সংস্কৃত ধাতুরূপ ই

সংস্কৃত ধাতুরূপ ই বিষয়ক আলোচনা। এটি একটি অদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ই বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ই ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ই ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ই বিষয়ে উপস্থাপন। I dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ই ধাতুরূপ

সংস্কৃত ধাতুরূপ ই এর কয়েকটি তথ্য।

ধাতুরূপ
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগঅদাদিগণীয়
অর্থযাওয়া, To go

ধাতুরূপ রুদ্ (বাংলা হরফে)

ই ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে ই ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনএতিএষিএমি
দ্বিবচনইতঃইথঃইবঃ
বহুবচনযন্তিইথইমঃ

লোট্ লকার

সংস্কৃত ধাতুরূপ ই। বাংলা হরফে ই ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনএতুইহিঅয়ানি
দ্বিবচনইতাম্ইতম্অয়াব
বহুবচনযন্তুইতঅয়াম

লঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ ই। বাংলা হরফে ই ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঐৎঐঃআয়ম্
দ্বিবচনঐতাম্ঐতম্ঐব
বহুবচনআয়ন্ঐতঐম

বিধিলিঙ্ লকার

সংস্কৃত ধাতুরূপ ই। বাংলা হরফে ই ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইয়াৎইয়াঃইয়াম্
দ্বিবচনইয়াতাম্ইয়াতম্ইয়াব
বহুবচনইয়ুঃইয়াতইয়াম

লৃট্ লকার

সংস্কৃত ধাতুরূপ ই। বাংলা হরফে ই ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনএষ্যতিএষ্যসিএষ্যামি
দ্বিবচনএষ্যতঃএষ্যথঃএষ্যাবঃ
বহুবচনএষ্যন্তিএষ্যথএষ্যামঃ

লিট্ লকার

সংস্কৃত ধাতুরূপ ই। বাংলা হরফে ই ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইয়ায়ইয়য়িথইয়ায়
দ্বিবচনঈয়তুঃঈয়থুঃঈয়িব
বহুবচনঈয়ুঃঈয়ঈয়িম

धातुरूप इ (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप इ

लट् (Present Tense)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनएतिएषिएमि
वहुवचनइतःइथःइवः
द्विवचनयन्तिइथइमः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनएतुइहिअयानि
वहुवचनइताम्इतम्अयाव
द्विवचनयन्तुइतअयाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनऐत्ऐःआयम्
वहुवचनऐताम्ऐतम्ऐव
द्विवचनआयन्ऐतऐम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइयात्इयाःइयाम्
वहुवचनइयाताम्इयातम्इयाव
द्विवचनइयुःइयातइयाम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनएष्यतिएष्यसिएष्यामि
वहुवचनएष्यतःएष्यथःएष्यावः
द्विवचनएष्यन्तिएष्यथएष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप इ

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइयायइययिथइयाय
वहुवचनईयतुःईयथुःईयिव
द्विवचनईयुःईयईयिम
রুদ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) ই ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ইহি।

2) ই ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- এষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – এখানে এসো।

উত্তর- অত্র ইহি।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment