সংস্কৃত ধাতুরূপ ভূ বিষয়ক আলোচনা। এটি একটি ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ভূ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ভূ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ভূ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ভূ বিষয়ে উপস্থাপন। Bhu dhatu in sanskrit । সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।
ধাতুরূপ | ভূ |
বিভক্তি বিভাগ | পরস্মৈপদ |
ধাতু বিভাগ | ভ্বাদিগণীয় |
অর্থ | হওয়া |
ধাতুরূপ ভূ
ভ্বাদিগণীয় পরস্মৈপদী ধাতু ভূ । যার অর্থ হওয়া।
ধাতুরূপ ভূ (বাংলা হরফে)
ভূ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ লকার
ভূ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় ভব। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়। বাংলা হরফে ভূ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ভবতি | ভবসি | ভবামি |
দ্বিবচন | ভবতঃ | ভবথঃ | ভবাবঃ |
বহুবচন | ভবন্তি | ভবথ | ভবামঃ |
লোট্ লকার
বাংলা হরফে ভূ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ভবতু | ভব | ভবানি |
দ্বিবচন | ভবতাম্ | ভবতম্ | ভবাব |
বহুবচন | ভবন্তু | ভবত | ভবাম |
লঙ্ লকার
বাংলা হরফে ভূ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | অভবৎ | অভবঃ | অভবম্ |
দ্বিবচন | অভবতাম্ | অভবতম্ | অভবাব |
বহুবচন | অভবন্ | অভবত | অভবাম |
বিধিলিঙ্ লকার
বাংলা হরফে ভূ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ভবেৎ | ভবেঃ | ভবেয়ম্ |
দ্বিবচন | ভবেতাম্ | ভবেতম্ | ভবেব |
বহুবচন | ভবেয়ুঃ | ভবেত | ভবেম |
লৃট্ লকার
বাংলা হরফে ভূ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ভবিষ্যতি | ভবিষ্যসি | ভবিষ্যামি |
দ্বিবচন | ভবিষ্যতঃ | ভবিষ্যথঃ | ভবিষ্যাবঃ |
বহুবচন | ভবিষ্যন্তি | ভবিষ্যথ | ভবিষ্যামঃ |
লিট্ লকার
বাংলা হরফে ভূ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | বভূব | বভূবিথ | বভূব |
দ্বিবচন | বভূবতুঃ | বভূবথুঃ | বভূবিব |
বহুবচন | বভূবুঃ | বভূব | বভূবিম |
धातुरूप भू (देवनागरी हरफ)
संस्कृत धातुरूप भू
लट् (Present Tense)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | भवति | भवसि | भवामि |
वहुवचन | भवतः | भवथः | भवावः |
द्विवचन | भवन्ति | भवथ | भवामः |
लोट् (Imperative Mood)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | भवतु | भव | भवानि |
वहुवचन | भवताम् | भवतम् | भवाव |
द्विवचन | भवन्तु | भवत | भवाम |
लङ् (Imperfect Tense)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | अभवत् | अभवः | अभवम् |
वहुवचन | अभवताम् | अभवतम् | अभवाव |
द्विवचन | अभवन् | अभवत | अभवाम |
विधिलिङ् (Potential Mood)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | भवेत् | भवेः | भवेयम् |
वहुवचन | भवेताम् | भवेतम् | भवेव |
द्विवचन | भवेयुः | भवेत | भवेम |
लृट् (Future Tense)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | भविष्यति | भविष्यसि | भविष्यामि |
वहुवचन | भविष्यतः | भविष्यथः | भविष्यावः |
द्विवचन | भविष्यन्ति | भविष्यथ | भविष्यामः |
लिट् (Perfect)
संस्कृत धातुरूप भू
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | वभूव | वभूविथ | वभूव |
वहुवचन | वभूवतुः | वभूवथुः | वभूविव |
द्विवचन | वभूवुः | वभूव | वभूविम |
ভূ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ
1) ছাত্ররা শিক্ষিত হচ্ছে।
উত্তর- ছাত্রাঃ শিক্ষিতঃ ভবতি।
2) মানুষেরা বিদ্বান্ হউক।
উত্তর- নরাঃ বিদ্বাংসঃ ভবন্তি।
3) আমরা হই।
উত্তর- বয়ং ভবামঃ।
ভূ ধাতু থেকে জিজ্ঞাস্য
উত্তর- ভব।
উত্তর- ভবামঃ।
উত্তর- আবাম্ আনন্দিতৌ ভবাবঃ।
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈