মহাভারতের ছোট প্রশ্নোত্তর
এই অধ্যায়ের আলোচ্য বিষয় মহাভারতের ছোট প্রশ্নোত্তর । এখানে মহাভারতের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি স্নাতক, স্নাতকোত্তর ও স্কুল সার্ভিস কমিশনের WBSSC ( SLST ) সিলেবাস অনুসারে আলোচিত হল। স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের মহাভারতের ছোট প্রশ্নোত্তর কন্ঠস্থ করতে হবে। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের লোকোত্তর তপঃপ্রভাবে ভারতের চিরন্তন আত্মার মহাজাগরণ ঘটেছে মহাভারতে। এখানে ভরত বংশীয়দের মহাযুদ্ধের কাহিনি আঠারোটি …