স্বপ্নবাসবদত্তম্

কালিদাস পূর্ব নাট্যকারদের মধ্যে অন্যতম মহাকবি ভাসের সর্বশ্রষ্ঠ নাটক স্বপ্নবাসবদত্তম্। এই নাটক সম্পর্কে টীকা লেখা হল। স্বপ্নবাসবদত্তম্ WBCHSE এর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যও মৃচ্ছকটিকম্ সম্পর্কে নিখুতভাবে জানা দরকার। WBSSC এর SLST ক্ষেত্রে এই আলোচ্য বিষয় অতীব জরুরী। swapnavasabdattam in bengali ।

আমরা যাকে সাহিত্য বলি, সংস্কৃত অলংকার শাস্ত্রে তাই কাব্য নামে চিহ্নিত। রসাত্মক বাক্যে গুণ, অলংকারের মন্ডন ছাড়িয়ে কাব্যের অন্তর্গঢ় রসরূপ সহৃদয় পাঠকের মন আপ্লুত করে।সংস্কৃত সাহিত্যে ‘কাব্যং দ্বিবিধং দৃশ্যং শ্রব্যং চ’ অর্থাৎ কাব্য দুই প্রকার দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য। দৃশ্যকাব্যের আধুনিক প্রতিশব্দ নাটক। মঞ্চে অভিনয় দর্শনের মাধ্যমে দৃশ্যকাব্য উপস্থাপিত হয়। এই দৃশ্যকাব্যের অপর নাম রূপক; কারণ এতে পাত্র-পাত্রীর উপর, নাটকীয় চরিত্রের রূপ আরোপ করা হয়। গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে ছয় অঙ্কে রচিত সর্বশ্রেষ্ঠ নাটক স্বপ্নবাসবদত্তম্ ।

স্বপ্নবাসবদত্তম্মহাকবি ভাস
অঙ্ক সংখ্যা6 টি
উৎসবৃহৎকথা
নায়কউদয়ন
নায়িকাবাসবদত্তা
বিদূষকবাসন্তক

স্বপ্নবাসবদত্তম্ সম্পর্কে আলোচনা কর

ভূমিকা – কালিদাস পূর্বযুগের শ্রেষ্ঠ নাট্যকার মহাকবি ভাস। তিনি সম্ভবতঃ খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতকে আবির্ভূত হয়েছিলেন বলে ধরা হয়। গুণাঢ্যের বৃহৎ কথা অবলম্বনে ছয় অঙ্কে রচিত সর্বশ্রেষ্ঠ নাটক “স্বপ্নবাসবদত্তম্”।

বিষয়বস্তু – শত্রু দ্বারা উদয়নের রাজ্য আক্রান্ত হয়। মন্ত্রী যৌগন্ধরায়ণ বুঝতে পারেন মগধ রাজের সঙ্গে আত্মীয়রা ছাড়া হৃত রাজ্য উদ্ধার করা সম্ভব নয়। তাই তিনি নিজের ও রানী বাসবদত্তার অগ্নিদাহে মৃত্যুর খবর প্রচার করেন। পরে ছদ্মবেশে মগধ রাজকন্যা পদ্মাবতীর কাছে নিজ ভগিনীর পরিচয়ে কিছুকালের জন্য গচ্ছিত রাখেন।

পরবর্তী সময়ে পদ্মাবতীর সঙ্গে উদয়নের বিবাহ হয়। কিন্তু উদয়ন পদ্মাবতীকে স্ত্রীরূপে পেয়েও বাসবদত্তাকে ভুলতে পারেননি। একদিন পদ্মাবতী শিরঃপীড়ায় অসুস্থ হয়ে সমুদ্রগৃহে বিশ্রাম করছেন, একথা জেনে উদয়ন সেখানে গিয়ে পদ্মাবতীকে দেখতে না পেয়ে শূন্যশয্যায় শুয়ে পড়েন। পদ্মাবতীর অসুস্থতার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে কম আলোয় ঘুমন্ত উদয়নকে পদ্মাবতী মনে করে তার পাশে শুয়ে পড়েন। স্বপ্নে উদয়ন বাসবদত্তাকে দেখে ঘুমন্ত অবস্থায় তার সাথে কথা বলতে থাকেন। তখন বাসদাত্তা উদয়নের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে চলে যান। উদয়ন তাকে ধরতে গিয়ে ব্যর্থ হন। এই স্বপ্ন দৃশ্য হতেই নাটকটির নাম হয় স্বপ্নবাসবদত্তা। পরে মগধরাজের সহায়তায় হৃতরাজ্য পুনরায় উদ্ধার হয়। উভয়ের পরিচয় প্রকাশ পেলে পুনর্মিলন ঘটে।

মূল্যায়ণ :- এমন সহজ সরল নাটকীয় সংলাপ অন্যত্র পাওয়া যায় না। অবান্তর ঘটনা বাহুল্যে নাটকটি কোথাও ভারাক্রান্ত হয়নি। বর্ণনায় তিনি অসম্ভব রকমের সংযমের পরিচয় দিয়েছেন। এমন মঞ্চোপযোগী নাটক সংস্কৃত সাহিত্যে আর দেখা যায় না। এক কথায় নাটকীয় ঘটনা বিন্যাসে, চরিত্র চিত্রনে নাট্য পরিবেশনে এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণে নাটকটি সত্যিই শ্রেষ্ঠত্বের দাবি রাখে।

অনুরূপ পাঠ

ভাসের পঞ্চরাত্র নাটক এর মত একইধরণের বিষয় জানতে নিম্নের LINK এ CLICK করুন ।

স্বপ্নবাসবদত্তা সম্পর্কে জিজ্ঞাস্য

স্বপ্নবাসবদত্তম্ (টীকা)

1) স্বপ্নবাসবদত্তা কার লেখা।

মহাকবি ভাসের।

2) স্বপ্নবাসবদত্তা নাটকে কয়টি অংক আছে?

ছয়টি।

3) স্বপ্নবাসবদত্তা নামকরণের কারণ কি?

রাজা উদয়ন স্বপ্নে বাসবদত্তাকে দর্শন করেন। এটি নাটকের বীজ। তাই এরকম নামকরণ করা হয়েছে।

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

ভাসের রচনাবলীর মূল্যায়ণ কর। এর উত্তর জানতে Link এ click করুন।

ভাসসমস্যা কী? এ সম্পর্কে একটি প্রবন্ধ লিখ। এর উত্তর জানতে Link এ click করুন।

Leave a Comment