সংস্কৃত ধাতুরূপ কৃ

সংস্কৃত ধাতুরূপ কৃ বিষয়ক আলোচনা। এটি একটি তনাদিগণীয় উভয়পদী ধাতু। উভয়পদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ কৃ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। কৃ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কৃ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচিত। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ কৃ বিষয়ে উপস্থাপন। কৃ ধাতু সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য এবং সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য কৃ ধাতু জানা আবশ্যক। এছাড়াও WBSSC এর SLST পরীক্ষায় MCQ তে যা ধাতুরূপ অনুশীলন করতে হবে। কৃ ধাতুরূপ একাদশ শ্রেণীর SEMESTER – 1 পাঠ্য হিসেবে নির্দিষ্ট।

কৃ ধাতু

সংস্কৃত ধাতুরূপ কৃ এর কয়েকটি কথা।

ধাতুরূপকৃ
বিভক্তি বিভাগউভয়পদী
ধাতু বিভাগতনাদিগণীয়
অর্থকরা, To do

ধাতুরূপ কৃ (বাংলা হরফে)

কৃ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ (বর্তমান কাল)

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে কৃ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকরোতিকরোষিকরোমি
দ্বিবচনকুরুতঃকুরুথঃকুর্বঃ
বহুবচনকুর্বন্তিকুরুথকুর্মঃ

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকুরুতেকুরুষেকুর্বে
দ্বিবচনকুর্বাতেকুর্বাথেকুর্বহে
বহুবচনকুর্বতেকুরুধ্বেকুর্মহে

লোট্ (আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে

বাংলা হরফে কৃ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকরোতুকুরুকরবানি
দ্বিবচনকুরুতাম্কুরুতম্করবাব
বহুবচনকুর্বন্তুকুরুতকরবাম

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকুরুতাম্কুরুষ্বকরব
দ্বিবচনকুর্বাতাম্কুর্বাথাম্করবাবহৈ
বহুবচনকুর্বতাম্কুরুধ্বম্করবামহৈ

লঙ্ (অতীতকাল)

বাংলা হরফে কৃ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅকরোৎঅকরোঃঅকরবম্
দ্বিবচনঅকুরুতাম্অকুরুতম্অকুর্ব
বহুবচনঅকুর্বন্অকুরুতঅকুর্ম

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅকুরুতঅকুরুথাঃঅকুর্বি
দ্বিবচনঅকুর্বাতাম্অকুর্বাথাম্অকুর্বহি
বহুবচনঅকুর্বতঅকুরুধ্বম্অকুর্মহি

বিধিলিঙ্ (উচিত অর্থে)

বাংলা হরফে কৃ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকুর্যাৎকুর্যাঃকুর্যাম্
দ্বিবচনকুর্যাতাম্কুর্যাতম্কুর্যাব
বহুবচনকুর্যুঃকুর্যাতকুর্যাম

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকুর্বীতকুর্বীথাঃকুর্বীয়
দ্বিবচনকুর্বীয়াতাম্কুর্বীয়াথাম্কুর্বীবহি
বহুবচনকুর্বীরন্কুর্বীধ্বম্কুর্বীমহি

লৃট্ (ভবিষ্যৎ কাল)

বাংলা হরফে কৃ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকরিষ্যতিকরিষ্যসিকরিষ্যামি
দ্বিবচনকরিষ্যতঃকরিষ্যথঃকরিষ্যাবঃ
বহুবচনকরিষ্যন্তিকরিষ্যথকরিষ্যামঃ

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনকরিষ্যতেকরিষ্যসেকরিষ্যে
দ্বিবচনকরিষ্যেতেকরিষ্যেথেকরিষ্যাবহে
বহুবচনকরিষ্যন্তেকরিষ্যধ্বেকরিষ্যামহে

লিট্ (পরোক্ষে বা সুদূর অতীত)

বাংলা হরফে কৃ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচকারচকর্থচকার
দ্বিবচনচক্রতুঃচক্রথুঃচকৃব
বহুবচনচক্রুঃচক্রচকৃম

বাংলা হরফে কৃ ধাতুরূপ আত্মনেপদী রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হল।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনচক্রেচকৃষেচক্র
দ্বিবচনচক্রাতেচক্রাথেচকৃবহে
বহুবচনচক্রিরেচকৃধ্বেচকৃমহে
কৃ ধাতু থেকে জিজ্ঞাস্য

1) কৃ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- কুরু, করুষ্ব।

2) কৃ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- করিষ্যামঃ, করিষ্যামহে।

3) সংস্কৃতে অনুবাদ করো – আগুন সবকিছু পুড়িয়ে দেয়।

উত্তর- বহ্নিঃ সর্বং ভস্মসাৎ করোতি।
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE 👈

2 thoughts on “সংস্কৃত ধাতুরূপ কৃ”

Leave a Comment