সংস্কৃত শব্দরূপ ফল

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ ফল । সংস্কৃত শব্দরূপ ফল বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। ফল শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ফল শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ ফল বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। ফল শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপফল
শব্দভেদঅ-কারান্ত
লিঙ্গভেদক্লীবলিঙ্গ
অর্থফল

শব্দরূপ ফল

ফল শব্দরূপ অনুশীলন করলে অ-কারান্ত সমস্ত ক্লীবলিঙ্গ শব্দগুলি কন্ঠস্থ থাকবে।

সংস্কৃত শব্দরূপ ফল (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ ফল বাংলা হরফে দেওয়া হল। সমস্ত ক্লীবলিঙ্গ শব্দের প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির রূপ একই হয়।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাফলম্ফলেফলানি
দ্বিতীয়াফলম্ফলেফলানি
তৃতীয়াফলেনফলাভ্যাম্ফলৈঃ
চতুর্থীফলায়ফলাভ্যাম্ফলেভ্যঃ
পঞ্চমীফলাৎফলাভ্যাম্ফলেভ্যঃ
ষষ্ঠীফলস্যফলয়োঃফলানাম্
সপ্তমীফলেফলয়োঃফলেষু
সম্বোধনফলফলেফলানি

ফল শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ ফল শব্দের রূপ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाफलम्फलेफलानि
द्वतीयाफलम्फलेफलानि
तृतीयाफलेनफलाभ्याम्फलैः
चतुर्थीफलायफलाभ्याम्फलेभ्यः
पञचमीफलात्फलाभ्याम्फलेभ्यः
षष्ठीफलस्यफलयोःफलानाम्
सप्तमीफलेफलयोःफलेषु
सम्वोधनफलफलेफलानि

ফল শব্দরূপের বাংলায় অর্থ

ফল শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থ দেওয়া হল।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাফলম্
একটি ফল
ফলে
দুটি ফল
ফলানি
ফলগুলি
দ্বিতীয়াফলম্
একটি ফলকে
ফলে
দুটি ফলকে
ফলানি
ফলগুলিকে
তৃতীয়াফলেন
একটি ফল দ্বারা
ফলাভ্যাম্
দুটি ফল দ্বারা
ফলৈঃ
ফলগুলির দ্বারা
চতুর্থীফলায়
একটি ফলের জন্য
ফলাভ্যাম্
দুটি ফলের জন্য
ফলেভ্যঃ
ফলগুলির জন্য
পঞ্চমীফলাৎ
একটি ফল হতে
ফলাভ্যাম্
দুটি ফল হতে
ফলেভ্যঃ
ফলগুলি হতে
ষষ্ঠীফলস্য
একটি ফলের
ফলয়োঃ
দুটি ফলের
ফলানাম্
ফলগুলির
সপ্তমীফলে
একটি ফলে
ফলয়োঃ
দুটি ফলে
ফলেষু
ফলগুলিতে
সম্বোধনফল
হে ফল
ফলে
হে ফল দুটি
ফলানি
হে ফলগুলি

ফল শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

ফল শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কনঠগত থাকবে। ফল শব্দ অনুশীলন করলে এই শব্দের অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে।

শব্দবাংলা অর্থ
অন্নভাত
পুষ্পফুল
জলজল
তৃণঘাস
কুসুমফুল
কলত্রস্ত্রী
গগনআকাশ
আকাশআকাশ
নেত্রচোখ
লোচনচোখ
নয়নচোখ
মিত্রবন্ধু, সখা
পুস্তকবই
গৃহবাড়ি
বস্ত্রকাপড়
পত্রপাতা
অপত্যসন্তান
পনস্কাঁঠাল

ফল শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) নতুন গৃহ।

উত্তর- নতুনং গৃহম্ ।

2)সাদা কাপড়।

উত্তর- শ্বেতং বস্ত্রম্।

3) পাকা ফলগুলি।

উত্তর-পক্বানি ফলানি।

4) জীর্ণ কাপড়গুলি ।

উত্তর- জীর্ণানি বস্ত্রাণি।

5) অর্জুনের সখা।

উত্তর- অর্জুনস্য মিত্রম্।

ফল শব্দ থেকে জিজ্ঞাস্য

1) ফল শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর– মিত্র ।

2) ফল শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর– ফলেষু ।

3) সংস্কৃতে অনুবাদ করো – বালিকাদের মনোহরণকারী বস্ত্রগুলি।

উত্তর– বালিকানাং মনোহরাণি বসনানি ।

4) ফল শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর– ফলেন ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment