সংস্কৃত ধাতুরূপ রুচ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ রুচ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। রুচ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য রুচ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা একান্ত আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ লভ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুরূপ রুচ্
সংস্কৃত ধাতুরূপ রুচ্ এর কয়েকটি কথা।
ধাতুরূপ | রুচ্ |
বিভক্তি বিভাগ | আত্মনেপদী |
ধাতু বিভাগ | ভ্বাদিগণীয় |
অর্থ | পছন্দ করা, To like |
সংস্কৃত ধাতুরূপ রুচ্ (বাংলা হরফে)
সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ লকার
সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় রোচ। বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোচতে | রোচসে | রোচে |
দ্বিবচন | রোচেতে | রোচেথে | রোচাবহে |
বহুবচন | রোচন্তে | রোচধ্বে | রোচামহে |
লোট্ লকার
বাংলা হরফে সংস্কৃত ধাতুরূপ রুচ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোচতাম্ | রোচস্ব | রোচৈ |
দ্বিবচন | রোচেতাম্ | রোচেথাম্ | রোচাবহৈ |
বহুবচন | রোচন্তাম্ | রোচধ্বম্ | রোচামহৈ |
লঙ্ লকার
বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অরোচত | অরোচথাঃ | অরোচে |
দ্বিবচন | অরোচেতাম্ | অরোচেথাম্ | অরোচাবহি |
বহুবচন | অরোচন্ত | অরোচধ্বম্ | অরোচামহি |
বিধিলিঙ্ লকার
বাংলা হরফে রুচ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোচেত | রোচেথাঃ | রোচেয় |
দ্বিবচন | রোচেয়াতাম্ | রোচেয়াথাম্ | রোচেবহি |
বহুবচন | রোচেরন্ | রোচেধ্বম্ | রোচেমহি |
লৃট্ লকার
বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রোচিষ্যতে | রোচিষ্যসে | রোচিষ্যে |
দ্বিবচন | রোচিষ্যেতে | রোচিষ্যেথে | রোচিষ্যাবহে |
বহুবচন | রোচিষ্যন্তে | রোচিষ্যধ্বে | রোচিষ্যামহে |
লিট্ লকার
বাংলা হরফে রুচ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | রুরুচে | রুরুচিষে | রুরুচে |
দ্বিবচন | রুরুচাতে | রুরুচাথে | রুরুচিবহে |
বহুবচন | রুরুচিরে | রুরুচিধ্বে | রুরুচিমহে |
धातुरूप रुच् (देवनागरी हरफ)
संस्कृत धातुरूप रुच्
लट् (Present Tense)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | रोचते | रोचसे | रोचे |
वहुवचन | रोचेते | रोचेथे | रोचावहे |
द्विवचन | रोचन्ते | रोचध्वे | रोचामहे |
लोट् (Imperative Mood)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | रोचताम् | रोचस्व | रोचै |
वहुवचन | रोचेताम् | रोचेथाम् | रोचावहै |
द्विवचन | रोचन्ताम् | रोचध्वम् | रोचामहै |
लङ् (Imperfect Tense)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | अरोचत | अरोचथाः | अरोचे |
वहुवचन | अरोचेताम् | अरोचेथाम् | अरोचावहि |
द्विवचन | अरोचन्त | अरोचध्वम् | अरोचामहि |
विधिलिङ् (Potential Mood)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | रोचेत | रोचेथाः | रोचेय |
वहुवचन | रोचेयाताम् | रोचेयाथाम् | रोचेवहि |
द्विवचन | रोचेरन् | रोचेध्वम् | रोचेमहि |
लृट् (Future Tense)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | रोचिष्यते | रोचिष्यसे | रोचिष्ये |
वहुवचन | रोचिष्येते | रोचिष्येथे | रोचिष्यावहे |
द्विवचन | रोचिष्यन्ते | रोचिष्यध्वे | रोचिष्यामहे |
लिट् (Perfect)
संस्कृत धातुरूप रुच्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | रुरुचे | रुरुचिषे | रुरुचे |
वहुवचन | रुरुचाते | रुरुचाथे | रुरुचिवहे |
द्विवचन | रुरुचिरे | रुरुचिध्वे | रुरुचिमहे |
রুচ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ
1)সে পেয়েছ।
উত্তর- সঃ লভতে।
2) তোমরা পেয়েছিল।
উত্তর- যূয়ং অলভধ্বম্।
3) রাম তাঁর রাজ্য পেয়েছিলেন।
উত্তর- রামঃ তস্য রাজ্যং অলভত।
অধি-ই ধাতুর গুরুত্বপূর্ণ রূপ
1) রুচ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন।
উত্তর:- রোচস্ব।
2) রুচ্ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচন।
উত্তর:- অরোচন্ত।
3) রুচ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন।
উত্তর:- রুরুচে।
4) রুচ্ ধাতুর বিধিলিঙ্ উত্তম পুরুষ দ্বিবচন।
উত্তর:- রোচেবহি।
5) রুচ্ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচন।
উত্তর:- রোচাবহে।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
সংস্কৃত ধাতুরূপের মূল Page এ যেতে CLICK HERE👈