সংস্কৃত ধাতুরূপ ইষ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ইষ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ইষ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ইষ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।
ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ইষ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।
ধাতুরূপ | ইষ্ |
বিভক্তি বিভাগ | পরস্মৈপদী |
ধাতু বিভাগ | তুদাদিগণীয় |
অর্থ | ইচ্ছা করা, To wish |
ধাতুরূপ ইষ্
তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু ইষ্। যার অর্থ ইচ্ছা করা ।
ধাতুরূপ ইষ্ (বাংলা হরফে)
ইষ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।
লট্ লকার
ইষ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় ইচ্ছ। বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ইচ্ছতি | ইচ্ছসি | ইচ্ছামি |
দ্বিবচন | ইচ্ছতঃ | ইচ্ছথঃ | ইচ্ছাবঃ |
বহুবচন | ইচ্ছন্তি | ইচ্ছথ | ইচ্ছামঃ |
লোট্ লকার
বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ইচ্ছতু | ইচ্ছ | ইচ্ছানি |
দ্বিবচন | ইচ্ছতাম্ | ইচ্ছতম্ | ইচ্ছাব |
বহুবচন | ইচ্ছন্তু | ইচ্ছত | ইচ্ছাম |
লঙ্ লকার
বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ঐচ্ছৎ | ঐচ্ছঃ | ঐচ্ছম্ |
দ্বিবচন | ঐচ্ছতাম্ | ঐচ্ছতম্ | ঐচ্ছাব |
বহুবচন | ঐচ্ছন্ | ঐচ্ছত | ঐচ্ছাম |
বিধিলিঙ্ লকার
বাংলা হরফে ইষ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ইচ্ছেৎ | ইচ্ছেঃ | ইচ্ছেয়ম্ |
দ্বিবচন | ইচ্ছেতাম্ | ইচ্ছেতম্ | ইচ্ছেব |
বহুবচন | ইচ্ছেয়ুঃ | ইচ্ছেত | ইচ্ছেম |
লৃট্ লকার
বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | এষিষ্যতি | এষিষ্যসি | এষিষ্যামি |
দ্বিবচন | এষিষ্যতঃ | এষিষ্যথঃ | এষিষ্যাবঃ |
বহুবচন | এষিষ্যন্তি | এষিষ্যথ | এষিষ্যামঃ |
লিট্ লকার
বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।
প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ | |
একবচন | ইয়েষ | ইয়েষিথঃ | ইয়েষ |
দ্বিবচন | ঈষতুঃ | ঈষথুঃ | ঈষিব |
বহুবচন | ঈষুঃ | ঈষ | ঈষিম |
धातुरूप इष् (देवनागरी हरफ)
संस्कृत धातुरूप इष्
लट् (Present Tense)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | इच्छति | इच्छसि | इच्छामि |
वहुवचन | इच्छतः | इच्छथः | इच्छावः |
द्विवचन | इच्छन्ति | इच्छथ | इच्छामः |
लोट् (Imperative Mood)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | इच्छतु | इच्छसि | इच्छामि |
वहुवचन | इच्छताम् | इच्छथः | इच्छावः |
द्विवचन | इच्छन्ति | इच्छथ | इच्छामः |
लङ् (Imperfect Tense)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | ऐच्छत् | ऐच्छः | ऐच्छम् |
वहुवचन | ऐच्छताम् | ऐच्छतम् | ऐच्छाव |
द्विवचन | ऐच्छन् | ऐच्छत | ऐच्छाम |
विधिलिङ् (Potential Mood)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | इच्छेत् | इच्छेः | इच्छेयम् |
वहुवचन | इच्छेताम् | इच्छेतम् | इच्छेव |
द्विवचन | इच्छेयुः | इच्छेत | इच्छेम |
लृट् (Future Tense)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | एषिष्यति | एषिष्यसि | एषिष्यामि |
वहुवचन | एषिष्यतः | एषिष्यथः | एषिष्यावः |
द्विवचन | एषिष्यन्ति | एषिष्यथ | एषिष्यामः |
लिट् (Perfect)
संस्कृत धातुरूप इष्
प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष | |
एकवचन | इयेष | इयेषिथ | इयेष |
वहुवचन | ईषतुः | ईषथुः | ईषिव |
द्विवचन | ईषुः | ईष | ईषिम |
ইষ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ
1) বালক পড়তে ইচ্ছা করছে।
উত্তর- বালকঃ পঠিতুম্ ইচ্ছতি।
2) বালিকার ঘুরতে ইচ্ছা করছে।
উত্তর- বালিকা ভ্রমিতুম্ ইচ্ছতি।
3) কুম্ভকর্ণ ভোজন করতে ইচ্ছা করেছিল।
উত্তর- কুম্ভকর্ণঃ ভোক্তুম্ ঐচ্ছত্।
ইষ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
উত্তর- ইচ্ছ।
উত্তর- এষিষ্যামঃ।
উত্তর- জলং পাতুম্ ইচ্ছামি।
উত্তর- ঐচ্ছঃ
ধন্যবাদ
আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈
আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈