সংস্কৃত ধাতুরূপ বৃধ্

সংস্কৃত ধাতুরূপ বৃধ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ বৃধ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। বৃধ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য বৃধ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ লভ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ বৃধ্

সংস্কৃত ধাতুরূপ বৃধ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপবৃধ্
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থবৃদ্ধি পাওয়া, To grow

সংস্কৃত ধাতুরূপ বৃধ্ (বাংলা হরফে)

বৃধ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

সংস্কৃত ধাতুরূপ বৃধ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় রোচ। বাংলা হরফে বৃধ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবর্ধতেবর্ধসেবর্ধে
দ্বিবচনবর্ধেতেবর্ধেথেবর্ধাবহে
বহুবচনবর্ধন্তেবর্ধধ্বেবর্ধামহে

লোট্ লকার

বাংলা হরফে সংস্কৃত ধাতুরূপ বৃধ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবর্ধতাম্বর্ধস্ববর্ধৈ
দ্বিবচনবর্ধেতাম্বর্ধেথাম্বর্ধাবহৈ
বহুবচনবর্ধন্তাম্বর্ধধ্বম্বর্ধামহৈ

লঙ্ লকার

বাংলা হরফে বৃধ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅবর্ধতঅবর্ধথাঃঅবর্ধে
দ্বিবচনঅবর্ধেতাম্অবর্ধেথাম্অবর্ধাবহি
বহুবচনঅবর্ধন্তঅবর্ধধ্বম্অবর্ধামহি

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে বৃধ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবর্ধেতবর্ধেথাঃবর্ধেয়
দ্বিবচনবর্ধেয়াতাম্বর্ধেয়াথাম্বর্ধেবহি
বহুবচনবর্ধেরন্বর্ধেধ্বম্বর্ধেমহি

লৃট্ লকার

বাংলা হরফে বৃধ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবর্ধিষ্যতে
বর্ৎস্যতে
বর্ধিষ্যসে
বর্ৎস্যসে
বর্ধিষ্যে
বর্ৎস্যে
দ্বিবচনবর্ধিষ্যেতে
বর্ৎস্যেতে
বর্ধিষ্যেথে
বর্ৎস্যেথে
বর্ধিষ্যাবহে
বর্ৎস্যাবহে
বহুবচনবর্ধিষ্যন্তে
বর্ৎস্যন্তে
বর্ধিষ্যধ্বে
বর্ৎস্যধ্বে
বর্ধিষ্যামহে
বর্ৎস্যামহে

লিট্ লকার

বাংলা হরফে বৃধ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনববৃধেববৃধিষেববৃধে
দ্বিবচনববৃধাতেববৃধাথেববৃধিবহে
বহুবচনববৃধিরেববৃধিধ্বেববৃধিমহে

धातुरूप वृध् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप वृध्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवर्धतेवर्धसेवर्धे
वहुवचनवर्धेतेवर्धेथेवर्धावहे
द्विवचनवर्धन्तेवर्धध्वेवर्धामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवर्धताम्वर्धस्ववर्धै
वहुवचनवर्धताम्वर्धेथाम्वर्धावहै
द्विवचनवर्धन्ताम्वर्धध्वम्वर्धामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअवर्धतअवर्धथाःअवर्धे
वहुवचनअवर्धेताम्अवर्धेथाम्अवर्धावहि
द्विवचनअवर्धन्तअवर्धध्वम्अवर्धामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवर्धेतवर्धेथाःवर्धेय
वहुवचनवर्धेयाताम्वर्धेयाथाम्वर्धेवहि
द्विवचनवर्धेरन्वर्धेध्वम्वर्धेमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवर्धेिष्यते
वर्त्स्यते
वर्धेिष्यसे
वर्त्स्यसे
वर्धेिष्ये
वर्त्स्ये
वहुवचनवर्धेिष्येते
वर्त्स्येते
वर्धेिष्येथे
वर्त्स्येथे
वर्धेिष्यावहे
वर्त्स्यामहे
द्विवचनवर्धेिष्यन्ते
वर्त्स्यन्ते
वर्धेिष्यध्वे
वर्त्स्यध्वे
वर्धेिष्यामहे
वर्त्स्यामहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप वृध्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनववृधेववृधिषेववृधे
वहुवचनववृधातेववृधाथेववृधिवहे
द्विवचनववृधिरेववृधिध्वेववृधिमहे

বৃধ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)সে বেড়ে উঠছে।

উত্তর- সঃ বর্ধতে।

2) তোমরা পেয়েছিল।

উত্তর- যূয়ং অলভধ্বম্।

3) রাম তাঁর রাজ্য পেয়েছিলেন।

উত্তর- রামঃ তস্য রাজ্যং অলভত।

বৃধ্ ধাতুর গুরুত্বপূর্ণ রূপ

1) বৃধ্ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন।

উত্তর:- বর্ধস্ব।

2) বৃধ্ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচন।

উত্তর:- অবর্ধন্ত।

3) বৃধ্ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন।

উত্তর:- ববৃধে।

4) বৃধ্ ধাতুর বিধিলিঙ্ উত্তম পুরুষ দ্বিবচন।

উত্তর:- বর্ধেবহি।

5) বৃধ্ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচন

উত্তর:- বর্ধাবহে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত ধাতুরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment