সংস্কৃত ধাতুরূপ ইষ্

সংস্কৃত ধাতুরূপ ইষ্ বিষয়ক আলোচনা। এটি একটি তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু। পরস্মৈপদীর রূপগুলি নির্ভুলভাবে লিখিত হল। সংস্কৃত ধাতুরূপ ইষ্ বাংলা ও দেবনাগরী হরফে দেওয়া হয়েছে। ইষ্ ধাতুর অনুরূপ বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা হয়েছে। এই ধাতুরূপ সম্পর্কে সম্যক ধারণা না থাকলে সংস্কৃতে অনুবাদ করা সম্ভব নয়। সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য ইষ্ ধাতুরূপ জানা আবশ্যক। সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর , WBSSC(SLST) পরীক্ষার্থীদের এই ধাতুরূপ কন্ঠস্থ করতে হবে।

ধাতুর সঙ্গে তিঙ্ বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয়। সংস্কৃত ভাষা অধ্যয়নের জন্য ধাতুরূপ জানা আবশ্যক। নানাপ্রকার কাল বোঝাবার জন্য ধাতুর উত্তর দশ প্রকার বিভক্তি যুক্ত হয়। এরা ধাতু বিভক্তি নামে পরিচি। সংস্কৃতে ধাতু বিভক্তির 180 টি রূপ আছে। সংস্কৃত ধাতুরূপ ইষ্ বিষয়ে উপস্থাপন। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তথা সংস্কৃত ভাষা শিক্ষার্থীদের ধাতুরূপ জানতেই হবে।

ধাতুরূপইষ্
বিভক্তি বিভাগপরস্মৈপদী
ধাতু বিভাগতুদাদিগণীয়
অর্থইচ্ছা করা, To wish

ধাতুরূপ ইষ্

তুদাদিগণীয় পরস্মৈপদী ধাতু ইষ্। যার অর্থ ইচ্ছা করা ।

ধাতুরূপ ইষ্ (বাংলা হরফে)

ইষ্ ধাতুর লট্, লোট্, লঙ্, বিধিলিঙ্, লৃট্ এবং লিট্ লকারের রূপ বাংলা হরফে নিম্নে দেওয়া হল।

লট্ লকার

ইষ্ ধাতুর লট্, লোট্, লঙ্ এবং বিধিলিঙ্ লকারের রূপ হয় ইচ্ছ। বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। বর্তমান কালের ক্রিয়াপদ গঠনে লট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইচ্ছতিইচ্ছসিইচ্ছামি
দ্বিবচনইচ্ছতঃইচ্ছথঃইচ্ছাবঃ
বহুবচনইচ্ছন্তিইচ্ছথইচ্ছামঃ

লোট্ লকার

বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লোট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। আদেশ, উপদেশ বা অনুজ্ঞা অর্থে লোট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইচ্ছতুইচ্ছইচ্ছানি
দ্বিবচনইচ্ছতাম্ইচ্ছতম্ইচ্ছাব
বহুবচনইচ্ছন্তুইচ্ছতইচ্ছাম

লঙ্ লকার

বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। অতীতকালের ক্রিয়াপদ গঠনের জন্য লঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনঐচ্ছৎঐচ্ছঃঐচ্ছম্
দ্বিবচনঐচ্ছতাম্ঐচ্ছতম্ঐচ্ছাব
বহুবচনঐচ্ছন্ঐচ্ছতঐচ্ছাম

বিধিলিঙ্ লকার

বাংলা হরফে ইষ্ ধাতুরূপ বিধিলিঙ্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। উচিত অর্থে ও সম্ভবনা অর্থে বিধিলিঙ্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইচ্ছেৎইচ্ছেঃইচ্ছেয়ম্
দ্বিবচনইচ্ছেতাম্ইচ্ছেতম্ইচ্ছেব
বহুবচনইচ্ছেয়ুঃইচ্ছেতইচ্ছেম

লৃট্ লকার

বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লৃট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। ভবিষ্যত্ কালের ক্রিয়পদ গঠনের জন্য লৃট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনএষিষ্যতিএষিষ্যসিএষিষ্যামি
দ্বিবচনএষিষ্যতঃএষিষ্যথঃএষিষ্যাবঃ
বহুবচনএষিষ্যন্তিএষিষ্যথএষিষ্যামঃ

লিট্ লকার

বাংলা হরফে ইষ্ ধাতুরূপ লিট্ পরস্মৈপদীর রূপগুলি টেবিলের দ্বারা দেখানো হয়েছে। পরোক্ষে বা সুদূর অতীত বোঝাতে লিট্ লকার হয়।

প্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একবচনইয়েষইয়েষিথঃইয়েষ
দ্বিবচনঈষতুঃঈষথুঃঈষিব
বহুবচনঈষুঃঈষঈষিম

धातुरूप इष् (देवनागरी हरफ)

संस्कृत धातुरूप इष्

लट् (Present Tense)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइच्छतिइच्छसिइच्छामि
वहुवचनइच्छतःइच्छथःइच्छावः
द्विवचनइच्छन्तिइच्छथइच्छामः

लोट् (Imperative Mood)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइच्छतुइच्छसिइच्छामि
वहुवचनइच्छताम्इच्छथःइच्छावः
द्विवचनइच्छन्तिइच्छथइच्छामः

लङ् (Imperfect Tense)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनऐच्छत्ऐच्छःऐच्छम्
वहुवचनऐच्छताम्ऐच्छतम्ऐच्छाव
द्विवचनऐच्छन्ऐच्छतऐच्छाम

विधिलिङ् (Potential Mood)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइच्छेत्इच्छेःइच्छेयम्
वहुवचनइच्छेताम्इच्छेतम्इच्छेव
द्विवचनइच्छेयुःइच्छेतइच्छेम

लृट् (Future Tense)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनएषिष्यतिएषिष्यसिएषिष्यामि
वहुवचनएषिष्यतःएषिष्यथःएषिष्यावः
द्विवचनएषिष्यन्तिएषिष्यथएषिष्यामः

लिट् (Perfect)

संस्कृत धातुरूप इष्

प्रथम पुरुषमध्यम पुरुषउत्तम पुरुष
एकवचनइयेषइयेषिथइयेष
वहुवचनईषतुःईषथुःईषिव
द्विवचनईषुःईषईषिम
ইষ্ ধাতুরূপের অনুরূপ অনুবাদের আদর্শ

1) বালক পড়তে ইচ্ছা করছে।

উত্তর- বালকঃ পঠিতুম্ ইচ্ছতি।

2) বালিকার ঘুরতে ইচ্ছা করছে।

উত্তর- বালিকা ভ্রমিতুম্ ইচ্ছতি।

3) কুম্ভকর্ণ ভোজন করতে ইচ্ছা করেছিল।

উত্তর- কুম্ভকর্ণঃ ভোক্তুম্ ঐচ্ছত্।

ইষ্ ধাতু থেকে জিজ্ঞাস্য
1) ইষ্ ধাতুর লোট্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ইচ্ছ।

2) ইষ্ ধাতুর লৃট্ লকার উত্তম পুরুষ বহুবচনের রূপ।

উত্তর- এষিষ্যামঃ।

3) সংস্কৃতে অনুবাদ করো – জল পান করতে ইচ্ছা করছে।

উত্তর- জলং পাতুম্ ইচ্ছামি।

4) ইষ্ ধাতুর লঙ্ লকার মধ্যম পুরুষ একবচনের রূপ।

উত্তর- ঐচ্ছঃ

ধন্যবাদ

আমাদের www.sanskritruprekha.com সাইট Visit করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সংস্কৃতের আরো অনেক তথ্য পাওয়ার জন্য Home Page আসুন। Home Page পৌঁছানোর জন্য CLICK HERE👈

আমদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে CLICK HERE👈 

Leave a Comment