সংস্কৃত ধাতুরূপ অর্থ্

সংস্কৃত ধাতুরূপ অর্থ্ বিষয়ক আলোচনা। এটি একটি চুরাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ অর্থ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। অর্থ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অর্থ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ অর্থ বিষয়ে উপস্থাপন। অর্থ্ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য অর্থ্ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে অর্থ্ ধাতুরূপ অনুশীলন করতে হবে।

অর্থ্ ধাতু

সংস্কৃত ধাতুরূপ অর্থ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপঅর্থ
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগচুরাদিগণীয়
অর্থপ্রার্থনা করা – To beg, to ask for

ধাতুরূপ অর্থ (বাংলা হরফে)

অর্থ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅর্থয়তেঅর্থয়সেঅর্থয়ে
দ্বিবচনঅর্থয়েতেঅর্থয়েথেঅর্থয়াবহে
বহুবচনঅর্থয়ন্তেঅর্থয়ধ্বেঅর্থয়ামহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅর্থয়তাম্অর্থয়স্বঅর্থয়ৈ
দ্বিবচনঅর্থয়েতাম্অর্থয়েথাম্অর্থয়াবহৈ
বহুবচনঅর্থয়ন্তাম্অর্থয়ধ্বম্অর্থয়ামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনআর্থয়তআর্থয়থাঃআর্থয়ে
দ্বিবচনআর্থয়েতাম্আর্থয়েথাম্আর্থয়াবহি
বহুবচনআর্থয়ন্তআর্থয়ধ্বম্আর্থয়ামহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅর্থয়েতঅর্থয়েথাঃঅর্থয়েয়
দ্বিবচনঅর্থয়েয়াতাম্অর্থয়েথাম্অর্থয়েবহি
বহুবচনঅর্থয়েরন্অর্থয়েধ্বম্অর্থয়েমহি

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিায়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅর্থয়িষ্যতেঅর্থয়িষ্যসেঅর্থয়িষ্যে
দ্বিবচনঅর্থয়িষ্যেতেঅর্থয়িষ্যেথেঅর্থয়িষ্যাবহে
বহুবচনঅর্থয়িষ্যন্তেঅর্থয়িষ্যধ্বেঅর্থয়িষ্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে অর্থ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅর্থয়াঞ্চক্রেঅর্থয়াঞ্চকৃষেঅর্থয়াঞ্চক্রে
দ্বিবচনঅর্থয়াঞ্চক্রাতেঅর্থয়াঞ্চক্রাথেঅর্থয়াঞ্চকৃবহে
বহুবচনঅর্থয়াঞ্চক্রিরেঅর্থয়াঞ্চকৃঢ্রেঅর্থয়াঞ্চকৃমহে

धातुरूप अर्थ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप अर्थ

लट् (Present Tense)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअर्थयतेअर्थयसेअर्थये
वहुवचनअर्थयेतेअर्थयेथेअर्थयावहे
द्विवचनअर्थयन्तेअर्थयध्वेअर्थयामहे

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअर्थयताम्अर्थयस्वअर्थयै
वहुवचनअर्थयेताम्अर्थयेथाम्अर्थयावहै
द्विवचनअर्थयन्ताम्अर्थयध्वम्अर्थयामहै

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनआर्थयेतआर्थयथाःआर्थये
वहुवचनआर्थयेताम्आर्थयेथाम्आर्थयावहि
द्विवचनआर्थयन्तुआर्थयध्वम्आर्थयामहि

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअर्थयेतअर्थयेथाःअर्थयेय
वहुवचनअर्थयेयाताम्अर्थयेथाम्अर्थयेवहि
द्विवचनअर्थयेरन्अर्थयेध्वम्अर्थयेमहि

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअर्थयिष्यतेअर्थयिष्यसेअर्थयिष्ये
वहुवचनअर्थयिष्येतेअर्थयिष्येथेअर्थयिष्यावहे
द्विवचनअर्थयिष्यन्तेअर्थयिष्यध्वेअर्थयिष्यामहे

लिट् (Perfect)

संस्कृत धातुरूप अर्थ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअर्थयाञ्चक्रेअर्थयाञ्चक्रृषेअर्थयाञ्चक्रे
वहुवचनअर्थयाञ्चक्रातेअर्थयाञ्चक्राथेअर्थयाञ्चक्रृवहे
द्विवचनअर्थयाञ्चक्रिरेअर्थयाञ्चक्रृध्वेअर्थयाञ्चक्रृमहे
অর্থ্ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) অর্থ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- অর্থয়স্ব।

2) অর্থ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- অর্থয়িষ্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – ভিক্ষুক ভিক্ষা চায়।

উত্তর- ভিক্ষুকঃ ভিক্ষাং অর্থয়তে।

4) অর্থ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- আর্থয়থাঃ।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment