পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর

পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর দ্বাদশ শ্রেণীর SEMESTER – 3 পাঠ্য হিসেবে নির্দিষ্ট। পুরাণের সংক্ষিপ্ত পরিচয় জানতে হবে। থেকে তিনটি বহুবিকল্প (MCQ) ভিত্তিক প্রশ্ন থাকবে ( 1 X 3 = 3 )।

প্রাচীন ভারতীয় ইতিহাস জানতে হলে পুরাণগুলির আলোচনা যে একন্তু অপরিহার্য’ এবিষয়ে, Pargiter-ই সর্বপ্রথম বিংশ শতকের গোড়ার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তার পূর্বে আমরা, ভারতীয়েরাও পুরাণগুলিকে শুধুমাত্র রূপকথার বেশী মূল্য দিতে নারাজ ছিলাম। Pargiter এর পূর্বে আরও কয়েকজন পণ্ডিত পুরাণসাহিত্যের আলোচনা করেছেন সত্য কিন্তু যে নিছক গল্প এবং ঐতিহাসিক সত্যের সংমিশ্রণে পুরাণগুলি রচিত, সেগুলির মধ্যে কেহই সফলতার সঙ্গে একটা সীমারেখা টানতে পারেন নাই। Wilson পুরাণসাহিত্যের আলোচনায় আমাদের পথিকৃৎ এবং পুরাণগুলির সম্বন্ধে তাঁহার ধারণা যে সেগুলি “are only pious frauds written in subservience to sectarian imposture.”

‘পুরাণ’ শব্দের মূল অর্থ’ ‘প্রাচীন কথা’। ব্রাহ্মণ ও উপনিষদ্, সাহিত্যেও পুরাণের উল্লেখ আছে এবং সেখানে ‘ইতিহাসপুরাণ’ শব্দের একত্র উল্লেখ করা হয়েছে। বৈদিক ‘পুরাণ’ শব্দের অর্থ সাহিত্যে আখ্যান, উপাখ্যান, পুরাণ, ইতিহাস প্রায় সমর্থকরূপে ব্যবহৃত হয়েছে। ‘পুরাণ’ শব্দের বাৎপত্তিগত অর্থ হইল “পুরাকালীন”। MCQ প্রশ্নোত্তর জানতে হলে খুব সহজ হবে পুরাণের ছোট প্রশ্নোত্তর👈 link এ click করে একটু জেনে নাও।

পুরাণকয়টি
পুরাণের রচয়িতামহর্ষি ব্যাস
পুরাণের পঞ্চলক্ষণসর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত
মহাপুরাণ18 টি
উপপুরাণ18 টি

MCQ প্রশ্ন ও উত্তর

পুরাণ থেকে MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিম্নে দেওয়া হল। প্রতিটি MCQ প্রশ্ন নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে, শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।

1. পুরাণগুলির রচয়িতা কে— 

(A) মহর্ষি কাত্যায়ন

(B) মহর্ষি বাল্মীকি

(C) মহর্ষি ব্যাস

(D) কোনটিই নয়

2. ‘পুরাণ’ শব্দের অর্থ— 

(A) প্রাচীনকাহিনী

(B) লোককাহিনী

(C) জনশ্রুতি

(D) কোনটিই নয়

3. সায়ণ ‘পুরাণ’ শব্দের অর্থে বলেছেন— 

(A) পুরা পূর্বস্মিন্ কালে ভবঃ অর্থাৎ যার অর্থ পুরাতন

(B) পুরা নবং ভবতি

(C) পুরাতন বৃত্তান্ত কথনরূপ আখ্যান

(D) কোনটিই নয়

4. পুরাণের লক্ষণ কয়টি— 

(A) 4 টি

(B) 5 টি

(C) 6 টি

(D) 7 টি

5. মহাপুরাণের সংখ্যা কত— 

(A) 16 টি

(B) 17 টি

(C) 18 টি

(D) 19 টি

6. উপপুরাণের সংখ্যা কত— 

(A) 16 টি

(B) 17 টি

(C) 18 টি

(D) 19 টি

7. শৈবপুরাণ কার অপর নাম— 

(A) বিষ্ণুপুরাণ

(B) বায়ুপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

8. সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধপুরাণের নাম কী— 

(A) বিষ্ণুপুরাণ

(B) বায়ুপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

9. সর্ববৃহৎ পুরাণের নাম কী— 

(A) বিষ্ণুপুরাণ

(B) বায়ুপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

10. ক্ষুদ্রতম পুরাণের নাম কী— 

(A) কূর্মপুরাণ

(B) বায়ুপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

11. স্কন্দপুরাণের শ্লোকসংখ্যা কত— 

(A) 71000 টি

(B) 17000 টি

(C) 18000 টি

(D) 81000 টি

12. পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায়— 

(A) ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর

(B) ব্রহ্মা, বিষ্ণু, কার্ত্তিক

(C) ব্রহ্মা, গণেশ, মহেশ্বর

(D) সরস্বতী, বিষ্ণু, মহেশ্বর

13. কোন পুরাণ ‘পঞ্চমবেদ’ নামে পরিচিত— 

(A) কূর্মপুরাণ

(B) বায়ুপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

14. কোন পুরাণকে ‘’বিশ্বকোষ” বলে— 

(A) কূর্মপুরাণ

(B) অগ্নিপুরাণ

(C) ভাগবতপুরাণ

(D) স্কন্দপুরাণ

অনুরূপ পাঠ

SEMESTER – 3 এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করো

ধন্যবাদ

দুর্বাসসঃ অভিশাপঃ থেকে MCQ প্রশ্ন ও উত্তর তথা আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈

Leave a Comment