সংস্কৃত ধাতুরূপ নৃৎ

সংস্কৃত ধাতুরূপ নৃৎ বিষয়ক আলোচনা। এটি একটি দিবাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ নৃৎ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। নৃৎ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য নৃৎ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ নৃৎ বিষয়ে উপস্থাপন। Nrit dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপনৃৎ
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগদিবাদিগণীয়
অর্থনাচা , To dance

ধাতুরূপ নৃৎ

দিবাদিগণীয় পরস্মৈপদী ধাতু নৃৎ। যার অর্থ নাচা ।

ধাতুরূপ নৃৎ (বাংলা হরফে)

নৃৎ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

নৃৎ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় নৃত্য। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে নৃৎ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচননৃত্যতিনৃত্যসিনৃত্যামি
দ্বিবচননৃত্যতঃনৃত্যথঃনৃত্যাবঃ
বহুবচননৃত্যন্তিনৃত্যথনৃত্যামঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ নৃৎ। বাংলা হরফে নৃৎ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচননৃত্যতুনৃত্যনৃত্যানি
দ্বিবচননৃত্যতাম্নৃত্যতম্নৃত্যাব
বহুবচননৃত্যন্তুনৃত্যতনৃত্যাম

লঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ নৃৎ। বাংলা হরফে নৃৎ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅনৃত্যৎঅনৃত্যঃঅনৃত্যম্
দ্বিবচনঅনৃত্যতাম্অনৃত্যতম্অনৃত্যাব
বহুবচনঅনৃত্যন্অনৃত্যতঅনৃত্যাম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ নৃৎ। বাংলা হরফে নৃৎ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচননৃত্যেৎনৃত্যেঃনৃত্যেয়ম্
দ্বিবচননৃত্যেতাম্নৃত্যেতম্নৃত্যেব
বহুবচননৃত্যেয়ুঃনৃত্যেতনৃত্যেম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ নৃৎ। বাংলা হরফে নৃৎ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচননর্তিষ্যতি, নর্ত্স্যতিনর্তিষ্যসি, নর্ত্স্যসিনর্তিষ্যামি, নর্ত্স্যামি
দ্বিবচননর্তিষ্যতঃ, নর্ত্স্যতঃনর্তিষ্যথঃ, নর্ত্স্যথঃনর্তিষ্যাবঃ, নর্ত্স্যাবঃ
বহুবচননর্তিষ্যন্তি, নর্ত্স্যন্তিনর্তিষ্যথ, নর্ত্স্যথনর্তিষ্যামঃ, নর্ত্স্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে নৃৎ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনননর্তননর্তিথননর্ত
দ্বিবচনননৃততুঃননৃতথুঃননৃতিব
বহুবচনননৃতুঃননৃতননৃতিম

धातुरूप नृत् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप नृत्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचननृत्यतिनृत्यसिनृत्यामि
वहुवचननृत्यतःनृत्यथःनृत्यावः
द्विवचननृत्यन्तिनृत्यथनृत्यामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचननृत्यतुनृत्यनृत्यानि
वहुवचननृत्यताम्नृत्यतम्नृत्याव
द्विवचननृत्यन्तुनृत्यतनृत्याम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअनृत्यत्अनृत्यःअनृत्यम्
वहुवचनअनृत्यताम्अनृत्यतम्अनृत्याव
द्विवचनअनृत्यन्अनृत्यतअनृत्याम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचननृत्येत्नृत्येःनृत्येयम्
वहुवचननृत्येताम्नृत्येतम्नृत्येव
द्विवचननृत्येयुःनृत्येतनृत्येम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचननर्तिष्यतिनर्तिष्यसिनर्तिष्यामि
वहुवचननर्तिष्यतःनर्तिष्यथःनर्तिष्यावः
द्विवचननर्तिष्यन्तिनर्तिष्यथनर्तिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप नृत्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनननर्तननर्तिथननर्त
वहुवचनननृततुःननृतथुःननृतिव
द्विवचनननृतुःननृतननृतिम
নৃৎ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1)বালিকাটি নাচ করবে।

উত্তর- বালিকা নর্তিষ্যতি।

2) তোমরা দুজন নাচ করেছিলে।

উত্তর- যুবাং অনৃত্যতম্।

3) বালিকাটি আনন্দে নাচ করছে।

উত্তর- বালিকা আনন্দেন নৃত্যতি।

নৃৎ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) নৃত্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- নৃত্য।

2) নৃত্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- নর্তিষ্যামঃ, নর্ত্স্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – শ্রীরামকৃষ্ণ আনন্দে নাচ করতে লাগলেন।

উত্তর- শ্রীরামকৃষ্ণঃ আনন্দেন নৃত্যতি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment