সংস্কৃত ধাতুরূপ অশ্

সংস্কৃত ধাতুরূপ অশ্ বিষয়ক আলোচনা। এটি একটি ক্র্যাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ অশ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। অশ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অশ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ অশ্। অশ্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অশ্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে যা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

ধাতুরূপ অশ্

সংস্কৃত ধাতুরূপ অশ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপঅশ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগক্র্যাদিগণীয়
অর্থখাওয়া, To eat

ধাতুরূপ অশ্ (বাংলা হরফে)

অশ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে অশ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশ্নাতিঅশ্নাসিঅশ্নামি
দ্বিবচনঅশ্নীতঃঅশ্নীথঃঅশ্নীবঃ
বহুবচনঅশ্নন্তিঅশ্নীথঅশ্নীমঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে অশ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশ্নাতুঅশানঅশ্নানি
দ্বিবচনঅশ্নীতাম্অশ্নীতম্অশ্নাব
বহুবচনঅশ্নন্তুঅশ্নীতঅশ্নাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে অশ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআশ্নাৎআশ্নাঃআশ্নাম্
দ্বিবচনআশ্নীতাম্আশ্নীতম্আশ্নীব
বহুবচনআশ্নন্আশ্নীতআশ্নীম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে অশ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশ্নীয়াৎঅশ্নীয়াঃঅশ্নীয়াম্
দ্বিবচনঅশ্নীয়াতাম্অশ্নীয়াতম্অশ্নীয়াব
বহুবচনঅশ্নীয়ুঃঅশ্নীয়াতঅশ্নীয়াম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে অশ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅশিষ্যতিঅশিষ্যসিঅশিষ্যামি
দ্বিবচনঅশিষ্যতঃঅশিষ্যথঃঅশিষ্যাবঃ
বহুবচনঅশিষ্যন্তিঅশিষ্যথঅশিষ্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে অশ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআশআশিথআশ
দ্বিবচনআশতুঃআশথুঃআশিব
বহুবচনআশুঃআশআশিম

धातुरूप अश् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप अश्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअश्नातिअश्नासिअश्नामि
वहुवचनअश्नीतःअश्नीथःअश्नीवः
द्विवचनअश्नन्तिअश्नीथअश्नीमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअश्नातुअशानअश्नानि
वहुवचनअश्नीताम्अश्नीतम्अश्नाव
द्विवचनअश्नन्तुअश्नीतअश्नाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआश्नात्आश्नाःआश्नाम्
वहुवचनआश्नीताम्आश्नीतम्आश्नीव
द्विवचनआश्नन्आश्नीतआश्नीम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअश्नीयात्अश्नीयाःअश्नीयाम्
वहुवचनअश्नीयाताम्अश्नीयातम्अश्नीयाव
द्विवचनअश्नीयुःअश्नीयातअश्नीयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअशिष्यतिअशिष्यसिअशिष्यामि
वहुवचनअशिष्यतःअशिष्यथःअशिष्यावः
द्विवचनअशिष्यन्तिअशिष्यथअशिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप अश्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआशआशिथआश
वहुवचनआशतुःआशथुःआशिव
द्विवचनआशुःआशआशिम
অশ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) অশ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অশান।

2) অশ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- অশিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভীম দুঃশাসনের রক্ত পান করেছিলেন।

উত্তর- ভীমঃ দুঃশাসনস্য রক্তং অপিবত্।

4) অশ্ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- আশ্নাঃ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment