সংস্কৃত ধাতুরূপ বিদ্

সংস্কৃত ধাতুরূপ বিদ্ বিষয়ক আলোচনা। এটি একটি দিবাদিগণীয় আত্মনেপদী ধাতু। আত্মনেপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ বিদ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। বিদ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য বিদ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ বিদ্ বিষয়ে উপস্থাপন।

ধাতুরূপ বিদ্

সংস্কৃত ধাতুরূপ বিদ্ এর কয়েকটি কথা।

ধাতুরূপবিদ্
বিভক্তি বিভাগআত্মনেপদী
ধাতু বিভাগদিবাদিগণীয়
অর্থথাকা, To be happen, to exist,

বিদ্ ধাতু (বাংলা হরফে)

বিদ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বিদ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় বিদ্য। বাংলা হরফে বিদ্ ধাতুরূপ লট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবিদ্যতেবিদ্যসেবিদ্যে
দ্বিবচনবিদ্যেতেবিদ্যেথেবিদ্যাবহে
বহুবচনবিদ্যন্তেবিদ্যধ্বেবিদ্যামহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে)

বাংলা হরফে বিদ্ ধাতুরূপ লোট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবিদ্যতাম্বিদ্যস্ববিদ্যৈ
দ্বিবচনবিদ্যেতাম্বিদ্যেথাম্বিদ্যাবহৈ
বহুবচনবিদ্যন্তাম্বিদ্যধ্বম্বিদ্যামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে বিদ্ ধাতুরূপ লঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅবিদ্যতঅবিদ্যথাঃঅবিদ্যে
দ্বিবচনঅবিদ্যেতাম্অবিদ্যেথাম্অবিদ্যাবহি
বহুবচনঅবিদ্যন্তঅবিদ্যধ্বম্অবিদ্যামহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে বিদ্ ধাতুরূপ বিধিলিঙ্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবিদ্যেতবিদ্যেথাঃবিদ্যেয়
দ্বিবচনবিদ্যেয়াতাম্বিদ্যেয়াথাম্বিদ্যেবহি
বহুবচনবিদ্যেরন্বিদ্যেধ্বম্বিদ্যেমহি

লৃট্ (ভবিষ্যত্ কাল)

বাংলা হরফে বিদ্ ধাতুরূপ লৃট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবেত্স্যতেবেত্স্যসেবেত্স্যে
দ্বিবচনবেত্স্যেতেবেত্স্যেথেবেত্স্যাবহে
বহুবচনবেত্স্যন্তেবেত্স্যধ্বেবেত্স্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে বিদ্ ধাতুরূপ লিট্ আত্মনেপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

বিভক্তিপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবিবিদেবিবিদিষেবিবিদে
দ্বিবচনবিবিদাতেবিবিদাথেবিবিদিবহে
বহুবচনবিবিদিরেবিবিদিধ্বেবিবিদিমহে
धातुरूप विद् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप विद्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनविद्यतेविद्यसेविद्ये
वहुवचनविद्येतेविद्येथेविद्यावहे
द्विवचनविद्यन्तेविद्यध्वेविद्यामहे
लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनविद्यताम्विद्यस्वविद्यै
वहुवचनविद्येताम्विद्येथाम्विद्यावहै
द्विवचनविद्यन्ताम्विद्यध्वम्विद्यामहै
लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअविद्यतअविद्यथाःअविद्ये
वहुवचनअविद्येताम्अविद्येथाम्अविद्यावहि
द्विवचनअविद्यन्तअविद्यध्वम्अविद्यामहि
विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनविद्येतविद्येथाःविद्येय
वहुवचनविद्येयाताम्विद्येयाथाम्विद्येवहि
द्विवचनविद्येरन्विद्येध्वम्विद्येमहि
लृट् (Future Tense)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवेत्स्यतेवेत्स्यसेवेत्स्ये
वहुवचनवेत्स्येतेवेत्स्येथेवेत्स्यावहे
द्विवचनवेत्स्यन्तेवेत्स्यध्वेवेत्स्यामहे
लिट् (Perfect)

संस्कृत धातुरूप विद्

विभक्तिप्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनविविदेविविदिषेविविदे
वहुवचनविविदातेविविदाथेविविदिवहे
द्विवचनविविदिरेविविदिध्वेविविदिमहे
বিদ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)উজ্জ্বল এখন বর্ধমানে থাকে।

উত্তর- অধুনা উজ্জ্বলঃ বর্ধমানে বিদ্যতে।

2) আগামী কাল আমি স্কুলে থাকব।

উত্তর- শ্বঃ অহং বিদ্যালয়ে বেত্স্যে।

3) গতকাল তুমি কলকাতায় ছিলে।

উত্তর- হ্যঃ ত্বং কলকাতায়াং অবিদ্যথাঃ।

বিদ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) বিদ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- বিদ্যস্ব।

2) বিদ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- বেত্স্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – নীল আকাশে মেঘ নেই।

উত্তর- নীলে নভসি মেঘঃ ন বিদ্যতে।

Leave a Comment