সংস্কৃত ধাতুরূপ ভূ

সংস্কৃত ধাতুরূপ ভূ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ভূ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ভূ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ভূ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ভূ বিষয়ে উপস্থাপন। Bhu dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপভূ
বিভক্তি বিভাগপরস্মৈপদ
ধাতু বিভাগভ্বাদিগণীয়
অর্থহওয়া

ধাতুরূপ ভূ

ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু ভূ । যার অর্থ হওয়া।

ধাতুরূপ ভূ (বাংলা হরফে)

ভূ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

ভূ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় ভব। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে ভূ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভবতিভবসিভবামি
দ্বিবচনভবতঃভবথঃভবাবঃ
বহুবচনভবন্তিভবথভবামঃ

লোট্ লকার

বাংলা হরফে ভূ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভবতুভবভবানি
দ্বিবচনভবতাম্ভবতম্ভবাব
বহুবচনভবন্তুভবতভবাম

লঙ্ লকার

বাংলা হরফে ভূ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঅভবৎঅভবঃঅভবম্
দ্বিবচনঅভবতাম্অভবতম্অভবাব
বহুবচনঅভবন্অভবতঅভবাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে ভূ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভবেৎভবেঃভবেয়ম্
দ্বিবচনভবেতাম্ভবেতম্ভবেব
বহুবচনভবেয়ুঃভবেতভবেম

লৃট্ লকার

বাংলা হরফে ভূ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনভবিষ্যতিভবিষ্যসিভবিষ্যামি
দ্বিবচনভবিষ্যতঃভবিষ্যথঃভবিষ্যাবঃ
বহুবচনভবিষ্যন্তিভবিষ্যথভবিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে ভূ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনবভূববভূবিথবভূব
দ্বিবচনবভূবতুঃবভূবথুঃবভূবিব
বহুবচনবভূবুঃবভূববভূবিম

धातुरूप भू (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप भू

लट् (Present Tense)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभवतिभवसिभवामि
वहुवचनभवतःभवथःभवावः
द्विवचनभवन्तिभवथभवामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभवतुभवभवानि
वहुवचनभवताम्भवतम्भवाव
द्विवचनभवन्तुभवतभवाम

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनअभवत्अभवःअभवम्
वहुवचनअभवताम्अभवतम्अभवाव
द्विवचनअभवन्अभवतअभवाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभवेत्भवेःभवेयम्
वहुवचनभवेताम्भवेतम्भवेव
द्विवचनभवेयुःभवेतभवेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनभविष्यतिभविष्यसिभविष्यामि
वहुवचनभविष्यतःभविष्यथःभविष्यावः
द्विवचनभविष्यन्तिभविष्यथभविष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप भू

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनवभूववभूविथवभूव
वहुवचनवभूवतुःवभूवथुःवभूविव
द्विवचनवभूवुःवभूववभूविम
ভূ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1) ছাত্ররা শিক্ষিত হচ্ছে।

উত্তর- ছাত্রাঃ শিক্ষিতঃ ভবতি।

2) মানুষেরা বিদ্বান্ হউক।

উত্তর- নরাঃ বিদ্বাংসঃ ভবন্তি।

3) আমরা হই।

উত্তর- বয়ং ভবামঃ।

ভূ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) ভূ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ভব।

2) ভূ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- ভবামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – আমরা দুইজন আনন্দিত হচ্ছি।

উত্তর- আবাম্ আনন্দিতৌ ভবাবঃ।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

1 thought on “সংস্কৃত ধাতুরূপ ভূ”

  1. Great post! I enjoyed reading it and learned a lot. Your writing style is engaging and easy to follow, and the information you provided was very helpful. Thank you for sharing your knowledge and expertise on this topic. Keep up the good work.

    Reply

Leave a Comment