সংস্কৃত ধাতুরূপ রুচ্

সংস্কৃত ধাতুরূপ রুচ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ রুচ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। রুচ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য রুচ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা একান্ত আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ লভ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুরূপ রুচ্

সংস্কৃত ধাতুরূপ রুচ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপরুচ্
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থপছন্দ করা, To like

সংস্কৃত ধাতুরূপ রুচ্ (বাংলা হরফে)

সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় রোচ। বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোচতেরোচসেরোচে
দ্বিবচনরোচেতেরোচেথেরোচাবহে
বহুবচনরোচন্তেরোচধ্বেরোচামহে

লোট্ লকার

বাংলা হরফে সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোচতাম্রোচস্বরোচৈ
দ্বিবচনরোচেতাম্রোচেথাম্রোচাবহৈ
বহুবচনরোচন্তাম্রোচধ্বম্রোচামহৈ

লঙ্ লকার

বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅরোচতঅরোচথাঃঅরোচে
দ্বিবচনঅরোচেতাম্অরোচেথাম্অরোচাবহি
বহুবচনঅরোচন্তঅরোচধ্বম্অরোচামহি

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে রুচ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোচেতরোচেথাঃরোচেয়
দ্বিবচনরোচেয়াতাম্রোচেয়াথাম্রোচেবহি
বহুবচনরোচেরন্রোচেধ্বম্রোচেমহি

লৃট্ লকার

বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরোচিষ্যতেরোচিষ্যসেরোচিষ্যে
দ্বিবচনরোচিষ্যেতেরোচিষ্যেথেরোচিষ্যাবহে
বহুবচনরোচিষ্যন্তেরোচিষ্যধ্বেরোচিষ্যামহে

লিট্ লকার

বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনরুরুচেরুরুচিষেরুরুচে
দ্বিবচনরুরুচাতেরুরুচাথেরুরুচিবহে
বহুবচনরুরুচিরেরুরুচিধ্বেরুরুচিমহে

धातुरूप रुच् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप रुच्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनरोचतेरोचसेरोचे
वहुवचनरोचेतेरोचेथेरोचावहे
द्विवचनरोचन्तेरोचध्वेरोचामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनरोचताम्रोचस्वरोचै
वहुवचनरोचेताम्रोचेथाम्रोचावहै
द्विवचनरोचन्ताम्रोचध्वम्रोचामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअरोचतअरोचथाःअरोचे
वहुवचनअरोचेताम्अरोचेथाम्अरोचावहि
द्विवचनअरोचन्तअरोचध्वम्अरोचामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनरोचेतरोचेथाःरोचेय
वहुवचनरोचेयाताम्रोचेयाथाम्रोचेवहि
द्विवचनरोचेरन्रोचेध्वम्रोचेमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनरोचिष्यतेरोचिष्यसेरोचिष्ये
वहुवचनरोचिष्येतेरोचिष्येथेरोचिष्यावहे
द्विवचनरोचिष्यन्तेरोचिष्यध्वेरोचिष्यामहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप रुच्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनरुरुचेरुरुचिषेरुरुचे
वहुवचनरुरुचातेरुरुचाथेरुरुचिवहे
द्विवचनरुरुचिरेरुरुचिध्वेरुरुचिमहे

রুচ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)সে পেয়েছ।

উত্তর- সঃ লভতে।

2) তোমরা পেয়েছিল।

উত্তর- যূয়ং অলভধ্বম্।

3) রাম তাঁর রাজ্য পেয়েছিলেন।

উত্তর- রামঃ তস্য রাজ্যং অলভত।

অধি-ই ধাতুর গুরুত্বপূর্ণ রূপ

1) রুচ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন।

উত্তর:- রোচস্ব।

2) রুচ্ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচন।

উত্তর:- অরোচন্ত।

3) রুচ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন।

উত্তর:- রুরুচে।

4) রুচ্ ধাতুর বিধিলিঙ্ উত্তম পুরুষ দ্বিবচন।

উত্তর:- রোচেবহি।

5) রুচ্ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচন

উত্তর:- রোচাবহে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত ধাতুরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment