সংস্কৃত ধাতুরূপ দা

সংস্কৃত ধাতুরূপ দা বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ দা বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। দা ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য দা ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ দা বিষয়ে উপস্থাপন। সংস্কৃত ধাতুরূপ বদ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপ দা

সংস্কৃত ধাতুরূপ দা এর কয়েকটি কথা।

ধাতুরূপদা
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থদেওয়া, To give

ধাতুরূপ দা (বাংলা হরফে)

দা ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

দা ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় যচ্ছ। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে দা ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযচ্ছতিযচ্ছসিযচ্ছামি
দ্বিবচনযচ্ছতঃযচ্ছথঃযচ্ছাবঃ
বহুবচনযচ্ছন্তিযচ্ছথযচ্ছামঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ দা। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়। বাংলা হরফে দা ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযচ্ছতুযচ্ছযচ্ছানি
দ্বিবচনযচ্ছতাম্যচ্ছতম্যচ্ছাব
বহুবচনযচ্ছন্তুযচ্ছতযচ্ছাম

লঙ্ লকার

বাংলা হরফে দা ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅযচ্ছৎঅযচ্ছঃঅযচ্ছম্
দ্বিবচনঅযচ্ছতাম্অযচ্ছতম্অযচ্ছাব
বহুবচনঅযচ্ছন্অযচ্ছতঅযচ্ছাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে দা ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনযচ্ছেৎযচ্ছেঃযচ্ছেয়ম্
দ্বিবচনযচ্ছেতাম্যচ্ছেতম্যচ্ছেব
বহুবচনযচ্ছেয়ুঃযচ্ছেতযচ্ছেম

লৃট্ লকার

বাংলা হরফে দা ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনদাস্যতিদাস্যসিদাস্যামি
দ্বিবচনদাস্যতঃদাস্যথঃদাস্যাবঃ
বহুবচনদাস্যন্তিদাস্যথদাস্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে দা ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনদদৌদদিথ, দদাথদদৌ
দ্বিবচনদদতুঃদদথুঃদদিব
বহুবচনদদুঃদদদদিম

धातुरूप दा (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप दा

लट् (Present Tense)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयच्छतियच्छसियच्छामि
वहुवचनयच्छतःयच्छथःयच्छावः
द्विवचनयच्छन्तियच्छथयच्छामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयच्छतुयच्छयच्छानि
वहुवचनयच्छताम्यच्छतम्यच्छाव
द्विवचनयच्छन्तुयच्छतयच्छाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअयच्छत्अयच्छःअयच्छम्
वहुवचनअयच्छताम्अयच्छतम्अयच्छाव
द्विवचनअयच्छन्अयच्छतअयच्छाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनयच्छेत्यच्छेःयच्छेयम्
वहुवचनयच्छेताम्यच्छेतम्यच्छेव
द्विवचनयच्छेयुःयच्छेतयच्छेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनदास्यतिदास्यसिदास्यामि
वहुवचनदास्यतःदास्यथःदास्यावः
द्विवचनदास्यन्तिदास्यथदास्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप दा

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनददौददिथ, ददाथददौ
वहुवचनददतुःददथुःददिव
द्विवचनददुःददददिम
দা ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।

উত্তর- যূয়ং মহ্যং রক্তং যচ্ছত, অহং তুভ্যং স্বতন্ত্রতাং দাস্যামি।

2) তুমি ব্রাহ্মণকে কাপড় দাও।

উত্তর- ত্বং ব্রাহ্মণায় বস্ত্রং যচ্ছ।

3) বাবা ছেলেকে বই দিচ্ছেন।

উত্তর- পিতা পুত্রায় পুস্তকং যচ্ছতি।

দা ধাতু থেকে জিজ্ঞাস্য
1)দা ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

যচ্ছ।

2) দা ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

দাস্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো– রাজা দরিদ্রকে ধন দান করবেন

রাজা দরিদ্রায় ধনং দাস্যতি।

4) দা ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

অযচ্ছঃ

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

Leave a Comment