সংস্কৃত ধাতুরূপ যা

সংস্কৃত ধাতুরূপ যা বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ যা বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। যা ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য যা ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ যা বিষয়ে উপস্থাপন। যা ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য যা ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে যা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

ধাতুরূপ যা

সংস্কৃত ধাতুরূপ যা এর কয়েকটি কথা।

ধাতুরূপযা
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থযাওয়া, To go

ধাতুরূপ যা (বাংলা হরফে)

যা ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে যা ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযাতিযাসিযামি
দ্বিবচনযাতঃযাথঃযাবঃ
বহুবচনযান্তিযাথযামঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে যা ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযাতুযাহিযানি
দ্বিবচনযাতাম্যাতম্যাব
বহুবচনযান্তুযাতযাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে যা ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅযাৎঅযাঃঅযাম্
দ্বিবচনঅযাতাম্অযাতম্অযাব
বহুবচনঅয়ুঃ,
অযান্
অযাতঅযাম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে যা ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযায়াৎযায়াঃযায়াম্
দ্বিবচনযায়াতাম্যায়াতম্যায়াব
বহুবচনযায়ুঃযায়াতযায়াম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে যা ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযাস্যতিযাস্যসিযাস্যামি
দ্বিবচনযাস্যতঃযাস্যথঃযাস্যাবঃ
বহুবচনযাস্যন্তিযাস্যথযাস্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে যা ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযযৌযযিথ, যযাথযযৌ
দ্বিবচনযযতুঃযযথুঃযযিব
বহুবচনযযুঃযযযযিম

धातुरूप या (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप या

लट् (Present Tense)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयातियासियामि
वहुवचनयातःयाथःयावः
द्विवचनयान्तियाथयामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयातुयाहियानि
वहुवचनयाताम्यातम्याव
द्विवचनयान्तुयातयाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअयात्अयाःअयाम्
वहुवचनअयाताम्अयाम्अयाव
द्विवचनअयुः,
अयान्
अयातअयाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयायात्यायाःयायायम्
वहुवचनयायाताम्यायातम्यायाव
द्विवचनयायुःयायातयायाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयास्यतियास्यसियास्यामि
वहुवचनयास्यतःयास्यथःयास्यावः
द्विवचनयास्यन्तियास्यथयास्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप या

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनययौययिथ, ययाथययौ
वहुवचनययतुःययथुःययिव
द्विवचनययुःययययिम
যা ধাতু থেকে জিজ্ঞাস্য

1) যা ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- যাহি।

2) পা ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- যাস্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন।

উত্তর- ভীমঃ দুঃশাসনস্য রক্তং অপিবত্।

4) যা ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অযাঃ
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment