এই অধ্যায়ের আলোচ্য বিষয় এককথায় প্রকাশ। সংস্কৃত এককথায় প্রকাশ এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। দ্বাদশ শ্রেণী ছাড়াও স্নাতক ও অনান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিক্ষার্থীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয়। Substitute single word । এই এককথায় প্রকাশগুলি উচ্চমাধ্যমিক 2025 এর জন্য Suggestive কিছু দেওয়া হয়েছে।
প্রতিটিভাষাতেই কিছু কিছু বাক্য আছে যেগুলি একটি শব্দে বা পদে বোঝানো যায়। সংস্কৃত ভাষার ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। কোনো বাক্য বা বাক্যের অংশকে একটিমাত্র শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ বলে। এতে অর্থের কোনো পরিবর্তন না হয়েও বাক্য যেমন সংক্ষিপ্ত ও সুন্দর হয়, তেমনি শব্দ সম্পর্কে ধারণা বাড়ে।
এককথায় প্রকাশ
এককথায় প্রকাশ :- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ‘Suggestive’ সংস্কৃত এককথায় প্রকাশ অত্যন্ত সুচারুভাবে লিখিত হল। পরবর্তী অন্য একটি অধ্যায়ে বিস্তারিতভাবে কৃত্ ও তদ্ধিত্ প্রত্যয়গত, সমাসগত, নামধাতুগত বিভাগ অনুযায়ী এককথায় প্রকাশ আলোচনা করবো।
1. জননাং সমূহঃ – জনতা।
2. গজানাং সমূহঃ – গজতা।
3. পাতুম্ ইচ্ছতি – পিপাসতি।
4. শ্রোতুম্ ইচ্ছতি – শুশ্রূষতে।
5. দ্রষ্টুম্ ইচ্ছতি – দিদৃক্ষতে।
6. জ্ঞাতুম্ ইচ্ছতি – জিজ্ঞাসতে।
7. জেতুম্ ইচ্ছতি – জিগীষতি।
8. লব্ধুম্ ইচ্ছতি – লিপ্সতে।
9. দাতুম্ ইচ্ছতি – দিৎসতি / দিৎসতে।
10. হন্তুম্ ইচ্ছতি – জিঘাংসতি।
11. গন্তুম্ ইচ্ছতি – জিগমিষতি।
11. কর্তুম্ ইচ্ছতি – চিকীর্ষতি / চিকীর্ষতে।
12. পুনঃ পুনঃ জ্বলতি – জাজ্বল্যতে।
13. পুনঃ পুনঃ/ ভৃশং নৃত্যতি – নরীনৃত্যতে।
14. পুনঃ পুনঃ হন্তি – জেঘ্নীয়তে।
15. পুনঃ পুনঃ/ ভৃশং রোদিতি – রোরুদ্যতে।
16. পুনঃ পুনঃ/ কুটিলং গচ্ছতি – জঙ্গম্যতে।
17. কন্যায়াঃ অপত্যং – কানীনঃ।
18. ব্যাসস্য অপত্যং পুমান্ – বৈয়াসকিঃ।
19. দশরথস্য অপত্যং পুমান্ – দাশরথিঃ।
20. রাবণস্য অপত্যং পুমান্ – রাবণিঃ।
21. কুন্ত্যাঃ অপত্যং পুমান্ – কৌন্তেয়ঃ।
22. রঘোরপত্যং পুমান্ – রাঘবঃ।
23. যদোঃ অপত্যং পুমান্ – যাদবঃ।
24. মনোরপত্যং পুমান্ – মানবঃ।
25. দিতেঃ অপত্যং পুমান্ – দৈত্যঃ।
26. গঙ্গায়াঃ অপত্যং পুমান্ – গাঙ্গেয়ঃ।
27.সরমায়াঃ অপত্যং পুমান্ – সারমেয়ঃ।
28. পুত্রস্য অপত্যং পুমান্ – পৌত্রঃ ।
29. শব্দং করোতি – শব্দায়তে।
30. কলহং করোতি – কলহায়তে।
31. ইন্দ্রস্য পত্নী – ইন্দ্রানী।
32. সূর্যস্য দেবতা স্ত্রী – সূর্যা।
33. সূর্যস্য মানবী পত্নী – সূরী।
34. যবনস্য স্ত্রী – যবনী।
35. আচার্যস্য পত্নী – আচার্যানী।
36. শিবস্য উপাসকঃ – শৈবঃ।
37. বিষ্ণোঃ উপাসকঃ – বৈষ্ণবঃ।
38. গণপতি দেবতা অস্য – গাণপতঃ।
39. বচনাদ্ অনন্তরম্ – উক্ত্বা।
40. বাসং কৃত্বা – উষিত্বা।
41. কস্মিন্ কালে – কদা।
42. পূর্বস্মিন্ অহনি – পূর্বেদ্যুঃ।
43. পরস্মিন্ অহনি – পরেদ্যুঃ।
44. অন্যস্মিন্ অহনি – অন্যেদ্যুঃ।
45. অন্যেন প্রকারেণ – অন্যথা।
46. রাজা ইব আচরতি – রাজায়তে।
47. সুখমনুভবতি – সুখায়তে।
48. আত্মনঃ পুত্রম্ ইচ্ছতি – পুত্রীয়তি/ পুত্রকাম্যতি।
49. পুত্রমিব আচরতি – পুত্রীয়তি।
50. ধনম্ অস্য অস্তি – ধনবান্ / ধনী।
51. মহৎ অরণ্যম্ – অরণ্যানি।
52. কুলে জাতঃ – কুলজঃ/ কুলীনঃ।
53. সভায়াং সাধুঃ – সভ্যঃ।
54. নদী মাতা যস্য সঃ – নদীমাতৃকঃ।
55.. সীতা জায়া যস্য সঃ – সীতাজানিঃ।
56. যুবতি জায়া যস্য সঃ – যুবজানিঃ।
57. ভিক্ষায়াঃ অভাবঃ – দুর্ভিক্ষম্।
58. ত্রয়ানাং লোকানাং সমাহারঃ – ত্রিলোকী।
59. দিনম্ দিনম্ – প্রতিদিনম্।
60. তপশ্চরতি – তপস্যতি।
61. ব্যাকরণং বেত্তি/অধীতে – বৈয়াকরণঃ।
62. মাতুঃ পিতা – মাতামহঃ।
63. জেতুং শক্যম্ – জয্যম্।
64. যববনানাং লিপি – যবনানী।
65. দুষ্টঃ যবঃ – যবানী।
এককথায়প্রকাশ থেকে জিজ্ঞাস্য
1) দর্শনং বেত্তি যঃ সঃ?
2) সরমায়াঃ অপত্যং পুমান্?
3) পুনঃ পুনঃ রোচতে?
সংস্কৃত শব্দযুগলের অর্থ পার্থক্য জানতে Link এ click করুন।