর ও দাসরাজ কন্যা সত্যবতীর পুত্র। যমুনানদীতে খেয়া নৌকার ভিতর পরাশর মুনি সত্যবতীর সাথে মিলিত হলে, সত্যবতী গর্ভবতী হন। পরে যমুনার একটি দ্বীপে তার জন্ম হয়। যমুনার দ্বীপে জন্মগ্রহণ করেন বলে এর নাম হয় দ্বৈপায়ন। এঁর গায়ের বর্ণ কালো ছিল বলে, পুরো নাম দাঁড়ায় কৃষ্ণ-দ্বৈপায়ন। তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। এই কারণে ইনি বেদব্যাস বা ‘ব্যাস’ নামে পরিচিত হন। মহর্ষি বেদব্যাস বেদ রচনা করেননি বরং বেদকে শুধু লিপিবদ্ধ করেছেন এবং চার ভাগে বিভক্ত করেছেন।

শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীকৃয়ের মুখনিঃসৃত বাণী। এই বাণীর পরিপ্রেক্ষিতটি হল-কুরুক্ষেত্রের রণভূমিতে কুরু-পাণ্ডবগণ স্বপক্ষের রাজন্য ও সৈন্যদের নিয়ে যখন উপস্থিত হয়েছেন, তখন অর্জুন সমস্ত প্রতিপক্ষকে দেখার জন্য রণাঙ্গনের মধ্যস্থলে এলেন। কিন্তু প্রতিপক্ষের সকলেই তাঁর আত্মীয়স্বজন, তাঁদের ওপর তিনি অস্ত্র প্রয়োগ করতে পারবেন না-এই কথা বলে তিনি অস্ত্রত্যাগ করে অবসন্ন দেহে রথের ওপরেই বসে পড়লেন। এই সময় শ্রীকৃয় তাঁকে যুদ্ধে প্রবৃত্ত করার জন্য যে সমস্ত সারগর্ভ উপদেশ দিয়েছিলেন-তারই সংকলন হল ‘শ্রীমদ্ভগবদ্গীতা’।

কর্মযোগ পদ্যাংশটি মহর্ষি ব্যাসদেব রচিত। মহাভারতের ভীষ্মপর্বের ২৫তম অধ্যায় থেকে ৪২তম অধ্যায় পর্যন্ত মোট ১৮টি অধ্যায়ে বর্ণিত অংশই শ্রীমদ্ভগবদ্গীতা। শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে ১১টি শ্লোক পদ্যাংশরূ গৃহীত। কর্মযোগ MCQ প্রশ্নোত্তর ।

পাঠ্যাংশের নামকর্মযোগঃ
রচনামহর্ষি ব্যাসদেব
উৎস গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা
মূল গ্রন্থ মহাভারত

কর্মযোগ SAQ প্রশ্নোত্তর

প্রশ্নপত্রে যেহেতু সংস্কৃত ভাষার বাক্য বা শব্দগুলো দেবনাগরী হরফে থাকে, তাই সেগুলো দেবনাগরী হরফেই লিখলাম। কর্মযোগ SAQ নিচে দেওয়া হল।

1)”श्रीमद्भगवद्गीता”র রচয়িতা কে?
উত্তর– “श्रीमद्भगवद्गीता”র রচয়িতা হলেন ব্যাসদেব।

2) “श्रीमद्भगवद्गीता” কোন্ গ্রন্থের অংশ?
উত্তর– “श्रीमद्भगवद्गीता” মহাভারতের অংশ।

3) মহাভারতে কয়টি পর্ব আছে?

উত্তর– মহাভারতে আঠারোটি পর্ব আছে।

4) “श्रीमद्भगवद्गीता” মহাভারতের কোন্ পর্বে আছে?
উত্তর– “श्रीमद्भगवद्गीता” মহাভারতের ভীষ্মপর্বে পর্বে আছে।

5) “श्रीमद्भगवद्गीता”য় মোট কটি শ্লোক আছে?
উত্তর– “श्रीमद्भगवद्गीता”য় মোট কটি শ্লোক 700 টি আছে।

6) “श्रीमद्भगवद्गीता” য় কতগুলি অধ্যায় আছে?
উত্তর– “श्रीमद्भगवद्गीता” য় কতগুলি অধ্যায় আছে আঠারোটি।

7) “कर्मयोग” ভগবদ্গীতার কোন্ অধ্যায়ে আছে?
উত্তর– “कर्मयोग” ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে আছে।

8) “श्रीमद्भगवद्गीता” র উপদেশ কে, কার উদ্দেশ্যে করেছেন?
উত্তর– “श्रीमद्भगवद्गीता” র উপদেশ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সখা অর্জুনের উদ্দেশ্যে করেছেন।

9) পার্থ কে?
উত্তর– পার্থ হলেন অর্জুন।

10) নৈষ্কর্ম কী?
উত্তর– যথাবিহিত কর্মের মধ্য দিয়ে মোক্ষলাভকেই নৈষ্কর্ম বলা হয়েছে।

11) শূন্যস্থান পূরণ করো

कर्मणैव हि संसिद्धिमास्थिता—————।
উত্তর– কর্মেণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয়ঃ।

12) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন?
উত্তর–  নিষ্কাম কর্মের দ্বারা রাজা জনক মোক্ষলাভ করেছেন।

13) জনক কে?
উত্তর– মিথিলার রাজা ছিলেন জনক। তিনি সাংখ্য মতবাদের সমর্থক হয়েও কর্মত্যাগ করেননি।

14) কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি?
উত্তর– কর্মেন্দ্রিয় পাঁচটি। যেমন – বাক্, পাণি, পায়ু, পাদ ও উপস্থ।

15) জ্ঞানেন্দ্রিয় কয়টি ও কি কি?
উত্তর– জ্ঞানেন্দ্রিয় পাঁচটি। যথা – চক্ষু, কর্ণ, নাশিকা, জিহ্বা এবং ত্বক।

16) লোকসংগ্রহ কথার অর্থ কি?
উত্তর– লোকসংগ্রহ মানে মানুষের বিপথগামী প্রবৃত্তিকে বাধা দেওয়া।

17) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর– কাম ও ক্রোধ রজোগুণ থেকে উৎপন্ন হয়।

18) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই?
উত্তর– ত্রিলোকে শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য নেই।

19) “प्रकृतजैः गुणैः ” – প্রকৃতিজ গুণ কয়টি ও কি কি?
উত্তর– প্রকৃতিজ গুণ তিনটি। যথা – সত্ত্বঃ, রজঃ এবং তমঃ।

20) নিম্নলিখিত শব্দগুলির অর্থ লেখ

শব্দদেবনাগরী
হরফে
অর্থ
সন্যসনसन्यसनকর্মত্যাগ
সিদ্ধিसिद्धिনৈষ্কর্মসিদ্ধি
ইন্দ্রিয়ার্থঃइन्द्रियार्थःইন্দ্রিয়গ্রাহ্য বিষয়
মিথ্যাচারঃमिथ्याचारःমিথ্যাচারী
জ্যায়ঃज्यायःশ্রেষ্ঠ
অসক্তঃअसक्तःনিরাসক্ত
অনুসূয়ন্তঃअनुसूयन्तःদ্বেষবর্জিত
অশ্নুতেअश्नुतेউপভোগ করে

SAQ প্রশ্নোত্তরের অনুরূপ পাঠ

নিম্নলিখিত পাঠ্যাংশগুলির SAQ গুলি জানতে link এ click করুন

ধন্যবাদ

কর্মযোগ MCQ প্রশ্নোত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment