সংস্কৃত ধাতুরূপ লিখ্

সংস্কৃত ধাতুরূপ লিখ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ লিখ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। লিখ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য লিখ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ লিখ্ বিষয়ে উপস্থাপন। লিখ্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য লিখ্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে যা ধাতুরূপ অনুশীলন করতে হবে।

ধাতুরূপ লিখ্

সংস্কৃত ধাতুরূপ লিখ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপলিখ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগতুদাদিগণীয়
অর্থলেখা, To write

লিখ্ ধাতু (বাংলা হরফে)

লিখ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে লিখ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলিখতিলিখসিলিখামি
দ্বিবচনলিখতঃলিখথঃলিখাবঃ
বহুবচনলিখন্তিলিখথলিখামঃ

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে লিখ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলিখতুলিখলিখানি
দ্বিবচনলিখতাম্লিখতম্লিখাব
বহুবচনলিখন্তুলিখতলিখাম

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে লিখ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅলিখৎঅলিখঃঅলিখম্
দ্বিবচনঅলিখতাম্অলিখতম্অলিখাব
বহুবচনঅলিখন্অলিখতঅলিখাম

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে লিখ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলিখেৎলিখেঃলিখেয়ম্
দ্বিবচনলিখেতাম্লিখেতম্লিখেব
বহুবচনলিখেয়ুঃলিখেতলিখেম

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে লিখ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলেখিষ্যতিলেখিষ্যসিলেখিষ্যামি
দ্বিবচনলেখিষ্যতঃলেখিষ্যথঃলেখিষ্যাবঃ
বহুবচনলেখিষ্যন্তিলেখিষ্যথলেখিষ্যামঃ

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে লিখ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনলিলেখলিলেখিথলিলেখ
দ্বিবচনলিলিখতুঃলিলিখথুঃলিলিখিব
বহুবচনলিলিখুঃলিলিখলিলিখিম
धातुरूप लिख् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप लिख्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलिखतिलिखसिलिखामि
वहुवचनलिखतःलिखथःलिखावः
द्विवचनलिखन्तिलिखथलिखामः
लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलिखतुलिखलिखानि
वहुवचनलिखताम्लिखतम्लिखाव
द्विवचनलिखन्तुलिखतलिखाम
लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअलिखत्अलिखःअलिखम्
वहुवचनअलिखताम्अलिखतम्अलिखाव
द्विवचनअलिखन्अलिखतअलिखाम
विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलिखेत्लिखेःलिखेयम्
वहुवचनलिखेतम्लिखेतम्लिखेव
द्विवचनलिखेयुःलिखेतलिखेम
लृट् (Future Tense)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलेखिष्यतिलेखिष्यसिलेखिष्यामि
वहुवचनलेखिष्यतःलेखिष्यथःलेखिष्यावः
द्विवचनलेखिष्यन्तिलेखिष्यथलेखिष्यामः
लिट् (Perfect)

संस्कृत धातुरूप लिख्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनलिलेखलिलेखिथलिलेख
वहुवचनलिलिखतुःलिलिखथुःलिलिखिव
द्विवचनलिलिखुःलिलिखलिलिखिम
লিখ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)রাম রাবণকে চিঠি লিখেছিলেন

উত্তর- রামঃ রাবণং পত্রং অলিখত্।

2) বালকাটি ইতিহাস লিখছে

উত্তর- বালকা ইতিহাসং লিখতি।

3) আমি রাষ্ট্রপতিকে চিঠি লিখব

উত্তর- অহং রাষ্ট্রপতিং পত্রং লেখিষ্যামি।

লিখ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) লিখ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- লিখ।

2) লিখ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- লেখিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – বাল্মীকি রামায়ণ লিখেছেন।

উত্তর- বাল্মীকিঃ রামায়ণং অলিখৎ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment