সংস্কৃত সাহিত্যের ছোট প্রশ্নোত্তর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত সাহিত্যের ছোট প্রশ্নোত্তর। এখানে সংস্কৃত সাহিত্যের বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি উচ্চ মাধ্যমিক ও স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুসারে আলোচিত হল। একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের সাহিত্যের ছোট প্রশ্নোত্তর কন্ঠস্থ করতে হবে।

সংস্কৃত সাহিত্যের ছোট প্রশ্নোত্তর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি সাজেশান অনুসারে নিম্নে দেওয়া হয়েছে। নিম্নের প্রশ্নের উত্তরগুলি জানা থাকলে MCQ এর উত্তরগুলি সহজেই করা সম্ভব। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের যেরকমভাবে প্রশ্নের মান থাকে, সেটি নিম্নে একটি টেবিলের সহজয়ে দেখানো হল।

প্রশ্ন প্রশ্নের মান
MCQ1 X 3 = 3
SAQ1 X 2 = 2

উচ্চ মাধ্যমিকের জন্য সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ছোট প্রশ্নোত্তর

এই অনুচ্ছেদে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি সাজেশান অনুসারে নিম্নে দেওয়া হল।

(1) কার রাজত্বকালে অশ্বঘোষের আবির্ভাব হয়?

উত্তর:- কুষাণ সম্রাট কণিষ্কের রাজত্বকালে।

2) অশ্বঘোষের মাতার নাম কী?

উত্তর:- সুবর্ণাক্ষী।

3) অশ্বঘোষের লেখা একটি নাটকের নাম লেখ।

উত্তর:- শারিপুত্রপ্রকরণ।

4) অশ্বঘোষের লেখা দুটি মহাকাব্যের নাম লেখ।

উত্তর:- বুদ্ধচরিত এবং সৌন্দরানন্দ।

5) ভাসের লেখা নাটকের সংখ্যা কত?

উত্তর:- তেরোটি।

6) প্রতিজ্ঞাযৌগন্ধরায়নম্ কার লেখা?

উত্তর:- নাট্যকার ভাসের।

7) স্বপ্নবাসবদত্তম্ কার লেখা?

উত্তর:- ভাসের লেখা।

8) প্রতিমা নাটক কার রচনা?

উত্তর:- ভাসের রচনা।

9) একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।

উত্তর:- মহাকবি ভাস রচিত ঊরুভঙ্গ।

10) রঘুবংশম্ কার লেখা?

উত্তর:- মহাকবি কালিদাসের।

12) মেঘদূত কে লিখেছেন?

উত্তর:- কালিদাস।

13) মেঘদূত কোন্ ছন্দে রচিত?

উত্তর:- মন্দাক্রান্তা ছন্দে।

14) মেঘদূতে যক্ষ কোন্ পর্বতে বাস করত?

উত্তর:- রামগিরি পর্বতে।

15) মেঘদূতের নায়ক কে?

উত্তর:– যক্ষ।

16) অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে কয়টি অঙ্ক আছে?

উত্তর:- সাতটি।

17) অভিজ্ঞানশকুন্তলম্ এর বিদূষকের নাম কী?

উত্তর:- মাধব্য।

18) মৃচ্ছকটিক কে লিখেছেন?

উত্তর:- শূদ্রক।

19) মৃচ্ছকটিক কী ধরনের রচনা?

উত্তর:– প্রকরণ।

20) মৃচ্ছকটিক নাটকে কয়টি অঙ্ক আছে?

উত্তর:- দশটি।

21) মৃচ্ছকটিক নাটকের নায়ক-নায়িকার নাম লেখ।

উত্তর:- নায়ক – চারুদত্ত এবং নায়িকা – বসন্তসেনা।

22) স্ত্রীচরিত্র বিহীন সংস্কৃত নাটক কোনটি?

উত্তর:– বিশাখদত্তের মুদ্রারাক্ষসম্

23) গীতগোবিন্দের রচয়িতা কে?

উত্তর:- কবি জয়দেব।

24) গীতগোবিন্দ এর সর্গসংখ্যা কত?

উত্তর:- বারোটি।

25) গীতগোবিন্দ এর শ্লোকসংখ্যা কত?

উত্তর:- আশিটি।

26) গীতগোবিন্দ এর গানেরসংখ্যা কত?

উত্তর:- চব্বিশটি।

27) জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি?

উত্তর:- শুল্বসূত্র।

28) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ?

উত্তর:- অথর্ববেদ

29) চরক কোন্ বিষয়ে পণ্ডিত ছিলেন?

উত্তর:- চিকিৎসা শাস্ত্র বিষয়ে পণ্ডিত ছিলেন।

30) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয়টি কি?

উত্তর:- চিকিৎসাবিজ্ঞান।

31) চরকসংহিতার ভাষ্য রচনা কে করেন?

উত্তর:- পতঞ্জলি।

32) আর্যভট্ট কোন্ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?

উত্তর:– জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্বজ্ঞান বিষয়ের সঙ্গে।

33) বরাহমিহির রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখো।

উত্তর:- পঞ্চসিদ্ধান্তিকা।

34) বরাহমিহির রচিত একটি ফলিত জ্যোতিষের একটি গ্রন্থের নাম লেখ।

উত্তর:- বৃহৎসংহিতা।

35) গুপ্তযুগের নিউটন কাকে বলে?

উত্তর:- আর্যভট্টকে

36) আর্যভট্টের লেখা একটি গ্রন্থের নাম লেখ।

উত্তর:- আর্যমহাসিদ্ধান্ত।

37) গণিত শব্দের অর্থ কী?

উত্তর:- সংখ্যা।

38) বীজগণিত শব্দটি প্রথম ব্যবহার করেন কে?

উত্তর:- পৃথুদক স্বামী।

39) ধন্বন্তরির শিষ্য কেছিলেন?

উত্তর:- সুশ্রুত।

অনুরূপ আলোচনা

সংস্কৃত সাহিত্যের আরও অন্যান্য বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর জানার জনন্য নিম্নের link এ click করুন।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment