সংস্কৃত ধাতুরূপ চুর্

সংস্কৃত ধাতুরূপ চুর্ বিষয়ক আলোচনা। এটি একটি চুরাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ চুর্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। চুর্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য চুর্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ চুর্ বিষয়ে উপস্থাপন। চুর্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য চুর্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে যা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

চুর্ ধাতু

সংস্কৃত ধাতুরূপ চুর্ এর কয়েকটি কথা।

ধাতুরূপচুর্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগচুরাদিগণীয়
অর্থচুরি করা – To steal

ধাতুরূপ চুর্ (বাংলা হরফে)

চুর্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে চুর্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচোরয়তিচোরয়সিচোরয়ামি
দ্বিবচনচোরয়তঃচোরয়থঃচোরয়াবঃ
বহুবচনচোরয়ন্তিচোরয়থচোরয়ামঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে চুর্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচোরয়তুচোরয়চোরয়ানি
দ্বিবচনচোরয়তাম্চোরয়তম্চোরয়াব
বহুবচনচোরয়ন্তুচোরয়তচোরয়াম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে চুর্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅচোরয়ৎঅচোরয়ঃঅচোরয়ম্
দ্বিবচনঅচোরয়তাম্অচোরয়তম্অচোরয়াব
বহুবচনঅচোরয়ন্অচোরয়তঅচোরয়াম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে চুর্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচোরয়েৎচোরয়েঃচোরয়েয়ম্
দ্বিবচনচোরয়েতাম্চোরয়েতম্চোরয়েব
বহুবচনচোরয়েয়ুঃচোরয়েতচোরয়েম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে চুর্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচোরয়িষ্যতিচোরয়িষ্যসিচোরয়িষ্যামি
দ্বিবচনচোরয়িষ্যতঃচোরয়িষ্যথঃচোরয়িষ্যাবঃ
বহুবচনচোরয়িষ্যন্তিচোরয়িষ্যথচোরয়িষ্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে চুর্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচোরয়ামাসচোরয়ামাসিথচোরয়ামাস
দ্বিবচনচোরয়ামাসতুঃচোরয়ামাসথুঃচোরয়ামাসিব
বহুবচনচোরয়ামাসুঃচোরয়ামাসচোরয়ামাসিম

धातुरूप शी (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप चुर्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनचोरयतिचोरयसिचोरयामि
वहुवचनचोरयतःचोरयथःचोरयावः
द्विवचनचोरयन्तिचोरयथचोरयामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनचोरयतुचोरयचोरयानि
वहुवचनचोरयताम्चोरयतम्चोरयाव
द्विवचनचोरयन्तुचोरयतचोरयाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअचोरयत्अचोरयःअचोरयम्
वहुवचनअचोरयताम्अचोरयतम्अचोरयाव
द्विवचनअचोरयन्अचोरयतअचोरयाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनचोरयेत्चोरयेःचोरयेयम्
वहुवचनचोरयेताम्चोरयेतम्चोरयेव
द्विवचनचोरयेयुःचोरयेतचोरयेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनचोरयिष्यतिचोरयिष्यसिचोरयिष्यामि
वहुवचनचोरयिष्यतःचोरयिष्यथःचोरयिष्यावः
द्विवचनचोरयिष्यन्तिचोरयिष्यथचोरयिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप चुर्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनचोरयामासचोरयामासिथचोरयामास
वहुवचनचोरयामासतुःचोरयामासथुःचोरयामासिव
द्विवचनचोरयामासुःचोरयामासचोरयामासिम
চুর্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) চুর্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- চোরয়।

2) চুর্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- চোরয়িষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – এই চোর তোমার গোরু দুটোকে চুরি করতে চায়।

উত্তর- অয়ং চৌরঃ তে গোযুগম্ অপহর্তুম্ ইচ্ছতি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment