সংস্কৃত ধাতুরূপ পঠ্

সংস্কৃত ধাতুরূপ পঠ্ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ পঠ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। পঠ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য পঠ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ পঠ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপপঠ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থপাঠকরা, To read

পঠ্ ধাতু

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু পঠ্ । যার অর্থ পড়া ।

ধাতুরূপ পঠ্ (বাংলা হরফে)

পঠ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

পঠ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় পঠ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে পঠ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপঠতিপঠসিপঠামি
দ্বিবচনপঠতঃপঠথঃপঠাবঃ
বহুবচনপঠন্তিপঠথপঠামঃ

লোট্ লকার

বাংলা হরফে পঠ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপঠতুপঠপঠানি
দ্বিবচনপঠতাম্পঠতম্পঠাব
বহুবচনপঠন্তুপঠতপঠাম

লঙ্ লকার

বাংলা হরফে পঠ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅপঠৎঅপঠঃঅপঠম্
দ্বিবচনঅপঠতম্অপঠতম্অপঠাব
বহুবচনঅপঠন্অপঠতঅপঠাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে পঠ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপঠেৎপঠেঃপঠেয়ম্
দ্বিবচনপঠেতাম্পঠেতম্পঠেব
বহুবচনপঠেয়ুঃপঠেতপঠেম

লৃট্ লকার

বাংলা হরফে পঠ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপঠিষ্যতিপঠিষ্যসিপঠিষ্যামি
দ্বিবচনপঠিষ্যতঃপঠিষ্যথঃপঠিষ্যাবঃ
বহুবচনপঠিষ্যন্তিপঠিষ্যথপঠিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে পঠ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনপপাঠপেঠিথপপাঠ, পপঠ
দ্বিবচনপেঠতুঃপেঠথুঃপেঠিব
বহুবচনপেঠুঃপেঠপেঠিম

धातुरूप पठ् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप पठ्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपठतिपठसिपठामि
वहुवचनपठतःपठथःपठावः
द्विवचनपठन्तिपठथपठामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपठतुपठपठानि
वहुवचनपठताम्पठतम्पठाव
द्विवचनपठन्तुपठतपठाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअपठत्अपठःअपठम्
वहुवचनअपठताम्अपठतम्अपठाव
द्विवचनअपठन्अपठतअपठाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपठेत्पठेःपठेयम्
वहुवचनपठेताम्पठेतम्पठेव
द्विवचनपठेयुःपठेतपठेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपठिष्यतिपठिष्यसिपठिष्यामि
वहुवचनपठिष्यतःपठिष्यथःपठिष्यावः
द्विवचनपठिष्यन्तिपठिष्यथपठिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप पठ्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनपपाठपेठिथपपाठ
वहुवचनपेठतुःपेठथुःपेठिव
द्विवचनपेठुःपेठपेठिम
পঠ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)কাকলী সকালে পড়বে।

উত্তর- কাকলী প্রাতঃ পঠিষ্যতি।

2) তুমি এখন বেদ পড়।

উত্তর- ত্বং ইদানীং বেদং পঠ।

3) পুরোহিত মহাভারত পাঠ করছেন।

উত্তর- পুরোহিতঃ মহাভারতং পঠতি।

পঠ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) পঠ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

পঠ।

2) পঠ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

পঠিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – মা এখন রামায়ণ পড়িবে।

মাতা ইদানীং রামায়ণং পঠিষ্যতি।

4) পঠ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

অপঠঃ

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment