সংস্কৃত শব্দরূপ নর

এই অধ্যায়ের আলোচ্য বিষয় সংস্কৃত শব্দরূপ নর । নর শব্দ একটি অ-কারান্ত শব্দ। সংস্কৃত শব্দরূপ নর বাংলা ও দেবনাগরী হরফে নিচে দেওয়া হল। নর শব্দের বিভক্তি ও বচন অনুসারে অর্থও দেওয়া হয়েছে। এই শব্দরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য নর শব্দ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই শব্দরূপ কন্ঠস্থ করতে হবে।

অর্থযুক্ত এক বা একাধিক বর্ণের সমষ্ঠিকে শব্দ বলে। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য শব্দরূপ জানা আবশ্যক। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দসমূহের সুপ্ বিভক্তি যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থের প্রয়োজনে বিভক্তি, বচন ও লিঙ্গ ভেদে রূপের যে পরিবর্তন হয়, তাকে শব্দরূপ বলে। শব্দের অপর নাম প্রাতিপদিক। যথা- নর, মুনি, নদী ইত্যাদি। বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম শব্দের উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়, তাদের শব্দ বিভক্তি বা সুপ্ বিভক্তি বলে। প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি সাতটি। সুতরাং সুপ্ বিভক্তি বচন ভেদে সর্বসমেত একুশটি রূপ আছে।

সংস্কৃত শব্দরূপ নর শব্দের লিঙ্গ ও অর্থ।

শব্দরূপনর
শব্দভেদঅ-কারান্ত
লিঙ্গভেদপুংলিঙ্গ
অর্থমানুষ, মানব

সংস্কৃত শব্দরূপ নর (বাংলা হরফে)

সংস্কৃত শব্দরূপ নর শব্দের বাংলা হরফে রূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমানরঃনরৌনরাঃ
দ্বিতীয়ানরম্নরৌনরান্
তৃতীয়া নরেণনরাভ্যাম্নরৈঃ
চতুর্থীনরায়নরাভ্যাম্নরেভ্যঃ
পঞ্চমীনরাৎনরাভ্যাম্নরেভ্যঃ
ষষ্ঠীনরস্যনরয়োঃনরাণাম্
সপ্তমীনরেনরয়োঃনরেষু
সম্বোধন নরনরৌনরাঃ

নর শব্দরূপ (দেবনাগরী হরফে)

সংস্কৃত শব্দরূপ নর শব্দের দেবনাগরী হরফে রূপ।

बिभक्तिएकबचनद्बिबचनबहुबचन
प्रथमानरःनरौनराः
द्बितीय़ानरम्नरौनरान्
तृतीय़ानरेणनराभ्याम्नरैः
चतुर्थीनरायनराभ्याम्नरेभ्यः
पञ्चमीनरात्नराभ्याम्नरेभ्यः
षष्ठीनरस्यनरयोःनराणाम्
सप्तमीनरेनरयोःनरेषु
सम्बोघननरनरौनराः

নর শব্দরূপের বাংলায় অর্থ

সংস্কৃত শব্দরূপ নর শব্দের বৈভক্তি ও বচন ভেদে প্রত্যেকটি পদের অর্থ দেওয়া হয়েছে।

বিভক্তি একবচনদ্বিবচন বহুবচন
প্রথমানরঃ
একজন মানুষ
নরৌ
দুইজন মানুষ
নরাঃ
মানুষেরা
দ্বিতীয়ানরম্
একজন মানুষকে
নরৌ
দুইজন মানুষকে
নরান্
মানুষ গুলিকে
তৃতীয়ানরেণ
একজন মানুষ দ্বারা
নরাভ্যাম্
দুইজন মানুষ দ্বারা
নরৈঃ
মানুষগুলির দ্বারা
চতুর্থীনরায়
একজন মানুষের জন্য
নরাভ্যাম্
দুইজন মানুষের জন্য
নরেভ্যঃ
মানুষগুলির জন্য
পঞ্চমীনরাৎ
একজন মানুষ হতে
নরাভ্যাম্
দুইজন মানুষ হতে
নরেভ্যঃ
অনেক মানুষ হতে
ষষ্ঠীনরস্য
একজন মানুষের
নরয়োঃ
দুইজন মানুষের
নরাণাম্
অনেক মানুষের
সপ্তমীনরে
একজন মানুষে
নরয়োঃ
দুইজন মানুষে
নরেষু
অনেক মানুষে
সম্বোধননর
হে মানুষ
নরৌ
হে মানুষ দুইজন
নরাঃ
হে মানুষগণ

নর শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহ

নর শব্দরূপের অনুরূপ শব্দ বাংলায় অর্থ সহনিম্নে দেওয়া হল।

শব্দবাংলা অর্থ
বালকবালক
বায়সকাক
অশ্বঘোডা
সূর্যসূর্য
চন্দ্রচাঁদ
সর্পসাপ
হস্তহাত
বিহগপাখি
কেশচুল
মত্স্যমাছ
গ্রন্থবই
দেবদেবতা
ছাত্রপাঠক
সিংহসিংহ
দন্তদাঁত
দিবসদিন
আলয়ঘর
জনকপিতা
রজকধোপা
গজহাতি
পবনবাতাস
মাতুলমামা
সারমেয়কুকুর
মূষিকইঁদুর
মার্গপথ

নর শব্দের অনুরূপ অনুবাদের আদর্শ

1 ) একজন মানুষ – নরঃ ।

2) দুইজন বালক—- বালকৌ ।

3) হাতিগুলি ——গজাঃ।

4) অনেক ছাত্রকে —- ছাত্রান্।

5) স্কুলের ছাত্ররা —- স্কুলস্য ছাত্রাঃ ।

6) আমরা বালক– বয়ং বালকাঃ।

7) ছাত্রদের — ছাত্রনাম্।

নর শব্দরূপ থেকে জিজ্ঞাস্য

1) নর শব্দের তৃতীয়ার একবচন ?

নরেণ

2) নর শব্দের ষষ্ঠীর বহুবচন ?

নরাণাম্

3) নর শব্দের সপ্তমীর দ্বিবচন?

নরয়োঃ

4) নর শব্দের দ্বিতীয়ার বহুবচন ?

নরান্
ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

সংস্কৃত শব্দরূপের মূল Page এ যেতে CLICK HERE👈

Leave a Comment