সংস্কৃত শব্দরূপ ধাবৎ

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ ধাবৎ । সংস্কৃত শব্দরূপ ধাবৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। ধাবৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ধাবৎ শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ ধাবৎ বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। ধাবৎ শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে।

শব্দরূপধাবৎ
শব্দভেদঅৎ-প্রত্যয়ান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থদৌড়াচ্ছে এমন

সংস্কৃত শব্দরূপ ধাবৎ

ধাবৎ শব্দরূপ অনুশীলন করলে অৎ-প্রত্যয়ান্ত সমস্ত পুংলিঙ্গ শব্দগুলি কন্ঠস্থ থাকবে।

ধাবৎ শব্দরূপ (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ ধাবৎ বাংলা হরফে দেওয়া হল।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাধাবন্ধাবন্তৌধাবন্তঃ
দ্বিতীয়াধাবন্তম্ধাবন্তৌধাবতঃ
তৃতীয়াধাবতাধাবদ্ভ্যাম্ধাবদ্ভ্যিঃ
চতুর্থীধাবতেধাবদ্ভ্যাম্ধাবদ্ভ্যঃ
পঞ্চমীধাবতঃধাবদ্ভ্যাম্ধাবদ্ভ্যঃ
ষষ্ঠীধাবতঃধাবতোঃধাবতাম্
সপ্তমীধাবতিধাবতোঃধাবৎসু
সম্বোধনধাবন্ধাবন্তৌধাবন্তঃ

ধাবৎ শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ ধাবৎ শব্দের রূপ দেবনাগরী হরফে।

विभक्तिएकवचनएकवचनवहुवचन
प्रथमाधावन्धावन्तौधावन्तः
द्वतीयाधावन्तम्धावन्तौधावतः
तृतीयाधावताधावद्भ्याम्धावद्भिः
चतुर्थीधावतेधावद्भ्याम्धावद्भ्यः
पञचमीधावतःधावद्भ्याम्धावद्भ्यः
षष्ठीधावतःधावतोःधावताम्
सप्तमीधावतिधावतोःधावत्सु
सम्वोधनधावन्धावन्तौधावन्तः

ধাবৎ শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

ধাবৎ শব্দরূপ কন্ঠস্থ করতে পারলে অনুরূপ শব্দগুলিও কন্ঠগত থাকবে। অৎ অর্থাৎ শতৃ প্রত্যয়ান্ত ও স্যৎ ভাগান্ত অনেক শব্দের রূপ এইরূপ। যেমন-

শব্দবাংলা অর্থ
পিবৎপান করছে এমন
পশ্যৎদেখছে এমন
তিষ্ঠৎথাকছে এমন
গচ্ছৎযাচ্ছে এমন
বদৎবলছে এমন
হসৎহাসছে এমন
কিন্তু ‘ভবৎ’ শব্দের রূপ ‘হচ্ছে’ অর্থে ‘ধাবৎ’ শব্দের মতো হয়। কিন্তু ‘আপনি’ অর্থে ‘শ্রীমৎ’ শব্দের মতো রূপ হবে। ‘ধাবৎ’ শব্দের স্ত্রীলিঙ্গে হয় ‘ধাবন্তী’। তখন ‘নদী’ শব্দের মতো রূপ হবে।

ধাবৎ শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1) হাসছে এমন বালিকাটিকে।

উত্তর- হসন্তং বালিকাম্ ।

2) গান গাইতে গাইতে ছেলেটি যাচ্ছে।

উত্তর– গীতং গায়ন্ বালকঃ যাতি ।

3) সে যেতে যেতে বলবে।

উত্তর- সঃ গচ্ছন্ বক্ষ্যতি।

4) মাকে সেবা করতে ছেলেটি কাঁদছে।

উত্তর– মাতরং সেবমানঃ বালকঃ ক্রন্দতি।

উত্তর– পশ্যতঃ এব সঃ নেত্রাগোচরীবভূব ।

ধাবৎ শব্দ থেকে জিজ্ঞাস্য

1) ধাবৎ শব্দের অনুরূপ শব্দের উদাহরণ দাও।

উত্তর– পিবৎ ।

2) ধাবৎ শব্দের সপ্তমীর বহুবচন।

উত্তর– ধাবৎসু ।

3) সংস্কৃতে অনুবাদ করো – দৌড়াচ্ছে এমন বালকগুলি।

উত্তর– ধাবন্তঃ বালকাঃ।

4) ধাবৎ শব্দের তৃতীয়ার একবচন।

উত্তর– ধাবতা ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment